ছবির বিষয়বস্তু ঠিক হলেও মুখ্য় ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, দীপিকা বা পরিণীতি চোপড়াকে নেওয়ার কথাও ভাবা হচ্ছে। আরও এক ব্য়াটমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে নিয়েও তৈরি হচ্ছে বায়োপিক। সাইনার ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।
আরও এক অভিনেত্রীর নামও সামনে আসছে। তিনি হলেন আথিয়া শেট্টি। সানিয়ার সঙ্গে বেশ ভালো সম্পর্ক এই অভিনেত্রীর। তাই, আথিয়ার সানিয়া হওয়ার সম্ভাবনাও একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।