ETV Bharat / sitara

হতে চাইলাম নেত্রী, হয়ে গেলাম অভিনেত্রী : সাবিত্রী চট্টোপাধ্যায় - sabitri chatterjee talks on politics

বর্ধমান পৌরসভা আয়োজিত উৎসবের উদ্বোধনে এসে এমনটাই বললেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দেবশংকর হালদার সহ আরও অনেক বিশিষ্টজনেরা ।

sabitri chatterjee attends event in bardwan
sabitri chatterjee attends event in bardwan
author img

By

Published : Jan 23, 2021, 7:54 PM IST

বর্ধমান, 23 জানুয়ারি : বর্ধমানের উৎস ময়দানে শনিবার থেকে শুরু হল বর্ধমান পৌরসভা আয়োজিত পৌর উৎসব । প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের সূচনা করলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় । সঙ্গে ছিলেন অভিনেতা দেবশংকর হালদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা ।

মঞ্চে বসে মজার ছলে পুরোনো দিনের কথা বললেন সাবিত্রী । কোনও রাজনৈতিক আলোচনা নয়, কোনও কাদা ছোড়াছুড়ি নয়, নিতান্ত সরল স্মৃতিচারণা করে দর্শক-শ্রোতাদের মজিয়ে রাখলেন এই লেজেন্ডারি অভিনেত্রী ।

তিনি বললেন, "মানুষ যা ভাবে, তা হয় নাা । জওহরলাল নেহরুর বক্তৃতা শুনে ভেবেছিলাম নেত্রী হব । তাই পাড়ার বাচ্চাদের সঙ্গে নিয়ে দুপুরবেলা আমি কলের গানের চোঙাটা হাতে নিয়ে যা মনে আসত চিৎকার করতাম । সারা পাড়া ঘুরে বেড়াতাম ।"

তবে এই খেলাটা বেশিদিন চালাতে পারলেন না সাবিত্রী । কারণ পাড়ার লোকজন নালিশ করলেন তাঁর বাবার কাছে । আর সেই শুনেই বাবার মার পড়ল অভিনেত্রীর গালে । পরে অবশ্য বাবা তাঁকে বুঝিয়ে বলেছিলেন যে, "নেত্রী হতে গেলে আগে পড়াশোনা করতে হবে ।"

সে যা-ই হোক, নেত্রী আর হওয়া হল না সাবিত্রীর, অভিনেত্রী হয়ে গেলেন । অভিনেত্রী হিসেবে যে ভালোবাসা তিনি পেয়েছেন তাতেই ধন্য তিনি । তাই নেত্রীর না হওয়ার আক্ষেপ আর নেই তাঁর । ভিডিয়োয় শুনে নিন সাবিত্রী চট্টোপাধ্যায়ের বক্তব্য...

সাবিত্রীর স্মৃতি রোমন্থন

বর্ধমান, 23 জানুয়ারি : বর্ধমানের উৎস ময়দানে শনিবার থেকে শুরু হল বর্ধমান পৌরসভা আয়োজিত পৌর উৎসব । প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের সূচনা করলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় । সঙ্গে ছিলেন অভিনেতা দেবশংকর হালদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা ।

মঞ্চে বসে মজার ছলে পুরোনো দিনের কথা বললেন সাবিত্রী । কোনও রাজনৈতিক আলোচনা নয়, কোনও কাদা ছোড়াছুড়ি নয়, নিতান্ত সরল স্মৃতিচারণা করে দর্শক-শ্রোতাদের মজিয়ে রাখলেন এই লেজেন্ডারি অভিনেত্রী ।

তিনি বললেন, "মানুষ যা ভাবে, তা হয় নাা । জওহরলাল নেহরুর বক্তৃতা শুনে ভেবেছিলাম নেত্রী হব । তাই পাড়ার বাচ্চাদের সঙ্গে নিয়ে দুপুরবেলা আমি কলের গানের চোঙাটা হাতে নিয়ে যা মনে আসত চিৎকার করতাম । সারা পাড়া ঘুরে বেড়াতাম ।"

তবে এই খেলাটা বেশিদিন চালাতে পারলেন না সাবিত্রী । কারণ পাড়ার লোকজন নালিশ করলেন তাঁর বাবার কাছে । আর সেই শুনেই বাবার মার পড়ল অভিনেত্রীর গালে । পরে অবশ্য বাবা তাঁকে বুঝিয়ে বলেছিলেন যে, "নেত্রী হতে গেলে আগে পড়াশোনা করতে হবে ।"

সে যা-ই হোক, নেত্রী আর হওয়া হল না সাবিত্রীর, অভিনেত্রী হয়ে গেলেন । অভিনেত্রী হিসেবে যে ভালোবাসা তিনি পেয়েছেন তাতেই ধন্য তিনি । তাই নেত্রীর না হওয়ার আক্ষেপ আর নেই তাঁর । ভিডিয়োয় শুনে নিন সাবিত্রী চট্টোপাধ্যায়ের বক্তব্য...

সাবিত্রীর স্মৃতি রোমন্থন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.