ETV Bharat / sitara

Sameer Wankhede : বলি সেলেবদের ফোনে আড়ি পাতেন সমীর, অভিযোগ নবাব মালিকের - সমীর ওয়াংখেড়ের খবর

বলিউডের সেলিব্রিটিদের (Bollywood Celebs) ফোনে আড়ি পাতেন (Tapping Phones) এনসিবির (NCB) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) ৷ এক এনসিবি আধিকারিকের চিঠি প্রকাশ করে এমনই অভিযোগ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik)৷

Sameer Wankhede tapping phones of Bollywood actors, alleges Nawab Malik, ncb officer calls the letter joke
বলি সেলেবদের ফোনে আড়ি পাতেন সমীর, অভিযোগ নবাব মালিকের
author img

By

Published : Oct 26, 2021, 1:10 PM IST

মুম্বই, 26 অক্টোবর : আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলার তদন্তের দায়িত্বে থাকা এনসিবি (Narcotics Control Bureau) কর্তা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে এ বার ফোনে আড়ি পাতার (Tapping Phones) অভিযোগ আনলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক ৷ তাঁর অভিযোগ, এনসিবির জোনাল ডিরেক্টর বলিউডের সেলিব্রিটিদের ফোনে আড়ি পাততেন ৷ তাঁর মেয়ের ফোনের কল ডিটেইলসও ওয়াংখেড়ে চেয়ে পাঠিয়েছিলেন বলে অভিযোগ মালিকের ৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এনসিবি কর্তা ৷

সাংবাদিক সম্মেলন করে নবাব মালিক বলেন, "সমীর ওয়াংখেড়ে আমার মেয়ের কল ডিটেইলস রেকর্ড চেয়ে পাঠিয়েছিলেন ৷ তবে মুম্বই পুলিশ তা দিতে রাজি হয়নি ৷ আমার কাছে তথ্য রয়েছে যে, ব্যক্তিগত দু'জনকে দিয়ে ফোন কল ট্যাপ করতেন ওয়াংখেড়ে ৷ আমার ফোনেও আড়ি পাতা হয়েছে ৷ বলিউডের তারকা-সহ শীর্ষ ব্যক্তিত্বদের ফোনে আড়ি পাততেন ওয়াংখেড়ে ৷"

নাম না জানানো এক এনসিবি আধিকারিকের থেকে তিনি একটি চিঠি পেয়েছেন বলে দাবি করছেন এনসিপি নেতা ৷ তিনি জানিয়েছেন, সেই চিঠিতে উল্লেখ করা কিছু ঘটনা বলিউডের সেলিব্রিটিদের সঙ্গে সম্পর্কিত । মালিক বলেছেন, "আমি চিঠিটি মুখ্যমন্ত্রী, ডিজি ও অন্যদের পাঠিয়ে দিয়েছি ৷ চিঠিতে উল্লেখিত 36টি প্রতারণামূলক মামলা রয়েছে এবং সেগুলির তদন্ত করা উচিত । মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সেগুলির তদন্ত করা উচিত ৷ কোটি কোটি টাকার জন্য ব্যুরোকে ব্যবহার করছেন সমীর ওয়াংখেড়ে ৷ অভ্যন্তরের বিষয় নিয়ে এই চিঠিতে যে ভাবে ঘটনাগুলির উল্লেখ করা আছে, তাতে সেগুলি যে সত্যি তা বিশ্বাস করা যায় ৷ আমি বলছি না যে, তাঁদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক ৷ তবে এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত ৷"

আরও পড়ুন: Mumbai Cruise Drug Case : মাদক মামলায় আর্থিক লেনদেন ? সাক্ষীর অভিযোগে তদন্ত শুরু এনসিবির

মালিকের দাবি, "আমার টুইট করা জন্মশংসাপত্রটি আসল ৷ সমীর ওয়াংখেড়ের বাবা দ্যান্ডেয়ো ওয়াংখেড়ে ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন ৷ এরপর চিন্তাভাবনা করে চাকরির জন্য দলিত শংসাপত্র ব্যবহার করেছিলেন ওয়াংখেড়ে ৷ যোগ্য দলিতের থেকে তিনি চাকরিটি ছিনিয়ে নিয়েছিলেন ৷"

যদিও নবাব মালিকের চিঠিকে রসিকতা ও মিথ্যে বলে দাবি করেছেন সমীর ওয়াংখেড়ে ৷ চিঠির কনটেন্ট সম্পূর্ণ ভুল বলে দাবি করে তিনি বলেছেন, "এটা মিথ্যে ও রসিকতা ৷ তিনি যা করছেন, তাঁকে তা করতে দিন ৷ সব অভিযোগ আরোপিত ৷" এ প্রসঙ্গে মুম্বইয়ের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর জেনারেল মুথা অশোক জৈন বলেছেন, "আমি চিঠিটি দেখেছি ৷ আমরা যথাযথ ব্যবস্থা নেব ৷"

আরও পড়ুন : Sameer Wankhede : আমার পরিবারকে নিশানা করা হচ্ছে, মাদক কাণ্ডে মন্তব্য এনসিবি কর্তার

এ দিকে, সমীর ওয়াংখেড়ে ও আরও চারজনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন মুম্বইয়ের আইনজীবী সুধা দ্বিবেদী (Sudha Dwivedi) ৷ সমীর ছাড়াও শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি ও মাদক মামলার তিনজন সাক্ষী প্রভাকর সইল, মণীশ ভানুশালি ও কিরণ গোসাভির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছেন তিনি ৷

এরই মধ্যে কাল রাতে দিল্লি পৌঁছেছেন সমীর ওয়াংখেড়ে ৷ তবে কোনও তলবের কারণে নয়, নিজের কাজেই তিনি দিল্লি গিয়েছেন বলে দাবি করেছেন ৷ উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক সাক্ষীর মাধ্যমে 25 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন : Sameer Wankhede: এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের গতিবিধিতে নজরদারি মুম্বই পুলিশের !

মুম্বই, 26 অক্টোবর : আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলার তদন্তের দায়িত্বে থাকা এনসিবি (Narcotics Control Bureau) কর্তা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে এ বার ফোনে আড়ি পাতার (Tapping Phones) অভিযোগ আনলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক ৷ তাঁর অভিযোগ, এনসিবির জোনাল ডিরেক্টর বলিউডের সেলিব্রিটিদের ফোনে আড়ি পাততেন ৷ তাঁর মেয়ের ফোনের কল ডিটেইলসও ওয়াংখেড়ে চেয়ে পাঠিয়েছিলেন বলে অভিযোগ মালিকের ৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এনসিবি কর্তা ৷

সাংবাদিক সম্মেলন করে নবাব মালিক বলেন, "সমীর ওয়াংখেড়ে আমার মেয়ের কল ডিটেইলস রেকর্ড চেয়ে পাঠিয়েছিলেন ৷ তবে মুম্বই পুলিশ তা দিতে রাজি হয়নি ৷ আমার কাছে তথ্য রয়েছে যে, ব্যক্তিগত দু'জনকে দিয়ে ফোন কল ট্যাপ করতেন ওয়াংখেড়ে ৷ আমার ফোনেও আড়ি পাতা হয়েছে ৷ বলিউডের তারকা-সহ শীর্ষ ব্যক্তিত্বদের ফোনে আড়ি পাততেন ওয়াংখেড়ে ৷"

নাম না জানানো এক এনসিবি আধিকারিকের থেকে তিনি একটি চিঠি পেয়েছেন বলে দাবি করছেন এনসিপি নেতা ৷ তিনি জানিয়েছেন, সেই চিঠিতে উল্লেখ করা কিছু ঘটনা বলিউডের সেলিব্রিটিদের সঙ্গে সম্পর্কিত । মালিক বলেছেন, "আমি চিঠিটি মুখ্যমন্ত্রী, ডিজি ও অন্যদের পাঠিয়ে দিয়েছি ৷ চিঠিতে উল্লেখিত 36টি প্রতারণামূলক মামলা রয়েছে এবং সেগুলির তদন্ত করা উচিত । মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সেগুলির তদন্ত করা উচিত ৷ কোটি কোটি টাকার জন্য ব্যুরোকে ব্যবহার করছেন সমীর ওয়াংখেড়ে ৷ অভ্যন্তরের বিষয় নিয়ে এই চিঠিতে যে ভাবে ঘটনাগুলির উল্লেখ করা আছে, তাতে সেগুলি যে সত্যি তা বিশ্বাস করা যায় ৷ আমি বলছি না যে, তাঁদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক ৷ তবে এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত ৷"

আরও পড়ুন: Mumbai Cruise Drug Case : মাদক মামলায় আর্থিক লেনদেন ? সাক্ষীর অভিযোগে তদন্ত শুরু এনসিবির

মালিকের দাবি, "আমার টুইট করা জন্মশংসাপত্রটি আসল ৷ সমীর ওয়াংখেড়ের বাবা দ্যান্ডেয়ো ওয়াংখেড়ে ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন ৷ এরপর চিন্তাভাবনা করে চাকরির জন্য দলিত শংসাপত্র ব্যবহার করেছিলেন ওয়াংখেড়ে ৷ যোগ্য দলিতের থেকে তিনি চাকরিটি ছিনিয়ে নিয়েছিলেন ৷"

যদিও নবাব মালিকের চিঠিকে রসিকতা ও মিথ্যে বলে দাবি করেছেন সমীর ওয়াংখেড়ে ৷ চিঠির কনটেন্ট সম্পূর্ণ ভুল বলে দাবি করে তিনি বলেছেন, "এটা মিথ্যে ও রসিকতা ৷ তিনি যা করছেন, তাঁকে তা করতে দিন ৷ সব অভিযোগ আরোপিত ৷" এ প্রসঙ্গে মুম্বইয়ের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর জেনারেল মুথা অশোক জৈন বলেছেন, "আমি চিঠিটি দেখেছি ৷ আমরা যথাযথ ব্যবস্থা নেব ৷"

আরও পড়ুন : Sameer Wankhede : আমার পরিবারকে নিশানা করা হচ্ছে, মাদক কাণ্ডে মন্তব্য এনসিবি কর্তার

এ দিকে, সমীর ওয়াংখেড়ে ও আরও চারজনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন মুম্বইয়ের আইনজীবী সুধা দ্বিবেদী (Sudha Dwivedi) ৷ সমীর ছাড়াও শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি ও মাদক মামলার তিনজন সাক্ষী প্রভাকর সইল, মণীশ ভানুশালি ও কিরণ গোসাভির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছেন তিনি ৷

এরই মধ্যে কাল রাতে দিল্লি পৌঁছেছেন সমীর ওয়াংখেড়ে ৷ তবে কোনও তলবের কারণে নয়, নিজের কাজেই তিনি দিল্লি গিয়েছেন বলে দাবি করেছেন ৷ উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক সাক্ষীর মাধ্যমে 25 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন : Sameer Wankhede: এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের গতিবিধিতে নজরদারি মুম্বই পুলিশের !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.