ETV Bharat / sitara

মেসেজে কি শ্রাবন্তীকেই "বাই" বললেন রোশন ? - roshan singh instagram

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন রোশন । সেখানে তিনি লেখেন, "না করছি ডেট, না করছি ডায়েট"। কার উদ্দেশে তিনি এই কথা লিখেছেন তা অবশ্য স্পষ্ট নয় । এছাড়া কোনও একজনের সঙ্গে চ্যাটের একটি স্ক্রিন শট শেয়ার করেন তিনি । সেই স্ক্রিন শট ঘিরে তৈরি হয়েছে জল্পনা ।

sdf
adf
author img

By

Published : Dec 8, 2020, 10:43 PM IST

কলকাতা : শ্রাবন্তী ও রোশনের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই । কয়েকদিন ধরেই টালমাটাল রয়েছে তাঁদের সম্পর্ক । আর টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সেই গুঞ্জন । তবে এ নিয়ে প্রকাশ্যে স্পষ্টভাবে কিছুই বলেননি তাঁরা দু'জনেই । যদিও সোশাল মিডিয়ায় মাঝে মধ্যে একে অপরের দিকে কটাক্ষ ছুড়ে দিতে দেখা গিয়েছে তাঁদের ।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন রোশন । সেখানে তিনি লেখেন, "না করছি ডেট, না করছি ডায়েট"। কার উদ্দেশে তিনি এই কথা লিখেছেন তা অবশ্য স্পষ্ট নয় । এছাড়া কোনও একজনের সঙ্গে চ্যাটের একটি স্ক্রিন শট শেয়ার করেন তিনি । সেই স্ক্রিন শট ঘিরে তৈরি হয়েছে জল্পনা ।

sdf
রোশনের ইনস্টাগ্রাম পোস্ট

সেই চ্যাটে প্রথমজন লেখেন, "এখন টেক্সট দিও না, গেমস খেলছি ।" এর উত্তরে একের পর এক মেসেজ করা হয় । লেখা হয়, "ওকে । খেল তুমি । ভালো মতো খেল । দিলাম না টেক্সট । থাকো ভালো তুমি । আমার কি । আমার কিছুই নয় । ভালো মতো খেল । যাই আমি । থেকে কী হবে । বাই ।" তবে কাদের চ্যাটের স্ক্রিন শট রোশন শেয়ার করেছেন তা অবশ্য একেবারেই স্পষ্ট নয় । আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা । নেটিজ়েনদের একাংশের মতে চ্যাটে শ্রাবন্তীকেই "বাই" বলেছেন রোশন ।

asd
রোশনের ইনস্টাগ্রাম পোস্ট

কলকাতা : শ্রাবন্তী ও রোশনের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই । কয়েকদিন ধরেই টালমাটাল রয়েছে তাঁদের সম্পর্ক । আর টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সেই গুঞ্জন । তবে এ নিয়ে প্রকাশ্যে স্পষ্টভাবে কিছুই বলেননি তাঁরা দু'জনেই । যদিও সোশাল মিডিয়ায় মাঝে মধ্যে একে অপরের দিকে কটাক্ষ ছুড়ে দিতে দেখা গিয়েছে তাঁদের ।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন রোশন । সেখানে তিনি লেখেন, "না করছি ডেট, না করছি ডায়েট"। কার উদ্দেশে তিনি এই কথা লিখেছেন তা অবশ্য স্পষ্ট নয় । এছাড়া কোনও একজনের সঙ্গে চ্যাটের একটি স্ক্রিন শট শেয়ার করেন তিনি । সেই স্ক্রিন শট ঘিরে তৈরি হয়েছে জল্পনা ।

sdf
রোশনের ইনস্টাগ্রাম পোস্ট

সেই চ্যাটে প্রথমজন লেখেন, "এখন টেক্সট দিও না, গেমস খেলছি ।" এর উত্তরে একের পর এক মেসেজ করা হয় । লেখা হয়, "ওকে । খেল তুমি । ভালো মতো খেল । দিলাম না টেক্সট । থাকো ভালো তুমি । আমার কি । আমার কিছুই নয় । ভালো মতো খেল । যাই আমি । থেকে কী হবে । বাই ।" তবে কাদের চ্যাটের স্ক্রিন শট রোশন শেয়ার করেছেন তা অবশ্য একেবারেই স্পষ্ট নয় । আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা । নেটিজ়েনদের একাংশের মতে চ্যাটে শ্রাবন্তীকেই "বাই" বলেছেন রোশন ।

asd
রোশনের ইনস্টাগ্রাম পোস্ট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.