ETV Bharat / sitara

'উইন্ডোজ়'এর পরবর্তী ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' - Ritabhari

একটি নারীকেন্দ্রিক ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' । পোস্টারে ঋতাভরীকে সাজানো হয়েছে মা দুর্গার মতো । তাঁর একদিকের হাতে রয়েছে পুজোর সামগ্রী । আর অন্য হাতে রয়েছে ঋতুস্রাবের সামগ্রী । ঋতুস্রাবকে নিয়ে অনেকরকম কুসংস্কার আছে আমাদের দেশে । এই ছবি তারই বিরুদ্ধে কথা বলবে ।

ছবি
author img

By

Published : Sep 29, 2019, 7:10 PM IST

কলকাতা : নতুন বিষয়বস্তুই হল 'উইন্ডোজ়' প্রযোজনা সংস্থার বরাবরের চমক । তা সে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জির পরিচালনা হোক বা প্রযোজনা । জানা গেল তাদের নতুন ছবির কথা । ২০২০ সালের নারী দিবসে মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় । যিনি নন্দিতা-শিবপ্রসাদকে সহ-পরিচালনা করেছিলেন তাঁদের বেশ কয়েকটি ছবিতে ।

'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' মুখ্য চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী । তাঁর বিপরীতে সোহম মজুমদার । 'উইন্ডোজ়' প্রযোজনা সংস্থার সঙ্গে এটা ঋতাভরীর প্রথম বড় কাজ । অন্যদিকে, শাহিদ কাপুর তথা 'কবির সিং'-এর বন্ধুর চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন সোহম । এবার উইন্ডোজ়ের সঙ্গে কাজ করছেন তিনি ।

একটি নারীকেন্দ্রিক ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' । পোস্টারে ঋতাভরীকে সাজানো হয়েছে মা দুর্গার মতো । তাঁর একদিকের হাতে রয়েছে পুজোর সামগ্রী । আর অন্য হাতে রয়েছে ঋতুস্রাবের সামগ্রী । ঋতুস্রাবকে নিয়ে অনেকরকম কুসংস্কার আছে আমাদের দেশে । এই ছবি তারই বিরুদ্ধে কথা বলবে ।

ছবির শুটিং এখনও শুরু হয়নি । এর আগে উইন্ডোজ়ের 'মুখার্জিদার বউ' ছবিতে গল্প এবং সংলাপ লিখেছিলেন সম্রাজ্ঞী । এই ছবিতেও সংলাপ লিখছেন তিনি । ছবির অন্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি ।

কলকাতা : নতুন বিষয়বস্তুই হল 'উইন্ডোজ়' প্রযোজনা সংস্থার বরাবরের চমক । তা সে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জির পরিচালনা হোক বা প্রযোজনা । জানা গেল তাদের নতুন ছবির কথা । ২০২০ সালের নারী দিবসে মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় । যিনি নন্দিতা-শিবপ্রসাদকে সহ-পরিচালনা করেছিলেন তাঁদের বেশ কয়েকটি ছবিতে ।

'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' মুখ্য চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী । তাঁর বিপরীতে সোহম মজুমদার । 'উইন্ডোজ়' প্রযোজনা সংস্থার সঙ্গে এটা ঋতাভরীর প্রথম বড় কাজ । অন্যদিকে, শাহিদ কাপুর তথা 'কবির সিং'-এর বন্ধুর চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন সোহম । এবার উইন্ডোজ়ের সঙ্গে কাজ করছেন তিনি ।

একটি নারীকেন্দ্রিক ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' । পোস্টারে ঋতাভরীকে সাজানো হয়েছে মা দুর্গার মতো । তাঁর একদিকের হাতে রয়েছে পুজোর সামগ্রী । আর অন্য হাতে রয়েছে ঋতুস্রাবের সামগ্রী । ঋতুস্রাবকে নিয়ে অনেকরকম কুসংস্কার আছে আমাদের দেশে । এই ছবি তারই বিরুদ্ধে কথা বলবে ।

ছবির শুটিং এখনও শুরু হয়নি । এর আগে উইন্ডোজ়ের 'মুখার্জিদার বউ' ছবিতে গল্প এবং সংলাপ লিখেছিলেন সম্রাজ্ঞী । এই ছবিতেও সংলাপ লিখছেন তিনি । ছবির অন্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি ।

Intro:নতুন বিষয়বস্তুই হল 'উইন্ডোজ' প্রযোজনা সংস্থার বরাবরের চমক। তা সে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনাই হোক কিংবা প্রযোজনার। এই প্রযোজনা সংস্থার ছবির জন্য মুখিয়ে থাকে বাংলা ছবির দর্শক। এখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের হলগুলোতে স্বগৌরবে চলছে ইউন্ডোজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'গোত্র'। তারই মাঝে জানা গেল তাঁদের নতুন ছবির কথা। ETV ভারত সিতারাকে উইন্ডোজ জানিয়েছে আগামী বছর, অর্থাৎ ২০২০ সালের নারী দিবসে মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়, যিনি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে সহ-পরিচালনা করেছিলেন তাঁদের বেশ কয়েকটি ছবিতে।


Body:সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর বিপরীতে রয়েছেন সোহম মজুমদার। 'উইন্ডোজ' প্রযোজনা সংস্থার সঙ্গে এটা ঋতাভরীর প্রথম বড় কাজ। ওদিকে 'কাবীর সিং' ছবিতে অভিনেতা শাহিদ কাপুর, তথা কবির সিংয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন সোহম। তিনি এবার কাজ করছেন উইন্ডোজের সঙ্গে।




Conclusion:'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' একটি নারীকেন্দ্রিক ছবি। পোস্টারে ঋতাভরীকে সাজানো হয়েছে মা দুর্গার মতো। তাঁর একদিকের হাতে রয়েছে পূজার সামগ্রী। অন্যদিকের হাতে রয়েছে ঋতুস্রাবের সামগ্রী। ঋতুস্রাবকে নিয়ে অনেকরকম কুসংস্কার আছে আমাদের দেশে। এই ছবি তাঁর বিরুদ্ধে কথা বলবে।

ছবির শুটিং এখনও শুরু হয়নি। তবে এই বছরের শেষেই শেষ হবে ছবির শুটিং। ছবির গল্প রানীর। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দোপাধ্যায়। এর আগে উইন্ডোজের 'মুখার্জিদার বউ' ছবিতে গল্প এবং সংলাপ লিখেছিলেন সম্রাজ্ঞী। এটি উইন্ডোজের সঙ্গে তাঁর দ্বিতীয় কাজ। ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.