মুম্বই, 21 জুলাই: রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করা হলেও অশ্লীল ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় তাঁর স্ত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) কোনও যোগ এখনও পায়নি মুম্বই পুলিশ (Mumbai Police) ৷ যদিও স্বামী গ্রেফতার হওয়ার পরই রিয়্যালিটি শো সুপার ডান্সার 4-এর (Super Dancer 4)-এর শ্যুটিং ফ্লোর থেকে উধাও হয়ে যান বলিউডের অভিনেত্রী ৷ এখনও এ ব্যাপারে সংবাদমাধ্যমের সামনেও আসেননি তিনি ৷
রিয়্যালিটি শো সুপার ডান্সার 4-এ অনুরাগ বসু (Anurag Basu) ও গীতা কাপুর (Geeta Kapoor)-এর সঙ্গে বিচারকের চেয়ারে বসেন শিল্পা শেট্টি । তবে গত সোমবার রাতে তাঁর স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর শ্যুটিং ফ্লোর থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী ৷ এড়িয়ে চলেছেন সংবাদমাধ্যমকে ৷ তাঁরও তাঁর স্বামীর ব্যবসায় কোনও ভূমিকা ছিল কি না, তার তদন্ত চলছে ৷
আরও পড়ুন: রাজ কুন্দ্রা মামলায় জড়িয়ে বড় বড় সেলিব্রিটিরা ? নজরে সেক্স রেভ পার্টি
মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার মিলিন্দ ভারাম্বে জানিয়েছেন, "এই ফেব্রুয়ারিতে ক্রাইম ব্রাঞ্চ মুম্বই পর্নোগ্রাফি সংক্রান্ত একটি মামলা দায়ের করে ৷ নতুন অভিনেতা অভিনেত্রীদের ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে নগ্ন হয়ে অডিশন দিতে বলা হত ৷ কয়েক অভিনেত্রী এতে রাজি না-হয়ে ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানান, তার ভিত্তিতেই মামলা দায়ের করা হয় ৷ তদন্ত চালিয়ে 9 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ কয়েকজনকে জোর করে সেই ছবিতে নগ্ন করা হত ৷ রাজ কুন্দ্রার কোম্পানির ভারতীয় কাজকর্মের দায়িত্বে থাকা উমেশ কামাতকেও গ্রেফতার করা হয়েছে ৷"
শিল্পা শেট্টির প্রসঙ্গে তিনি জানান, "এখনও পর্যন্ত আমরা তাঁর সক্রিয় কোনও যোগাযোগ খুঁজে পাইনি ৷ তদন্ত চলছে ৷ যাঁরা এই ঘটনার শিকার হয়েছেন, তাঁদের মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে বলছি ৷ আমরা যথাযথ ব্যবস্থা নেব ৷"
আরও পড়ুন: পর্ন চক্র মামলায় রাজ কুন্দ্রাকে কেন 3 মাস দেরিতে গ্রেফতার, উঠছে প্রশ্ন
9টি কোম্পানির মালিক রাজ কুন্দ্রা ৷ তিনি শিল্পা যোগ প্রাইভেট লিমিটেডেরও অধিকর্তা ৷ তিনি ও শিল্পা উভয়ে কুন্দ্রা কনস্ট্রাকশনসের অধিকর্তা ৷
রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতারির ঘটনায় চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে এনেছে মুম্বই পুলিশ ৷ তারা জানিয়েছে, শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর ভগ্নিপতি প্রদীপ বক্সি একটি আন্তর্জাতিক পর্ন চক্রের মাস্টারমাইন্ড ৷ সেই চক্রের কনটেন্ট তৈরির কোম্পানি রয়েছে ভারত ও ব্রিটেনে ৷ কুন্দ্রার গ্রেফতারিতে দেশের কুখ্যাত পর্ন জগতের পর্দা ফাঁস হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ কারণ এর সঙ্গে বেশ কিছু বড় নাম জড়িয়ে রয়েছে বলে সন্দেহ পুলিশের ৷