ETV Bharat / sitara

ভয় পেয়েই বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ছেড়েছেন মাধবীদেবী, অভিযোগ BCP-র - Bangiya chalachitra parishad

বঙ্গীয় চলচ্চিত্র পরিষদে যোগ দেওয়ার একদিন পরেই সংগঠন ছেড়েছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় । ঘটনায় জরুরী বৈঠকের ডাক দেয় BCP । বৈঠকে তাঁদের অভিযোগ, ভুল বোঝানো হয় মাধবীদেবীকে । BCP কোনও রাজনৈতিক দলের অংশ নয় । ভয় পেয়েই সংগঠন ছেড়েছেন তিনি ।

বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ
author img

By

Published : Jul 19, 2019, 9:24 AM IST

Updated : Jul 19, 2019, 2:34 PM IST

কলকাতা : 16 জুলাই বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের (BCP) উপদেষ্টা পদে যুক্ত হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় । একদিনের মধ্যেই ছবিটা পালটে যায় । মাধবীদেবী সরে আসেন পরিষদের উপদেষ্টা পদ থেকে । তাঁর অভিযোগ, ভুল বুঝিয়ে সই করানো হয়েছিল তাঁকে । জানানো হয়নি, বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ BJP-র সঙ্গে যুক্ত । বিষয়টি নিয়ে বিস্তরে আলোচনা করতে গতকাল একটি জরুরি বৈঠক ডাকে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ।

বৈঠকে পরিষদের তরফে পরিচালক মিলন ভৌমিক জানান, তাঁরা কোনও রাজনৈতিক দলের অংশ নয় । টলিউড ইন্ডাস্ট্রির ভালোর জন্য যারা এগিয়ে আসবেন, তাঁদেরকেই সাদরে গ্রহণ করবে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ । কোনও রাজনৈতিক রং দেখা হয় না ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও জানান, কেউ বা কারা মাধবীদেবীকে ভুল বুঝিয়েছে পরিষদ সম্পর্কে । বুঝিয়েছে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ BJP-র সঙ্গে যুক্ত । সম্পূর্ণটাই ভুল । কলাকুশলীদের আর ভয় দেখালে হবে না ।

পরিষদের তরফে অভিনেত্রী শুভদ্রা মুখোপাধ্যায় বলেন, "আমরা যা সত্যি তাই বলেছিলাম । মাধবীদেবী সব শুনে নিজেই আমাদের পরিষদের সঙ্গে যুক্ত হতে রাজি হয়েছিলেন । তারপর থেকেই না কি তাঁর কাছে ফোন আসে BJP-তে যোগ করেছেন কি না জানার জন্য । তাতে তিনি ভয় পেয়ে যান । আমাদের সংগঠনে কোনও রাজনৈতিক রং নেই । আমাদের কাছে আসার জন্য তাঁকে যে কষ্ট পেতে হয়েছে তার জন্য আমরা দুঃখিত । "

কলকাতা : 16 জুলাই বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের (BCP) উপদেষ্টা পদে যুক্ত হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় । একদিনের মধ্যেই ছবিটা পালটে যায় । মাধবীদেবী সরে আসেন পরিষদের উপদেষ্টা পদ থেকে । তাঁর অভিযোগ, ভুল বুঝিয়ে সই করানো হয়েছিল তাঁকে । জানানো হয়নি, বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ BJP-র সঙ্গে যুক্ত । বিষয়টি নিয়ে বিস্তরে আলোচনা করতে গতকাল একটি জরুরি বৈঠক ডাকে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ।

বৈঠকে পরিষদের তরফে পরিচালক মিলন ভৌমিক জানান, তাঁরা কোনও রাজনৈতিক দলের অংশ নয় । টলিউড ইন্ডাস্ট্রির ভালোর জন্য যারা এগিয়ে আসবেন, তাঁদেরকেই সাদরে গ্রহণ করবে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ । কোনও রাজনৈতিক রং দেখা হয় না ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও জানান, কেউ বা কারা মাধবীদেবীকে ভুল বুঝিয়েছে পরিষদ সম্পর্কে । বুঝিয়েছে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ BJP-র সঙ্গে যুক্ত । সম্পূর্ণটাই ভুল । কলাকুশলীদের আর ভয় দেখালে হবে না ।

পরিষদের তরফে অভিনেত্রী শুভদ্রা মুখোপাধ্যায় বলেন, "আমরা যা সত্যি তাই বলেছিলাম । মাধবীদেবী সব শুনে নিজেই আমাদের পরিষদের সঙ্গে যুক্ত হতে রাজি হয়েছিলেন । তারপর থেকেই না কি তাঁর কাছে ফোন আসে BJP-তে যোগ করেছেন কি না জানার জন্য । তাতে তিনি ভয় পেয়ে যান । আমাদের সংগঠনে কোনও রাজনৈতিক রং নেই । আমাদের কাছে আসার জন্য তাঁকে যে কষ্ট পেতে হয়েছে তার জন্য আমরা দুঃখিত । "

Intro:বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সেটা ছিল ১৬ জুলাই সকালের ঘটনা। ১৭ জুলাই রাতারাতি সেই চিত্রটা পাল্টে যায়। মাধবীদেবী সরে আসেন বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা পদ থেকে। তাঁকে নাকি চলচ্চিত্র পরিষদ ভুল বুঝিয়ে সই করিয়েছিল। তাঁকে নাকি বলা হয়নি বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে বিস্তরে আলোচনা করার জন্য একটি জরুরি বৈঠক ডাকে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ। সেখানে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।


Body:বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ জানায় তারা কোনও রাজনৈতিক দলের অঙ্গ নয়। টলিউড ইন্ডাস্ট্রির ভালোর জন্য যাঁরা এগিয়ে আসবে, যে কোনও রাজনৈতিক দল নির্বিশেষে তাঁদেরকেই সাদরে গ্রহণ করে নেবে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ। সেই সঙ্গে তারা এও জানায়, কেউ বা কারা মাধবী দেবীকে ভুল বুঝিয়েছে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ সম্পর্কে। বুঝিয়েছে, বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ভারতীয় জনতা পার্টির অঙ্গ।


Conclusion:শুনুন পুরো বক্তব্য।
Last Updated : Jul 19, 2019, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.