কলকাতা, 25 জানুয়ারি: এ যেন মৃত্যুমিছিল । 2022 সাল পড়তে না পড়তেই বাঙালি হারাচ্ছে শিল্প ও সাহিত্যজগতের দিকপাল নাগরিকদের । প্রবাদপ্রতীম কার্টুনিস্ট তথা কমিক্স-এর স্রষ্টা নারায়ণ দেবনাথ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার সুভাষ ভৌমিকের পর সোমবার চলে গেলেন প্রখ্যাত চিত্রকর ওয়াসিম কাপুর । বহু ছবির মাঝে বছর দশেক আগে তিনি এঁকেছিলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে (Wasim Kapoor passes away)। শিল্পীর প্রয়াণে তিনি মর্মাহত ৷ ওয়াসিম কাপুরের সঙ্গে তাঁর নানা সাক্ষাতের স্মৃতিচারণা করলেন ঋতুপর্ণা (Rituparna Sengupta remembers Wasim Kapoor)৷
1951 সালে লখনউতে জন্ম ওয়াসিম কাপুরের (Wasim Kapoor news)। পড়াশোনা তাঁর এই শহরেই । 'ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ' থেকে ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে পাশ করেন শিল্পী । তুলির টানে তুলে ধরতেন একাকীত্বের মতো যন্ত্রণা, অবসাদ । তিনি ছিলেন সমাজকর্মী ৷ ছিলেন প্রতিবাদী । অন্যায় দেখলে মুখ বুজে থাকা তাঁর ধাতে ছিল না ৷ অযৌক্তিকতা, কুসংস্কারের তীব্র প্রতিবাদ করতেন নির্দ্বিধায় । ধর্মীয় গোড়ামির বিরুদ্ধেও রুখে দাঁড়াতে দেখা গিয়েছে শিল্পীকে । একবার এক সাক্ষাতকারে শিল্পী বলেছিলেন, "আমি ডিপ্রেশন সঙ্গে নিয়েই চলি ।"
আরও পড়ুন: Wasim Kapoor passes away: প্রয়াত চিত্রকর ওয়াসিম কাপুর
প্রতিবাদ করতেন তুলির টানে । যে প্রতিবাদ ছিল কণ্ঠের থেকেও বেশি তীক্ষ্ম । এমন এক শিল্পীকে হারিয়ে শোকাহত অনুরাগীরা । তাঁর হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ । এক সময়ে তিনি এঁকেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta remembers painter Wasim Kapoor)। অভিনেত্রীর হাতে নিজেই তুলে দিয়েছিলেন সেই ছবি ।
শিল্পীকে ঘিরে স্মৃতিচারণায় ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন, "ওয়াসিম কাপুর আর নেই এই কথাটা মেনে নেওয়া খুব কঠিন । রোজ একটা করে শকিং নিউজ পেতে পেতে আমরা কেমন স্থবির হয়ে যাচ্ছি । সুন্দর একজন মানুষ ছিলেন ওয়াসিম কাপুর । আমার সঙ্গে এত ভাল ভাল স্মৃতি আছে যে বলতে আজ কষ্ট হচ্ছে । সদাহাস্য চেহারা ৷ তুলির এক একটা আঁচড়ে এক একটা স্বপ্নের মতো ছবি তৈরি হয়ে যেত । এবং বহু গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছেন । একবার আমার এক জন্মদিনে আমার একটা ছবি এঁকে উপহার দিয়েছিলেন ৷ ভীষণ উৎসাহিত করতেন আমায় । প্রশংসা করতেন কাজের । বহু ছবির প্রিমিয়ারে এসেছেন । আশীর্বাদ করতেন । বহু ডকুমেন্ট্রি আছে তাঁর কাজের । বেশ কিছু বড় মাপের পোর্টেট বানিয়ে গিয়েছেন । লকডাউনে একাকীত্ব নিয়ে যে আঁকাগুলো এঁকেছেন, সেগুলোও দেখার মতো । ওঁর পরিবারের সকলকে সমবেদনা জানাই । তাঁর ছবির মধ্যে দিয়েই তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে ।"