চেন্নাই : হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা করার পক্ষে অমিত শাহর মন্তব্যের পর থেকেই দেশজুড়ে চলছে বিতর্ক । বিরোধী দলনেতারা তাঁর নিন্দা করতে শুরু করেছেন । দক্ষিণের রাজ্য রাজনীতিতেও পড়েছে প্রভাব । এবার অমিত শাহর বিরুদ্ধে কথা বললেন সুপারস্টার রজনীকান্ত । তিনি জানান, কোনও ভাষাকে চাপানো যায় না ।
রজনীকান্ত বলেন, "হিন্দি জোর করে চাপিয়ে দেওয়া যায় না । শুধু তামিলনাড়ু নয়, দক্ষিণের কোনও রাজ্যতেই এটা মেনে নেবে না । শুধু হিন্দি নয়, কোনও ভাষায় জোর করে চাপিয়ে দেওয়া যায় না । দেশের উন্নতির জন্য একটি কমন ল্যাঙ্গুয়েজ থাকা ভালো । কিন্তু দুর্ভাগ্যবশত দেশে আমাদের কোনও কমন ল্যাঙ্গুয়েজ নেই ।"
-
Rajinikanth: Hindi shouldn't be imposed. Not just Tamil Nadu but none of the southern states will accept imposition of Hindi. Not only Hindi, no language should be imposed. If there's a common language it's good for country's unity&progress but forcing a language isn't acceptable pic.twitter.com/cP3KzihTgw
— ANI (@ANI) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rajinikanth: Hindi shouldn't be imposed. Not just Tamil Nadu but none of the southern states will accept imposition of Hindi. Not only Hindi, no language should be imposed. If there's a common language it's good for country's unity&progress but forcing a language isn't acceptable pic.twitter.com/cP3KzihTgw
— ANI (@ANI) September 18, 2019Rajinikanth: Hindi shouldn't be imposed. Not just Tamil Nadu but none of the southern states will accept imposition of Hindi. Not only Hindi, no language should be imposed. If there's a common language it's good for country's unity&progress but forcing a language isn't acceptable pic.twitter.com/cP3KzihTgw
— ANI (@ANI) September 18, 2019
এর আগে অমিত শাহর মন্তব্যর বিরোধিতা করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, ও অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান ।
হিন্দি দিবসের অনুষ্ঠানে গিয়ে অমিত শাহ বলেছিলেন, "এক দেশ, এক ভাষা চালু করা অত্যন্ত জরুরি । ভাষা হিসেবে একমাত্র হিন্দি পারে ভারতকে এক সূত্রে গাঁথতে ।"