নয়াদিল্লি : নিজের আসন্ন তেলেগু ছবি 'গডফাদার'-এর শ্যুটিংয়ের কাজ শেষ করলেন সলমন খান ৷ এই ছবির হাত ধরেই তেলেগু সিনেমার জগতে পা রাখতে চলেছেন বলিউডের ভাইজান (Salman Khan Telegu Debut Godfather) ৷ ছবিতে তাঁর সঙ্গেই দেখা যাবে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী এবং রাম চরণকেও ৷ এই ছবির পরিচালনা করছেন মোহন রাজা ৷ এবার শ্যুটিং শেষের কথা নিজের অনুরাগীদের উদ্দেশ্য়ে জানালেন তিনিই ৷
নিজের টুইটার হ্যান্ডেল থেকে শ্যুটিংয়ের একটি ছবি শেযার করে তিনি লেখেন, 'মহান মানুষটির সঙ্গে একটি অসামান্য পর্ব শেষ হল, মিষ্টি ব্যক্তিত্বসম্পন্ন সকলের সবচেয়ে প্রিয় ভাই সলমন ৷ ধন্যবাদ ভাই এই কাজটিকে এত আরামদায়ক আর স্মরণীয় করে তোলার জন্য ৷'
-
Finished an Amazing Schedule with the Mighty Man,Sweetness Personified
— Mohan Raja (@jayam_mohanraja) March 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dearmost Bhai @beingsalmankhan
Thanks Bhai for Making this So Comfortable and So Memorable 🙏
And Thanks to OUR pillar of Support @kchirutweets for making this happen for Our #GodFather@MusicThaman & Team pic.twitter.com/2ys8CUy6jo
">Finished an Amazing Schedule with the Mighty Man,Sweetness Personified
— Mohan Raja (@jayam_mohanraja) March 24, 2022
Dearmost Bhai @beingsalmankhan
Thanks Bhai for Making this So Comfortable and So Memorable 🙏
And Thanks to OUR pillar of Support @kchirutweets for making this happen for Our #GodFather@MusicThaman & Team pic.twitter.com/2ys8CUy6joFinished an Amazing Schedule with the Mighty Man,Sweetness Personified
— Mohan Raja (@jayam_mohanraja) March 24, 2022
Dearmost Bhai @beingsalmankhan
Thanks Bhai for Making this So Comfortable and So Memorable 🙏
And Thanks to OUR pillar of Support @kchirutweets for making this happen for Our #GodFather@MusicThaman & Team pic.twitter.com/2ys8CUy6jo
আরও পড়ুন: চিরঞ্জীবীর তেলুগু ফিল্ম গডফাদারে 'ভাইজান'
এই ছবিতে ঠিক কোন চরিত্রে অভিনয় করতে চলেছেন সলমন সেই রহস্য অবশ্য় এখনও ফাঁস করেননি নির্মাতারা ৷ তবে এটুকু জানা গিয়েছে 'গডফাদার' 2019 সালের ব্লক বাস্টার হিট ছবি 'লুসিফার'-এর তেলেগু রিমেক ৷ নির্মাতারা আগেই জানিয়েছেন টানটান পলিটিক্যাল ড্রামা হতে চলেছে 'গডফাদার' ৷ ছবিতে সলমন, রাম চরণ, চিরঞ্জীবী ছাড়াও আছেন নয়নতারা এবং সত্যদেব কাঞ্চারাণা ৷ এছাড়া ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন থামান এস ৷