ETV Bharat / sitara

Exclusive : 'কেকওয়াক' ও 'সিজ়নস গ্রিটিংস'-এর পর বাংলা ছবি করছেন রামকমল, নাম 'রিক্সাওয়ালা' - টিজার পোস্টার

"মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে/ মানবের মাঝে আমি বাঁচিবারে চাই", কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই দুটি উক্তিতেই লুকিয়ে আছে নতুন ছবি রিকশাওয়ালার রসদ। আর সেই ছবিতে অভিনয় করছেন ভানু বন্দোপাধ্যায়ের নাতনি গার্গী মুখোপাধ্যায়।

ছবির পোস্টার
author img

By

Published : May 2, 2019, 4:29 PM IST

Updated : May 2, 2019, 4:42 PM IST

কলকাতা : অ্যাসর্টেড 'মোশন পিকচারস' এবং SSI এন্টারটেইনমেন্টের নতুন স্বল্প দৈর্ঘ্যর ফিচার ফিল্ম 'রিক্সাওয়ালা'। ছবিটির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তবে শুধু এইখানেই দায়িত্ব শেষ নয় পরিচালকের। ছবির গল্প এবং সংলাপ তাঁরই লেখা। এর আগে অ্যাসর্টেড মোশন পিকচার্স এবং SSI ইন্টারটেইনমেন্ট একটিও বাংলা ছবি তৈরি করেনি। সেক্ষেত্রে দেখতে গেলে, 'রিক্সাওয়ালা'ই তাঁদের প্রথম বাংলা ছবি।

প্রযোজনা সংস্থার অরিত্র দাসের সঙ্গে কথা বলল ETV Bharat। তিনি বলেন, "এই ছবি আমাদের প্রথম বাংলা ছবি। এর আগে কেকওয়াক ও সিজ়নস গ্রিটিংস তৈরি করেছি। রামকমল পরিচালনা করেছেন। এবার বাংলা ছবিতে ডেবিউ করবেন রামকমল 'রিক্সাওয়ালা'-র হাত ধরে। আজ সত্যজিৎ রায়ের ৯৮তম জন্মদিন। এবং যেহেতু তিনি সেলুলয়েডের কিংবদন্তি, তাই তাঁর জন্মদিনেই সামনে আনলাম রিক্সাওয়ালার টিজ়ার পোস্টার।"

ছবির পোস্টার
প্রযোজক অরিত্র

রামকমল মুখোপাধ্যায় ETV Bharatকে বললেন, "যেদিন থেকে পরিচালনা করছি, কলকাতার অনেকেই আমাকে বাংলা ছবি তৈরি করতে বলছেন। এতদিন আমার কাছে এমন কোনও স্টরি ছিল না, যা বাংলা ভাষার জন্য উপযুক্ত। তারপর ঠেলা রিক্সাওয়ালাদের নিয়ে একটা গল্প লিখলাম, যে রিকশা একমাত্র কলকাতাতেই দেখা যায়।" ছবিটি প্রযোজনা করছেন অরিত্র দাস, শর্বাণী মুখোপাধ্যায় এবং শৈলেন্দ্র কুমার। ছবিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন বিখ্যাত মধুরা পালিত। মধুরা সম্পর্কে অরিত্র ETV Bharatকে বললেন, " গল্পটা যখন মধুরাকে বলি ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। মধুরা এই বছর কান ফিল্ম ফেস্টিভাল থেকে ঘুরে এসেছে। সেখানে অনেক সম্মান পেয়েছে। তাই মধুরার কাজ আমাদের ছবির অনন্য সম্পদ।"

ছবির পোস্টার
পরিচালক রামকমল

খবর আর একটিও রয়েছে। 'রিক্সাওয়ালা' ছবিতে চিত্রনাট্য লিখেছেন কিংবদন্তি অভিনেতা ভানু বন্দোপাধ্যায়ের নাতনি গার্গী মুখোপাধ্যায় এবং সৈকত দাস। তাঁর বয়স ২৪। পরিচালক রামকমল আরও বলেন, "ছবির মুখ্যচরিত্রে কারা অভিনয় করবেন এখনও ঠিক হয়নি যদিও। এই ছবির চিত্রনাট্যও নতুন অভিনেতাদের দাবি করে। কলকাতায় আমাদের অডিশন চলছে পুরুষ এবং মহিলা লিডের জন্য। এখনও পর্যন্ত এমন কাউকে খুঁজে পাইনি, যে কিনা আমার রিক্সাওয়ালাকে যথাযথ ফুটিয়ে তুলতে পারে পর্দায়। অধিকাংশ বাঙালি অভিনেতাদেরই অ্যাক্সেন্টের সমস্যা থাকে। ভালো অভিনয় করলেও রিক্সাওয়ালার উপযুক্ত শরীর অনেকের নেই। তাই এখনও অপেক্ষায় আছি কখন আমার মুখ্য চরিত্রদের খুঁজে পাব।"

প্রযোজক শৈলেন্দ্র কুমার বললেন, "ভিতরের তাগিদ থেকে এই ছবি তৈরি করছি। আমার সঙ্গে সিনেমার ছাত্রছাত্রীরা কাজ করবে প্রাথমিকভাবে। নতুনদের তো সুযোগ করে দিতে হবে।" ছবিতে এমনকিছু দৃশ্য থাকবে, যা ছোটো বয়সে রামকমল দেখেছিলেন কলকাতায়। " আমি আমহার্স্ট স্ট্রিটে বড় হয়েছি। সেখানে রিক্সাওয়ালা এবং তাঁদের পরিবারকে খুব কাছ থেকে দেখেছি। এই সময় দাঁড়িয়ে তাঁদের কথা বলা খুব দরকার মনে করি। হিন্দি ছবি বা বাংলা ছবিতে তাদের মুখ্য চরিত্রে আমরা কখনই পাইনি," বললেন রামকমল।


রিক্সাওয়ালার পোস্টার ডিজাইন করেছেন পল্লবী নন্দন। তাঁর সম্পর্কে অরিত্র বললেন, "এই কাজে আমার মনে হয় পল্লবী অন্যতম। পল্লবীর ডিজ়াইনে চরিত্ররা যেন জীবন্ত হয়ে ওঠে।" ছবির শুটিং হবে জুন মাসের শেষে। রামকমল বললেন, " আমি চাতক পাখির মতো এমন এক অভিনেতার খোঁজ করছি, যিনি আমার মুখ্যচরিত্র রিক্সাওয়ালা হয়ে উঠতে পারবেন।"

কলকাতা : অ্যাসর্টেড 'মোশন পিকচারস' এবং SSI এন্টারটেইনমেন্টের নতুন স্বল্প দৈর্ঘ্যর ফিচার ফিল্ম 'রিক্সাওয়ালা'। ছবিটির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তবে শুধু এইখানেই দায়িত্ব শেষ নয় পরিচালকের। ছবির গল্প এবং সংলাপ তাঁরই লেখা। এর আগে অ্যাসর্টেড মোশন পিকচার্স এবং SSI ইন্টারটেইনমেন্ট একটিও বাংলা ছবি তৈরি করেনি। সেক্ষেত্রে দেখতে গেলে, 'রিক্সাওয়ালা'ই তাঁদের প্রথম বাংলা ছবি।

প্রযোজনা সংস্থার অরিত্র দাসের সঙ্গে কথা বলল ETV Bharat। তিনি বলেন, "এই ছবি আমাদের প্রথম বাংলা ছবি। এর আগে কেকওয়াক ও সিজ়নস গ্রিটিংস তৈরি করেছি। রামকমল পরিচালনা করেছেন। এবার বাংলা ছবিতে ডেবিউ করবেন রামকমল 'রিক্সাওয়ালা'-র হাত ধরে। আজ সত্যজিৎ রায়ের ৯৮তম জন্মদিন। এবং যেহেতু তিনি সেলুলয়েডের কিংবদন্তি, তাই তাঁর জন্মদিনেই সামনে আনলাম রিক্সাওয়ালার টিজ়ার পোস্টার।"

ছবির পোস্টার
প্রযোজক অরিত্র

রামকমল মুখোপাধ্যায় ETV Bharatকে বললেন, "যেদিন থেকে পরিচালনা করছি, কলকাতার অনেকেই আমাকে বাংলা ছবি তৈরি করতে বলছেন। এতদিন আমার কাছে এমন কোনও স্টরি ছিল না, যা বাংলা ভাষার জন্য উপযুক্ত। তারপর ঠেলা রিক্সাওয়ালাদের নিয়ে একটা গল্প লিখলাম, যে রিকশা একমাত্র কলকাতাতেই দেখা যায়।" ছবিটি প্রযোজনা করছেন অরিত্র দাস, শর্বাণী মুখোপাধ্যায় এবং শৈলেন্দ্র কুমার। ছবিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন বিখ্যাত মধুরা পালিত। মধুরা সম্পর্কে অরিত্র ETV Bharatকে বললেন, " গল্পটা যখন মধুরাকে বলি ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। মধুরা এই বছর কান ফিল্ম ফেস্টিভাল থেকে ঘুরে এসেছে। সেখানে অনেক সম্মান পেয়েছে। তাই মধুরার কাজ আমাদের ছবির অনন্য সম্পদ।"

ছবির পোস্টার
পরিচালক রামকমল

খবর আর একটিও রয়েছে। 'রিক্সাওয়ালা' ছবিতে চিত্রনাট্য লিখেছেন কিংবদন্তি অভিনেতা ভানু বন্দোপাধ্যায়ের নাতনি গার্গী মুখোপাধ্যায় এবং সৈকত দাস। তাঁর বয়স ২৪। পরিচালক রামকমল আরও বলেন, "ছবির মুখ্যচরিত্রে কারা অভিনয় করবেন এখনও ঠিক হয়নি যদিও। এই ছবির চিত্রনাট্যও নতুন অভিনেতাদের দাবি করে। কলকাতায় আমাদের অডিশন চলছে পুরুষ এবং মহিলা লিডের জন্য। এখনও পর্যন্ত এমন কাউকে খুঁজে পাইনি, যে কিনা আমার রিক্সাওয়ালাকে যথাযথ ফুটিয়ে তুলতে পারে পর্দায়। অধিকাংশ বাঙালি অভিনেতাদেরই অ্যাক্সেন্টের সমস্যা থাকে। ভালো অভিনয় করলেও রিক্সাওয়ালার উপযুক্ত শরীর অনেকের নেই। তাই এখনও অপেক্ষায় আছি কখন আমার মুখ্য চরিত্রদের খুঁজে পাব।"

প্রযোজক শৈলেন্দ্র কুমার বললেন, "ভিতরের তাগিদ থেকে এই ছবি তৈরি করছি। আমার সঙ্গে সিনেমার ছাত্রছাত্রীরা কাজ করবে প্রাথমিকভাবে। নতুনদের তো সুযোগ করে দিতে হবে।" ছবিতে এমনকিছু দৃশ্য থাকবে, যা ছোটো বয়সে রামকমল দেখেছিলেন কলকাতায়। " আমি আমহার্স্ট স্ট্রিটে বড় হয়েছি। সেখানে রিক্সাওয়ালা এবং তাঁদের পরিবারকে খুব কাছ থেকে দেখেছি। এই সময় দাঁড়িয়ে তাঁদের কথা বলা খুব দরকার মনে করি। হিন্দি ছবি বা বাংলা ছবিতে তাদের মুখ্য চরিত্রে আমরা কখনই পাইনি," বললেন রামকমল।


রিক্সাওয়ালার পোস্টার ডিজাইন করেছেন পল্লবী নন্দন। তাঁর সম্পর্কে অরিত্র বললেন, "এই কাজে আমার মনে হয় পল্লবী অন্যতম। পল্লবীর ডিজ়াইনে চরিত্ররা যেন জীবন্ত হয়ে ওঠে।" ছবির শুটিং হবে জুন মাসের শেষে। রামকমল বললেন, " আমি চাতক পাখির মতো এমন এক অভিনেতার খোঁজ করছি, যিনি আমার মুখ্যচরিত্র রিক্সাওয়ালা হয়ে উঠতে পারবেন।"

Intro:"মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে/ মানবের মাঝে আমি বাঁচিবারে চাই", কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই দুটি উক্তিতেই লুকিয়ে আছে নতুন ছবি রিকশাওয়ালার রসদ।


Body:অ্যাসর্টেড মোশন পিকচারস এবং SSI এন্টারটেইনমেন্টের নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবি রিক্সাওয়ালা। ছবিটির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তবে শুধু এইখানেই দায়িত্ব শেষ নয় পরিচালকের। ছবির গল্প এবং সংলাপ তাঁরই রচিত। এর আগে অ্যাসর্টেড মোশন পিকচার্স এবং SSI ইন্টারটেইনমেন্ট একটিও বাংলা ছবি তৈরি করেন। সেক্ষেত্রে দেখতে গেলে, রিক্সাওয়ালাই তাঁদের প্রথম বাংলা ছবি। প্রযোজনা সংস্থার অরিত্র দাসের সঙ্গে কথা বলল ETV Bharat। তিনি বললেন, "এই ছবি আমাদের প্রথম বাংলা ছবি। এর আগে কেকওয়াক ও সিজনস গ্রিটিংস তৈরি করেছি। রামকমল পরিচালনা করেছেন। রামকমল এবার বাংলা ছবির ক্ষেত্রে ডেবিউ করবে রিক্সাওয়ালার হাত ধরে। আজ সত্যজিৎ রায়ের ৯৮তম জন্মদিন। এবং যেহেতু তিনি সেলুলয়েডের কিংবদন্তি, তাই তাঁর জন্মদিনেই সামনে আনলাম রিক্সাওয়ালার টিজার পোস্টার।" রামকুমার মুখোপাধ্যায় ETV Bharatকে বললেন, "যবে থেকে পরিচালনা করছি, কলকাতার অনেকেই আমাকে বাংলা ছবি তৈরি করতে বলছেন। এতদিন আমার কাছে এমন কোনও স্টরি ছিল না, যা বাংলা ভাষার জন্য উপযুক্ত। তারপর ঠেলা রিক্সাওয়ালাদের নিয়ে একটা গল্প লিখলাম, যে রিকশা একমাত্র কলকাতাতেই দেখা যায়।" ছবিটি পরিচালনা করছেন অরিত্র দাস, শর্বাণী মুখোপাধ্যায় এবং শৈলেন্দ্র কুমার। ছবিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন বিখ্যাত মধুরা পালিত। মধুরা সম্পর্কে অরিত্র ETV Bharatকে বললেন, " গল্পটা যখন মধুর ওকে বলি ওঁ সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। মধুরা এই বছর কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ঘুরে এসেছে। সেখানে অনেক সম্মান পেয়েছে। তাই মধুরার কাজ আমাদের ছবির অনন্য সম্পদ।" রিক্সাওয়ালা ছবিতে কাজ করেছেন কিংবদন্তি অভিনেতা ভানু বন্দোপাধ্যায়ের নাতনি গার্গী মুখোপাধ্যায় এবং সৈকত দাস। পরিচালক রাজকমল মুখোপাধ্যায় ETV Bharatকে বলেন, "ছবির মুখ্যচরিত্রে কারা অভিনয় করবেন এখনও ঠিক হয়নি যদিও। এই ছবির চিত্রনাট্যও নতুন অভিনেতাদের দাবি করে। কলকাতায় আমাদের অডিশন চলছে পুরুষ এবং মহিলা লিডের জন্য। এখনও পর্যন্ত এমন কাউকে খুঁজে পাইনি, যে কিনা আমার রিক্সাওয়ালাকে যথাযথ ফুটিয়ে তুলতে পারে পর্দায়। অধিকাংশ বাঙালি অভিনেতাদেরই অ্যাক্সেন্টের সমস্যা থাকে। ভালো অভিনয় করলেও রিক্সাওয়ালার উপযুক্ত শরীর অনেকের নেই। তাই এখনও অপেক্ষায় আছি কখন আমার মুখ্য চরিত্রদের খুঁজে পাব।" প্রযোজক শৈলেন্দ্র কুমার বললেন ETV Bharatকে বলেন, "ভিতরের তাগিদ থেকে এই ছবি তৈরি করছি। আমার সঙ্গে সিনেমার ছাত্রছাত্রীরা কাজ করবে প্রাথমিকভাবে। নতুনদের তো সুযোগ করে দিতে হবে।" ছবিতে এমনকিছু দৃশ্য থাকবে, যা ছোটো বয়সে রামকমল দেখেছিলেন কলকাতায়। " আমি আমহার্স্ট স্ট্রিটে বড় হয়েছি। সেখানে রিক্সাওয়ালা এবং তাঁদের পরিবারকে খুব কাছ থেকে দেখেছি। এই সময় দাঁড়িয়ে তাঁদের কথা বলা খুব দরকার মনে করি। হিন্দি ছবি বা বাংলা ছবিতে তাদের মুখ্য চরিত্রে আমরা কখনই পাইনি," ETV Bharatকে বললেন রামকমল মুখোপাধ্যায়।


Conclusion:রিক্সাওয়ালার পোস্টার ডিজাইন করেছেন পল্লবী নন্দন। তাঁর সম্পর্কে অরিত্র বললেন, "এই কাজে আমার মনে হয় পল্লবী অন্যতম। পল্লবী ডিজাইনে চরিত্ররা যেন জীবন্ত হয়ে ওঠে।" ছবির শুটিং হবে জুন মাসের শেষে। রামকমল বললেন, " আমি চাতক পাখির মতো এমন এক অভিনেতার খোঁজ করছি, যিনি আমার মুখ্যচরিত্র রিক্সাওয়ালা হয়ে উঠতে পারবেন।"
Last Updated : May 2, 2019, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.