ETV Bharat / sitara

Ranveer Singh shares 83 teaser: নজরকাড়া 83-র টিজার, ট্রেলার মুক্তির দিন ঘোষণা রণবীরের - 83 তে রণবীর সিং

মুক্তি পেল 1983 সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়ে তৈরি ছবি 83-র টিজার (teaser of 83)৷ টিজারটি শেয়ার করেছেন রণবীর সিং (Ranveer Singh 83 teaser) ৷

Ranveer Singh shares 83 teaser, film on 83 world cup story
নজরকাড়া 83-র টিজার, ট্রেলার মুক্তির দিন ঘোষণা রণবীরের
author img

By

Published : Nov 26, 2021, 1:36 PM IST

Updated : Dec 1, 2021, 9:20 PM IST

হায়দরাবাদ, 26 নভেম্বর: অপেক্ষার অবসান ৷ 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের অনুভূতি আবার জাগ্রত হওয়ার সময় এসে গিয়েছে ৷ প্রকাশিত হয়েছে 83-র টিজার (teaser of 83) ৷ আর টিজারেই ঘোষণা করা হয়েছে ফিল্মের ট্রেলার মুক্তির দিন ৷ টিজার দেখে ছবির অপেক্ষায় আরও উন্মুখ হয়েছেন ক্রীড়াপ্রেমী ও সিনেপ্রেমীরা ৷

শুক্রবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে 83-র টিজার (83 teaser) শেয়ার করেন বলিউড স্টার রণবীর সিং (Ranveer Singh 83 teaser) ৷ সেই টিজারেই জানানো হয়েছে যে, ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী 30 নভেম্বর ৷ ক্যাপশনে রণবীর লিখেছেন, "ভারতের মহান জয়ের নেপথ্যের কাহিনি ৷ দারুণ গল্প ৷ 2021 সালের 24 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 83 ৷"

এই ছবিতে ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের (Ranveer Singh as Kapil Dev) চরিত্রে অভিনয় করেছেন রণবীর (Ranveer Singh shares 83 teaser) ৷ তিনি ও তাঁর দল তুলে ধরেছেন 1983 সালে 25 জুন ভারতের ইতিহাস (film on 83 world cup) সৃষ্টির কাহিনি ৷

আরও পড়ুন: Avijatrik actor Arjun Chakrabarty Interview: অভিযাত্রিকের মুক্তির আগে মুখোমুখি অর্জুন-শুভ্রজিৎ

1 মিনিটের টিজার উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে দর্শকদের ৷ টিজারের গোটা দৃশ্যই ক্রিকেট মাঠের ৷ ভেনু - লন্ডনের লর্ডস ক্রিকেট স্টেডিয়াম ৷ ভিডিয়োটি শেষ হচ্ছে যে দৃশ্যে সেখানে একটি বল ক্যাচ নিতে দেখা গিয়েছে রণবীরকে ৷ কপিল দেবের যে কঠিন ক্যাচ প্যাভিলিয়নে পাঠিয়েছিল ভিভ রিচার্ডসকে ৷ যা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের 1983 বিশ্বকাপ জয়কে সুনিশ্চিত করেছিল ৷

এই ফিল্মে কপিলের স্ত্রী রোমি দেবের চরিত্রে দেখা যাবে রণবীরের রিয়েল লাইফ স্ত্রী দীপিকা পাড়ুকোনকে ৷ কবীর খান পরিচালিত স্পোর্টস ড্রামায় রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, অ্যামি ভির্ক, হার্ডি সাঁধু, পঙ্কজ ত্রিপাঠি ও সাহিল খাট্টার ৷ এই ছবি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লম ভাষায় মুক্তি পাবে ৷

আরও পড়ুন: Shweta and Navya on Amitabh Bachchan KBC : কেবিসি-তে বিশেষ এপিসোডে অমিতাভের পাশে মেয়ে ও নাতনি

তবে 83 তাঁর বায়োপিক নয় (Kapil Dev biopic teaser)৷ কলকাতায় এসে এ কথা বলেছেন স্বয়ং কপিল দেব ৷ তাঁর মতে, "এটা আমার নয়, আমাদের গল্প ৷"

আরও পড়ুন: Kirron Kher Returns to set: ক্যানসারের বিরুদ্ধে লড়াই জারি রেখেই শুটিংয়ে কিরণ খের

হায়দরাবাদ, 26 নভেম্বর: অপেক্ষার অবসান ৷ 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের অনুভূতি আবার জাগ্রত হওয়ার সময় এসে গিয়েছে ৷ প্রকাশিত হয়েছে 83-র টিজার (teaser of 83) ৷ আর টিজারেই ঘোষণা করা হয়েছে ফিল্মের ট্রেলার মুক্তির দিন ৷ টিজার দেখে ছবির অপেক্ষায় আরও উন্মুখ হয়েছেন ক্রীড়াপ্রেমী ও সিনেপ্রেমীরা ৷

শুক্রবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে 83-র টিজার (83 teaser) শেয়ার করেন বলিউড স্টার রণবীর সিং (Ranveer Singh 83 teaser) ৷ সেই টিজারেই জানানো হয়েছে যে, ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী 30 নভেম্বর ৷ ক্যাপশনে রণবীর লিখেছেন, "ভারতের মহান জয়ের নেপথ্যের কাহিনি ৷ দারুণ গল্প ৷ 2021 সালের 24 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 83 ৷"

এই ছবিতে ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের (Ranveer Singh as Kapil Dev) চরিত্রে অভিনয় করেছেন রণবীর (Ranveer Singh shares 83 teaser) ৷ তিনি ও তাঁর দল তুলে ধরেছেন 1983 সালে 25 জুন ভারতের ইতিহাস (film on 83 world cup) সৃষ্টির কাহিনি ৷

আরও পড়ুন: Avijatrik actor Arjun Chakrabarty Interview: অভিযাত্রিকের মুক্তির আগে মুখোমুখি অর্জুন-শুভ্রজিৎ

1 মিনিটের টিজার উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে দর্শকদের ৷ টিজারের গোটা দৃশ্যই ক্রিকেট মাঠের ৷ ভেনু - লন্ডনের লর্ডস ক্রিকেট স্টেডিয়াম ৷ ভিডিয়োটি শেষ হচ্ছে যে দৃশ্যে সেখানে একটি বল ক্যাচ নিতে দেখা গিয়েছে রণবীরকে ৷ কপিল দেবের যে কঠিন ক্যাচ প্যাভিলিয়নে পাঠিয়েছিল ভিভ রিচার্ডসকে ৷ যা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের 1983 বিশ্বকাপ জয়কে সুনিশ্চিত করেছিল ৷

এই ফিল্মে কপিলের স্ত্রী রোমি দেবের চরিত্রে দেখা যাবে রণবীরের রিয়েল লাইফ স্ত্রী দীপিকা পাড়ুকোনকে ৷ কবীর খান পরিচালিত স্পোর্টস ড্রামায় রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, অ্যামি ভির্ক, হার্ডি সাঁধু, পঙ্কজ ত্রিপাঠি ও সাহিল খাট্টার ৷ এই ছবি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লম ভাষায় মুক্তি পাবে ৷

আরও পড়ুন: Shweta and Navya on Amitabh Bachchan KBC : কেবিসি-তে বিশেষ এপিসোডে অমিতাভের পাশে মেয়ে ও নাতনি

তবে 83 তাঁর বায়োপিক নয় (Kapil Dev biopic teaser)৷ কলকাতায় এসে এ কথা বলেছেন স্বয়ং কপিল দেব ৷ তাঁর মতে, "এটা আমার নয়, আমাদের গল্প ৷"

আরও পড়ুন: Kirron Kher Returns to set: ক্যানসারের বিরুদ্ধে লড়াই জারি রেখেই শুটিংয়ে কিরণ খের

Last Updated : Dec 1, 2021, 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.