ETV Bharat / sitara

Raj Kaushal funeral: স্বামীর শেষ যাত্রায় কাঁধ দিলেন, শোকের আবহে প্রশংসিত মন্দিরা - রাজ কৌশলের শেষকৃত্যে স্ত্রী মন্দিরা

স্বামীর রাজ কৌশলের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়েন মন্দিরা ৷ অ্যাম্বুলেন্স থেকে শবদেহ নামিয়ে শশ্মানে নিয়ে যাওয়ার আগে স্বামীকে কাঁধ দেন মন্দিরা ৷ হাতে ছিল আগুনের মাটির কলসি ৷

Mandira Bedi
Mandira Bedi
author img

By

Published : Jun 30, 2021, 10:26 PM IST

Updated : Jul 1, 2021, 6:59 AM IST

মুম্বই, 30 জুন : চোখের জলে স্বামী রাজ কৌশলকে চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন অভিনেত্রী মন্দিরা বেদী ৷ স্বামীর শেষযাত্রায় কাঁধ দিয়েছেন ৷ এই ছবিই মন্দিরাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ৷ প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ৷ শোকবার্তা জানানোর পাশাপাশি স্টিরিওটাইপ ভাঙার জন্য কুর্ণিশ জানিয়েছেন অনেকে ৷

কোনও মহিলা শবদেহ কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে এমন দৃশ্য সাধারণত দেখা যায় না ৷ এসব ক্ষেত্রে মূলত পুরুষদেরই ভূমিকা থাকে ৷ বাড়ির কেউ মারা গেলে বাড়ির স্ত্রী, মেয়েদের শ্মশানেও যেতে দেওয়া হয় না ৷ দীর্ঘদিন ধরে চলে আসা এই দৃশ্যে বদল দেখল গোটা দেশ ৷ আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা প্রয়াত হন অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী তথা চিত্রপরিচালক রাজ কৌশল ৷ 22 বছরের দাম্পত্যজীবন ছিল রাজ-মন্দিরার ৷ স্বামীর রাজ কৌশলের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়েন মন্দিরা ৷ অ্যাম্বুলেন্স থেকে শবদেহ নামিয়ে শশ্মানে নিয়ে যাওয়ার আগে স্বামীকে কাঁধ দেন মন্দিরা ৷ হাতে ছিল আগুনের মাটির কলসি ৷

স্বামীর শেষযাত্রায় মন্দিরা
স্বামীর শেষযাত্রায় মন্দিরা

নেটমাধ্যমে সেই ভিডিয়ো দেখে মনখারাপ নেটিজেনদের ৷ তার পাশাপাশি স্বামীর শেষযাত্রায় অংশ নেওয়ায় মন্দিরার প্রশংসা করেছেন তাঁরা ৷ আজ সকালে প্রথম এই দুঃসংবাদ জানান চিত্রনির্মাতা অনীর ৷ যিনি 2005 সালে 'মাই ব্রাদার নিখিল' ফিল্মে রাজ কৌশলের সঙ্গে কাজ করেছিলেন ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিনোদন জগতের অন্যান্য তারকারাও ৷

মন্দিরাকে সান্ত্বনা দিচ্ছেন তাঁর বন্ধুরা
মন্দিরাকে সান্ত্বনা দিচ্ছেন তাঁর বন্ধুরা

আরও পড়ুন : Raj Kaushal: মন্দিরা বেদীর স্বামী চিত্রনির্মাতা রাজ কৌশল প্রয়াত

পরিচালক অনীর লেখেন, "এত তাড়াতাড়ি চলে গেলে ? আমরা চিত্রনির্মাতা ও প্রযোজক রাজ কৌশলকে আজ সকালে হারালাম ৷ খুবই দুঃখজনক ৷ আমার প্রথম ফিল্ম মাই ব্রাদার নিখিলের অন্যতম প্রযোজক ছিলেন তিনি ৷ খুব কম সংখ্যক লোক যাঁরা আমাদের লক্ষ্যে বিশ্বাস করতেন, আমাদের পাশে দাঁড়াতেন, তাঁদের মধ্য়ে তিনি ছিলেন অন্যতম ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

মুম্বই, 30 জুন : চোখের জলে স্বামী রাজ কৌশলকে চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন অভিনেত্রী মন্দিরা বেদী ৷ স্বামীর শেষযাত্রায় কাঁধ দিয়েছেন ৷ এই ছবিই মন্দিরাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ৷ প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ৷ শোকবার্তা জানানোর পাশাপাশি স্টিরিওটাইপ ভাঙার জন্য কুর্ণিশ জানিয়েছেন অনেকে ৷

কোনও মহিলা শবদেহ কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে এমন দৃশ্য সাধারণত দেখা যায় না ৷ এসব ক্ষেত্রে মূলত পুরুষদেরই ভূমিকা থাকে ৷ বাড়ির কেউ মারা গেলে বাড়ির স্ত্রী, মেয়েদের শ্মশানেও যেতে দেওয়া হয় না ৷ দীর্ঘদিন ধরে চলে আসা এই দৃশ্যে বদল দেখল গোটা দেশ ৷ আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা প্রয়াত হন অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী তথা চিত্রপরিচালক রাজ কৌশল ৷ 22 বছরের দাম্পত্যজীবন ছিল রাজ-মন্দিরার ৷ স্বামীর রাজ কৌশলের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়েন মন্দিরা ৷ অ্যাম্বুলেন্স থেকে শবদেহ নামিয়ে শশ্মানে নিয়ে যাওয়ার আগে স্বামীকে কাঁধ দেন মন্দিরা ৷ হাতে ছিল আগুনের মাটির কলসি ৷

স্বামীর শেষযাত্রায় মন্দিরা
স্বামীর শেষযাত্রায় মন্দিরা

নেটমাধ্যমে সেই ভিডিয়ো দেখে মনখারাপ নেটিজেনদের ৷ তার পাশাপাশি স্বামীর শেষযাত্রায় অংশ নেওয়ায় মন্দিরার প্রশংসা করেছেন তাঁরা ৷ আজ সকালে প্রথম এই দুঃসংবাদ জানান চিত্রনির্মাতা অনীর ৷ যিনি 2005 সালে 'মাই ব্রাদার নিখিল' ফিল্মে রাজ কৌশলের সঙ্গে কাজ করেছিলেন ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিনোদন জগতের অন্যান্য তারকারাও ৷

মন্দিরাকে সান্ত্বনা দিচ্ছেন তাঁর বন্ধুরা
মন্দিরাকে সান্ত্বনা দিচ্ছেন তাঁর বন্ধুরা

আরও পড়ুন : Raj Kaushal: মন্দিরা বেদীর স্বামী চিত্রনির্মাতা রাজ কৌশল প্রয়াত

পরিচালক অনীর লেখেন, "এত তাড়াতাড়ি চলে গেলে ? আমরা চিত্রনির্মাতা ও প্রযোজক রাজ কৌশলকে আজ সকালে হারালাম ৷ খুবই দুঃখজনক ৷ আমার প্রথম ফিল্ম মাই ব্রাদার নিখিলের অন্যতম প্রযোজক ছিলেন তিনি ৷ খুব কম সংখ্যক লোক যাঁরা আমাদের লক্ষ্যে বিশ্বাস করতেন, আমাদের পাশে দাঁড়াতেন, তাঁদের মধ্য়ে তিনি ছিলেন অন্যতম ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

Last Updated : Jul 1, 2021, 6:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.