ETV Bharat / sitara

Salman Khan New Film : 'গডফাদার'-এর শ্যুটিংয়ের কাজ শেষ করলেন ভাইজান - গডফাদারের শ্যুটিংয়ের কাজ শেষ করলেন ভাইজান

তেলেগু ছবি 'গডফাদার'-এর শ্যুটিংয়ের কাজ শেষ করলেন বলিউডের ভাইজান ৷ এই ছবিতে সলমনের সঙ্গেই পর্দায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী এবং রাম চরণকেও (Salman Khan in Chiranjeevi film Godfather) ৷

Salman Khan in Godfather
'গডফাদার'-এর শ্যুটিংয়ের কাজ শেষ করলেন ভাইজান
author img

By

Published : Mar 25, 2022, 10:50 AM IST

নয়াদিল্লি : নিজের আসন্ন তেলেগু ছবি 'গডফাদার'-এর শ্যুটিংয়ের কাজ শেষ করলেন সলমন খান ৷ এই ছবির হাত ধরেই তেলেগু সিনেমার জগতে পা রাখতে চলেছেন বলিউডের ভাইজান (Salman Khan Telegu Debut Godfather) ৷ ছবিতে তাঁর সঙ্গেই দেখা যাবে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী এবং রাম চরণকেও ৷ এই ছবির পরিচালনা করছেন মোহন রাজা ৷ এবার শ্যুটিং শেষের কথা নিজের অনুরাগীদের উদ্দেশ্য়ে জানালেন তিনিই ৷

নিজের টুইটার হ্যান্ডেল থেকে শ্যুটিংয়ের একটি ছবি শেযার করে তিনি লেখেন, 'মহান মানুষটির সঙ্গে একটি অসামান্য পর্ব শেষ হল, মিষ্টি ব্যক্তিত্বসম্পন্ন সকলের সবচেয়ে প্রিয় ভাই সলমন ৷ ধন্যবাদ ভাই এই কাজটিকে এত আরামদায়ক আর স্মরণীয় করে তোলার জন্য ৷'

আরও পড়ুন: চিরঞ্জীবীর তেলুগু ফিল্ম গডফাদারে 'ভাইজান'

এই ছবিতে ঠিক কোন চরিত্রে অভিনয় করতে চলেছেন সলমন সেই রহস্য অবশ্য় এখনও ফাঁস করেননি নির্মাতারা ৷ তবে এটুকু জানা গিয়েছে 'গডফাদার' 2019 সালের ব্লক বাস্টার হিট ছবি 'লুসিফার'-এর তেলেগু রিমেক ৷ নির্মাতারা আগেই জানিয়েছেন টানটান পলিটিক্যাল ড্রামা হতে চলেছে 'গডফাদার' ৷ ছবিতে সলমন, রাম চরণ, চিরঞ্জীবী ছাড়াও আছেন নয়নতারা এবং সত্যদেব কাঞ্চারাণা ৷ এছাড়া ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন থামান এস ৷

নয়াদিল্লি : নিজের আসন্ন তেলেগু ছবি 'গডফাদার'-এর শ্যুটিংয়ের কাজ শেষ করলেন সলমন খান ৷ এই ছবির হাত ধরেই তেলেগু সিনেমার জগতে পা রাখতে চলেছেন বলিউডের ভাইজান (Salman Khan Telegu Debut Godfather) ৷ ছবিতে তাঁর সঙ্গেই দেখা যাবে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী এবং রাম চরণকেও ৷ এই ছবির পরিচালনা করছেন মোহন রাজা ৷ এবার শ্যুটিং শেষের কথা নিজের অনুরাগীদের উদ্দেশ্য়ে জানালেন তিনিই ৷

নিজের টুইটার হ্যান্ডেল থেকে শ্যুটিংয়ের একটি ছবি শেযার করে তিনি লেখেন, 'মহান মানুষটির সঙ্গে একটি অসামান্য পর্ব শেষ হল, মিষ্টি ব্যক্তিত্বসম্পন্ন সকলের সবচেয়ে প্রিয় ভাই সলমন ৷ ধন্যবাদ ভাই এই কাজটিকে এত আরামদায়ক আর স্মরণীয় করে তোলার জন্য ৷'

আরও পড়ুন: চিরঞ্জীবীর তেলুগু ফিল্ম গডফাদারে 'ভাইজান'

এই ছবিতে ঠিক কোন চরিত্রে অভিনয় করতে চলেছেন সলমন সেই রহস্য অবশ্য় এখনও ফাঁস করেননি নির্মাতারা ৷ তবে এটুকু জানা গিয়েছে 'গডফাদার' 2019 সালের ব্লক বাস্টার হিট ছবি 'লুসিফার'-এর তেলেগু রিমেক ৷ নির্মাতারা আগেই জানিয়েছেন টানটান পলিটিক্যাল ড্রামা হতে চলেছে 'গডফাদার' ৷ ছবিতে সলমন, রাম চরণ, চিরঞ্জীবী ছাড়াও আছেন নয়নতারা এবং সত্যদেব কাঞ্চারাণা ৷ এছাড়া ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন থামান এস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.