ETV Bharat / sitara

রেড মার্কারির খোঁজে পরমব্রত-কোয়েল-গৌরব - Koel Mullick

রেড মার্কারির খোঁজে অজানা দ্বীপে পাড়ি পরমব্রত চ্যাটার্জি, কোয়েল মল্লিক ও গৌরব চক্রবর্তীর। তাঁরা কি পারবেন সাফল্য পেতে ?

Sagaedwipe Jawker Dhon
Sagaedwipe Jawker Dhon
author img

By

Published : Dec 9, 2019, 1:57 PM IST

কলকাতা : মুক্তি পেল সায়ন্তন ঘোষালের ছবি 'সাগরদ্বীপে যকের ধন'। ছবির প্রিমিয়ারে তারকা সমাবেশ। উপস্থিত ছিল ETV ভারত সিতারা। আট থেকে আশি সবার জন্য তৈরি এই ছবি নিয়ে তুমুল কৌতুহল দর্শকের মধ্যে।

Sagaedwipe Jawker Dhon
বিশেষ মুহূর্ত..

ছবি প্রসঙ্গে কোয়েল বললেন, "দর্শকের থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। ছবিটা মূলত বাচ্চাদের জন্য তৈরি। তাই এটা আমার কাছে খুবই স্পেশাল। বাংলা ছবিতে এই মানের VFX আগে ব্যবহার করা হয়নি। আমাদের এতদিনের কষ্ট দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন দেখে ভালো লাগছে।"

Sagaedwipe Jawker Dhon
স্বমহিমায়..

পরমব্রত বললেন, "সকালে নন্দনে ছবিটি মুক্তি পেয়েছে। দর্শকের কাছে খুব ভালো সাড়া পেয়েছি। সবাই খুব উৎফুল্ল।" একইভাবে গৌরবও উচ্ছ্বসিত ছবির রেসপন্স নিয়ে। তিনি বললেন, "আজ থেকে নতুন অ্যাডভেঞ্চার শুরু। সকাল থেকেই খুব নার্ভাস ও টেনশনে আছি। তবে এখনও অবধি দর্শকের প্রতিক্রিয়া খুব ভালো।"

Sagaedwipe Jawker Dhon
রজতাভ

মুক্তির দিন সকাল থেকেই নন্দনের সব ক'টা শো হাউজ়ফুল। এই খবরে বেশ আশ্বস্ত হয়ে টিম 'সাগরদ্বীপে যকের ধন'। দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : মুক্তি পেল সায়ন্তন ঘোষালের ছবি 'সাগরদ্বীপে যকের ধন'। ছবির প্রিমিয়ারে তারকা সমাবেশ। উপস্থিত ছিল ETV ভারত সিতারা। আট থেকে আশি সবার জন্য তৈরি এই ছবি নিয়ে তুমুল কৌতুহল দর্শকের মধ্যে।

Sagaedwipe Jawker Dhon
বিশেষ মুহূর্ত..

ছবি প্রসঙ্গে কোয়েল বললেন, "দর্শকের থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। ছবিটা মূলত বাচ্চাদের জন্য তৈরি। তাই এটা আমার কাছে খুবই স্পেশাল। বাংলা ছবিতে এই মানের VFX আগে ব্যবহার করা হয়নি। আমাদের এতদিনের কষ্ট দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন দেখে ভালো লাগছে।"

Sagaedwipe Jawker Dhon
স্বমহিমায়..

পরমব্রত বললেন, "সকালে নন্দনে ছবিটি মুক্তি পেয়েছে। দর্শকের কাছে খুব ভালো সাড়া পেয়েছি। সবাই খুব উৎফুল্ল।" একইভাবে গৌরবও উচ্ছ্বসিত ছবির রেসপন্স নিয়ে। তিনি বললেন, "আজ থেকে নতুন অ্যাডভেঞ্চার শুরু। সকাল থেকেই খুব নার্ভাস ও টেনশনে আছি। তবে এখনও অবধি দর্শকের প্রতিক্রিয়া খুব ভালো।"

Sagaedwipe Jawker Dhon
রজতাভ

মুক্তির দিন সকাল থেকেই নন্দনের সব ক'টা শো হাউজ়ফুল। এই খবরে বেশ আশ্বস্ত হয়ে টিম 'সাগরদ্বীপে যকের ধন'। দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...
Intro:অমিত চক্রবর্তী, কলকাতা: সায়ন্তন ঘোষাল এর পরিচালনায় যকের ধন এরপর মুক্তি পেল সাগরদ্বীপে যকের ধন। অ্যাডভেঞ্চার ধর্মী নতুন এই ছবির গল্প সাগরপাড়ে রেড মার্কারির উদ্ধার হওয়া কে কেন্দ্র করে। তবে তার থেকেও বড় বিষয় হলো এই ছবি তে যেভাবে ভি এফ এক্স এর ব্যবহার করা হয়েছে তা আগে কোন বাংলা ছবিতে ব্যবহার করা হয়নি। ছবি নিয়ে শিশুদের মধ্যে যেমন আগ্রহ লক্ষ্য করা গেছে, তেমনি বয়স্ক মানুষজন এই ধরনের অ্যাডভেঞ্চার ছবি দেখতে পছন্দ করেছেন। সকালে থেকে নন্দনে সবকটা শো ই হাউসফুল। আর তারই মাঝে বিকালে আয়োজন করা হয়েছিল ছবির প্রিমিয়ার শো এর। যেখানে ছবির কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক,রঞ্জিত মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়,রজতাভ দত্ত,গৌরব চক্রবর্তী,শান্তিলাল মুখার্জি, সব্যসাচী চক্রবর্তী,অর্জুন চক্রবর্তী, রিধিমা ঘোষ ও পরিচালক সায়ন্তন ঘোষাল সহ আরো অনেকে।


Body:তার নতুন ছবি প্রসঙ্গে কোয়েল মল্লিক জানালেন, দর্শকদের কাছ থেকে খুব ভাল সাড়া পাচ্ছি।এই ছবিটা আমার কাছে বেশি স্পেশাল কারণ, শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে ছবি তৈরি করা হয় না। তবে এই ছবিটা মূলত বাচ্চাদের জন্য। তবে তারপরও বাকিরা সবাই আছেন। আর বাংলা ছবিতে এই মানের ভিএফএস এর আগে ব্যবহার করা হয়নি। তাই আজ আমার খুবই ভালো লাগছে কারন আমাদের এতদিনের কষ্ট দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন"।

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানালেন,"সকালে নন্দনে ছবিটি মুক্তি পেয়েছে দর্শকদের কাছ থেকে খুব ভালো ছাড়া পেয়েছি।সবাই খুবই উৎফুল্ল এবং আনন্দিত। এক কথায় বলতে গেলে সপরিবারে দেখার একটা ছবি আট থেকে আশি সবাই চলে আসুন ছবিটা একবার দেখুন"।

অভিনেতা গৌরব চক্রবর্তী জানালেন,"আজ থেকে নতুন এডভেঞ্চার শুরু। সকাল থেকে আমরা প্রত্যেকে খুবই নার্ভাস এবং খুব টেনশনে আছি যে, কেমন লাগবে দর্শকদের। এখনো পর্যন্ত দর্শকদের প্রতিক্রিয়া খুব ভালো। নন্দনে সবকটা শো হাউস ফুল হয়েছে শুনলাম।আমি আজকে প্রথমবার দেখবো প্রিমিয়ারে তাই খুবই এক্সাইটেড"।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.