ETV Bharat / sitara

ভালোবাসার অঙ্গীকার - সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়

আলতো আদরে সুরঙ্গনাকে ভরিয়ে দিলেন ঋদ্ধি । সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি ।

Riddhi Sen with surangana bandyopadhyay
Riddhi Sen with surangana bandyopadhyay
author img

By

Published : Feb 13, 2021, 4:24 PM IST

কলকাতা : অল্প বয়সের প্রেম অনেক সময়ই পরিণতি পায় না । বয়স বাড়ার সঙ্গে হারিয়ে যায় । তবে যারা সেই প্রেমকে বাঁচিয়ে রাখতে পারে, তাদের জোরটাই আলাদা । ঋদ্ধি সেন আর সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা ঠিক সেরকম ।

'ওপেন টি বায়োস্কোপ' ছবিতে প্রথমবার ঋদ্ধি আর সুরঙ্গনা একসঙ্গে অভিনয় করেন । দুই অল্পবয়সী ছেলেমেয়ের চরিত্রে দেখা যায় তাঁদের । আলতো ছোঁয়া, প্রথম চুম্বন, বাঁধভাঙা আবেগ..এই সবকিছুর মধ্যে দিয়ে কিশোর বয়সের প্রেম হয় ফোয়ারা আর তিতিরের ।

আর তাদের প্রেম অফস্ক্রিনেও জাল বুনতে থাকে । সেই সময় থেকেই বিশেষ সম্পর্ক ঋদ্ধি আর সুরঙ্গনার । কখনও নিজেদের প্রেম নিয়ে কোনও লুকোছাপা করেননি দু'জন । তবে উচ্চকিত দেখনদারিও নেই তাঁদের ।

ভ্যালেন্টাইন উইকে নিজেদের অন্তরঙ্গ ছবি শেয়ার করে ফের একবার ভালোবাসার অঙ্গীকার করলেন ঋদ্ধি ও সুরঙ্গনা । পোস্টটি করেছেন ঋদ্ধি । ক্যাপশনে লিখেছেন, "জেন্টল অন মাই মাইন্ড" । দেখে নিন...

কলকাতা : অল্প বয়সের প্রেম অনেক সময়ই পরিণতি পায় না । বয়স বাড়ার সঙ্গে হারিয়ে যায় । তবে যারা সেই প্রেমকে বাঁচিয়ে রাখতে পারে, তাদের জোরটাই আলাদা । ঋদ্ধি সেন আর সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা ঠিক সেরকম ।

'ওপেন টি বায়োস্কোপ' ছবিতে প্রথমবার ঋদ্ধি আর সুরঙ্গনা একসঙ্গে অভিনয় করেন । দুই অল্পবয়সী ছেলেমেয়ের চরিত্রে দেখা যায় তাঁদের । আলতো ছোঁয়া, প্রথম চুম্বন, বাঁধভাঙা আবেগ..এই সবকিছুর মধ্যে দিয়ে কিশোর বয়সের প্রেম হয় ফোয়ারা আর তিতিরের ।

আর তাদের প্রেম অফস্ক্রিনেও জাল বুনতে থাকে । সেই সময় থেকেই বিশেষ সম্পর্ক ঋদ্ধি আর সুরঙ্গনার । কখনও নিজেদের প্রেম নিয়ে কোনও লুকোছাপা করেননি দু'জন । তবে উচ্চকিত দেখনদারিও নেই তাঁদের ।

ভ্যালেন্টাইন উইকে নিজেদের অন্তরঙ্গ ছবি শেয়ার করে ফের একবার ভালোবাসার অঙ্গীকার করলেন ঋদ্ধি ও সুরঙ্গনা । পোস্টটি করেছেন ঋদ্ধি । ক্যাপশনে লিখেছেন, "জেন্টল অন মাই মাইন্ড" । দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.