কলকাতা, 8 অক্টোবর: এ বছরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায় । জোড়ায় এই প্রথমবার পুজো দু'জনের । তাই এক্সাইটমেন্টের অন্ত নেই ।
পুজো মানেই নতুন জামা, পুজো মানেই খাওয়া-দাওয়া । আর তা জেনে এবং মেনেই একে অপরকে উপহার বিনিময়ের ট্রেন্ডও চিরাচরিত । বিয়ের পর বাপের বাড়ি থেকে পুজোর তত্ত্ব, মেয়েদের কাছে এ এক অন্য অনুভূতি এবং আনন্দের জায়গা । এ বছর মেয়ে-জামাইকে গুছিয়ে পুজোর তত্ত্ব পাঠালেন দেবযানী বসু কুমার । তত্ত্বের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী দেবলীনা । পুজোর তত্ত্ব নাকি বিয়ের তত্ত্ব বোঝা দায় । শাড়ি, সালোয়ার, ধুতি-পাঞ্জাবি থেকে শুরু করে মিষ্টি- কী নেই আয়োজনে !
দেবলীনা বললেন, "মা খুব গোছানো আর পরিপাটি একজন মানুষ ৷ মায়ের পছন্দ আমার কাছে সেরা পছন্দ । গৌরবেরও । খুব সাজিয়ে গুছিয়ে মা তত্ত্ব পাঠিয়েছেন । আমি তো অবাক ৷ প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে গুছিয়ে পাঠিয়েছেন, আমি খুব খুশি ৷"
আরও পড়ুন: Aryan Khan : বিচারবিভাগীয় হেফাজতে আরিয়ানরা, কাল শাহরুখ-পুত্রের জামিনের শুনানি
বিয়ের পর এটাই প্রথম পুজো । কী প্ল্যান ? দেবলীনার উত্তর, "রবিবার পর্যন্ত শুটিং আছে ভরপুর । তাছাড়া পুজো মানে আমার কাছে 'ত্রিধারা'। পুজো ঘিরে কোনওদিনই আমার কোনও প্ল্যান থাকে না । এবারও নেই । আমার কাছে পুজো মানে ত্রিধারায় বসে আড্ডা, অঞ্জলি, সিঁদুর খেলা । যদিও আমি বিয়ের আগে থেকেই সিঁদুর খেলি । এবার বিয়ের পরে খেলব, এটাই পার্থক্য শুধু ।"
আরও পড়ুন: Golondaaj: টিম গোলন্দাজ বনাম আইএফএ লেজেন্ড ম্যাচ ড্র, খেললেন দেব
পুজোয় কী দিলেন দু'জন দু'জনকে ? "আমি একটা পাজামা-পাঞ্জাবি অর্ডার দিয়েছি ডিজাইনারের কাছে ৷ গৌরবও আমার জন্য একটা শাড়ি অর্ডার দিয়েছে । কোনওটাই আসেনি এখনও । এসে যাবে পঞ্চমীর আগেই ।"
আরও পড়ুন: Satish Maneshinde: সঞ্জয়-সলমন-রিয়ার পর আরিয়ান, আইনি প্যাঁচে সতীশ মানেশিণ্ডেতেই ভরসা বলি সেলেবদের
প্রতিবারের মতো এ বারও দেবলীনা থাকবেন ত্রিধারাতেই । প্যাণ্ডেল হপিং অভিনেত্রীর না-পসন্দ । গৌরবও অভ্যস্ত হয়ে গিয়েছেন ত্রিধারার আড্ডাতেই মেতে উঠতে, জানালেন দেবলীনা ।
আরও পড়ুন: Iman Chakraborty: এবার পুজোয় ইচ্ছে ডানায় ভাসবেন ইমন