ETV Bharat / sitara

দুর্গতদের পাশে রুদ্রনীল - রুদ্রনীল দাশগুপ্তের খবর

আমফান যাঁদের বাড়ি কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে সমস্ত সম্বল, তাঁদের পাশে দাঁড়ালেন রুদ্রনীল ।

Rudranil helped the poor
Rudranil helped the poor
author img

By

Published : May 25, 2020, 3:41 PM IST

কলকাতা : আমফান দুর্গতদের পাশে দাঁড়ালেন রুদ্রনীল ঘোষ । নিজের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করলেন তাঁদের । একা নন, একসঙ্গে অনেকে কাঁধে কাঁধ মিলিয়ে টালিগঞ্জ ও গল্ফগ্রিন এলাকায় প্রায় দু'হাজার মানুষকে খাবার পৌঁছে দিলেন তাঁরা । যদিও এটাকে ত্রাণ বলতে নারাজ অভিনেতা ।

ইনস্টাগ্রামে কয়েকটা ছবি শেয়ার করেছেন রুদ্র । সেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে সুরকার ও পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকেও । আর দেখা গেল একরাশ নিরাশ মুখগুলোকে, যাঁরা একটু খাবারের আশায় ভিড় জমিয়েছেন ।

রুদ্রনীল লিখেছেন, "না ত্রাণ দিতে যাইনি । পাশে দাঁড়াতে গিয়েছিলাম । টালিগঞ্জ ও গল্ফগ্রিন এরিয়ার আশেপাশে ছড়িয়ে থাকা বস্তিগুলোতে প্রায় 2 হাজার মানুষকে একটু খাবার পৌঁছে দিলাম আমরা ।"

তিনি আরও লিখেছেন, "ক্রংকিটের ভিড়ে লুকিয়ে থাকা এই ঘুপচি বস্তিগুলোতে আমাদের মানুষরাই থাকে । যারা গ্রামের মানুষের মতই গরীব ।মার্চ থেকে হাতে কাজ নেই । করোনা দিয়ে শুরু,আম্ফানে প্রায় শেষ । এঁরা কেউ কাজের দিদি,রিক্সাভ্যান চালক, অটো-টোটো চালক,জোগাড়ে, মিস্তিরি, হকার, ফেরিওয়ালা,শ্রমিক মানুষ । দিন আনি দিন খাই । সব বন্ধ,পেট খালি ।বাচ্চারা খালি পেটে হাঁ করে তাকিয়ে বাপ মায়ের মুখের দিকে !"

ছবির সঙ্গে রুদ্রনীলের লেখনীতে ফুটে উঠেছে এই সমস্ত মানুষগুলোর যন্ত্রণার কথা । দেখে নিন পোস্ট..

কলকাতা : আমফান দুর্গতদের পাশে দাঁড়ালেন রুদ্রনীল ঘোষ । নিজের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করলেন তাঁদের । একা নন, একসঙ্গে অনেকে কাঁধে কাঁধ মিলিয়ে টালিগঞ্জ ও গল্ফগ্রিন এলাকায় প্রায় দু'হাজার মানুষকে খাবার পৌঁছে দিলেন তাঁরা । যদিও এটাকে ত্রাণ বলতে নারাজ অভিনেতা ।

ইনস্টাগ্রামে কয়েকটা ছবি শেয়ার করেছেন রুদ্র । সেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে সুরকার ও পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকেও । আর দেখা গেল একরাশ নিরাশ মুখগুলোকে, যাঁরা একটু খাবারের আশায় ভিড় জমিয়েছেন ।

রুদ্রনীল লিখেছেন, "না ত্রাণ দিতে যাইনি । পাশে দাঁড়াতে গিয়েছিলাম । টালিগঞ্জ ও গল্ফগ্রিন এরিয়ার আশেপাশে ছড়িয়ে থাকা বস্তিগুলোতে প্রায় 2 হাজার মানুষকে একটু খাবার পৌঁছে দিলাম আমরা ।"

তিনি আরও লিখেছেন, "ক্রংকিটের ভিড়ে লুকিয়ে থাকা এই ঘুপচি বস্তিগুলোতে আমাদের মানুষরাই থাকে । যারা গ্রামের মানুষের মতই গরীব ।মার্চ থেকে হাতে কাজ নেই । করোনা দিয়ে শুরু,আম্ফানে প্রায় শেষ । এঁরা কেউ কাজের দিদি,রিক্সাভ্যান চালক, অটো-টোটো চালক,জোগাড়ে, মিস্তিরি, হকার, ফেরিওয়ালা,শ্রমিক মানুষ । দিন আনি দিন খাই । সব বন্ধ,পেট খালি ।বাচ্চারা খালি পেটে হাঁ করে তাকিয়ে বাপ মায়ের মুখের দিকে !"

ছবির সঙ্গে রুদ্রনীলের লেখনীতে ফুটে উঠেছে এই সমস্ত মানুষগুলোর যন্ত্রণার কথা । দেখে নিন পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.