ETV Bharat / sitara

বকেয়া টাকা বাকি, প্রযোজকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর্টিস্ট ফোরামের - Artist Forum

বকেয়া বাকি এখনও, সিরিয়ালে শুটিং নিয়ে সংশয় আবার। সেই বিষয় জানান দিতেই সাংবাদিক বৈঠক ডাকল আর্টিস্ট ফোরাম।

সাংবাদিক বৈঠক
author img

By

Published : May 25, 2019, 1:32 PM IST

Updated : May 25, 2019, 5:16 PM IST

কলকাতা : ফের টেলিভিশন আর্টিস্টদের বকেয়া না মেটানোর অভিযোগ উঠল প্রযোজক সংস্থার বিরুদ্ধে। আজ এই সংক্রান্তে সাংবাদিক বৈঠক করলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্য়াটার্জি, ভরত কল, অরিন্দম গাঙ্গুলি সহ আরও অনেকে।

টাকা না মেটানোর অভিযোগ উঠেছে দাগ ক্রিয়েটিভ মিডিয়ার উপর। এই সংস্থা প্রযোজিত যে পাঁচটি মেগাসিরিয়াল হল জয় বাবা লোকনাথ, আমি সিরাজের বেগম, খনার বচন, মহাপ্রভু শ্রী চৈতন্য এবং প্রথম প্রতিশ্রুতি। এই পাঁচটি ধারাবাহিকের মধ্যে 'প্রথম প্রতিশ্রুতি' গত ফেব্রুয়ারি মাসের শেষ হয়ে যায়। অন্য চারটি প্রযোজনা সংশ্লিষ্ট চ্যানেলগুলি গত ১৬ মার্চ তারিখ থেকে হাত বদল করে অন্যান্য প্রযোজকদের দিয়ে দেয়। কিন্তু, অভিনেতা-অভিনেত্রীদের এবং কলাকুশলীদের পারিশ্রমিকের এক বিরাট অংশ এখনও বাকি। সেই মূল্য এক কোটিরও বেশি।

দাগ ক্রিয়েটিভ মিডিয়া অতীতেও নিয়মিতভাবে পারিশ্রমিক দিতে দেরি করেছে বলে দাবি ওয়েস্টবেঙ্গল মোশন পিকচার আর্টস ফরামের। তাঁদের বক্তব্য, এই বিষয়ে সংশ্লিষ্ট চ্যানেল, অন্যান্য প্রযোজকরা, ফেডারেশন জে সি সি, প্রভৃতি সকলেই ওয়াকিবহাল। আটিস ফোরামের তরফেই এই বিষয়টি বারবার চ্যানেলের করে আনা হলেও সমস্যার কোনও সমাধান হয়নি বলে জানিয়েছেন তাঁরা।

ফোরামে বক্তব্য, নতুন প্রযোজকদের কাছে হাত বদল এর সময় সংশ্লিষ্ট সমস্ত চ্যানেল আর্ট ফোরাম ও ফেডারেশনকে প্রতিশ্রুতি দেয়, যে তাদের সদস্যদের যে টাকা বকেয়া রয়েছে সেই টাকা চ্যানেলের কাছে সুরক্ষিত রয়েছে। এবং কিছুদিনের মধ্যেই সেই টাকা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু আজ প্রায় আড়াই মাস হতে চলল, দাগ ক্রিয়েটিভ মিডিয়া কারওর তরফ থেকে সেই বকেয়া টাকা মেটানোর কোনও প্রয়াস নজরে আসেনি। তাঁদের ফোরাম এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে অসংখ্য মিটিং করেছে। চিঠিপত্র আদানপ্রদান করেছে। কিন্তু বিভিন্ন আইনি অজুহাতে অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। কখনও শাটলককের মতো চ্যানেল তাঁদেরকে দাগের দিকে ঠেলে দিয়েছে। কখনও বা উল্টোটা ঘটেছে।

সাংবাদিক বৈঠক

আটিশ ফোরামের অভিযোগ, এই বকেয়া টাকার রাশি খুব একটা কম নয়। প্রায় 1 কোটি 30 লক্ষ টাকা শুধুমাত্র শিল্পীদের পারিশ্রমিক বাবদ বাকি রয়েছে। বহু অভিনেতা-অভিনেত্রী বিগত 7-8 মাস ধরে চরম আর্থিক কষ্টে রয়েছেন। উপরন্তু দাগ ক্রিয়েটিভ মিডিয়া 2018-19 আর্থিক বছরে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক থেকে প্রায় কুড়ি পঁচিশ লক্ষ টাকা টিভিএস বাবদ কেটে নিলেও আজ পর্যন্ত একটা টাকাও সরকারি কোষাগারে জমা পড়েনি। আশঙ্কার কথা টিডিএস জমা না দেওয়ার প্রবণতা আরও দু একটা প্রযোজনা সংস্থার মধ্যে দেখা যাচ্ছে বলে তাদের অভিযোগ।

আরও অভিযোগ, বকেয়া টাকা উদ্ধারের জন্য আটিস ফোরাম বহু চেষ্টার পর বুঝেছে যে উদ্দেশ্য পূর্ণভাবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও সংশ্লিষ্ট আরও কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে এই পারিশ্রমিক মেটানোর প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন তাদের ব্যক্তিগত স্বার্থে। এ এক ধরনের সংঘটিত অপরাধ বলে অভিযোগ করেছে আটিস ফোরাম।

আটিস ফোরাম এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে এই বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাবে। এর জন্য যদি প্রয়োজন হয় সংগঠন গণ আন্দোলনে নামবে। এছাড়া প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

কলকাতা : ফের টেলিভিশন আর্টিস্টদের বকেয়া না মেটানোর অভিযোগ উঠল প্রযোজক সংস্থার বিরুদ্ধে। আজ এই সংক্রান্তে সাংবাদিক বৈঠক করলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্য়াটার্জি, ভরত কল, অরিন্দম গাঙ্গুলি সহ আরও অনেকে।

টাকা না মেটানোর অভিযোগ উঠেছে দাগ ক্রিয়েটিভ মিডিয়ার উপর। এই সংস্থা প্রযোজিত যে পাঁচটি মেগাসিরিয়াল হল জয় বাবা লোকনাথ, আমি সিরাজের বেগম, খনার বচন, মহাপ্রভু শ্রী চৈতন্য এবং প্রথম প্রতিশ্রুতি। এই পাঁচটি ধারাবাহিকের মধ্যে 'প্রথম প্রতিশ্রুতি' গত ফেব্রুয়ারি মাসের শেষ হয়ে যায়। অন্য চারটি প্রযোজনা সংশ্লিষ্ট চ্যানেলগুলি গত ১৬ মার্চ তারিখ থেকে হাত বদল করে অন্যান্য প্রযোজকদের দিয়ে দেয়। কিন্তু, অভিনেতা-অভিনেত্রীদের এবং কলাকুশলীদের পারিশ্রমিকের এক বিরাট অংশ এখনও বাকি। সেই মূল্য এক কোটিরও বেশি।

দাগ ক্রিয়েটিভ মিডিয়া অতীতেও নিয়মিতভাবে পারিশ্রমিক দিতে দেরি করেছে বলে দাবি ওয়েস্টবেঙ্গল মোশন পিকচার আর্টস ফরামের। তাঁদের বক্তব্য, এই বিষয়ে সংশ্লিষ্ট চ্যানেল, অন্যান্য প্রযোজকরা, ফেডারেশন জে সি সি, প্রভৃতি সকলেই ওয়াকিবহাল। আটিস ফোরামের তরফেই এই বিষয়টি বারবার চ্যানেলের করে আনা হলেও সমস্যার কোনও সমাধান হয়নি বলে জানিয়েছেন তাঁরা।

ফোরামে বক্তব্য, নতুন প্রযোজকদের কাছে হাত বদল এর সময় সংশ্লিষ্ট সমস্ত চ্যানেল আর্ট ফোরাম ও ফেডারেশনকে প্রতিশ্রুতি দেয়, যে তাদের সদস্যদের যে টাকা বকেয়া রয়েছে সেই টাকা চ্যানেলের কাছে সুরক্ষিত রয়েছে। এবং কিছুদিনের মধ্যেই সেই টাকা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু আজ প্রায় আড়াই মাস হতে চলল, দাগ ক্রিয়েটিভ মিডিয়া কারওর তরফ থেকে সেই বকেয়া টাকা মেটানোর কোনও প্রয়াস নজরে আসেনি। তাঁদের ফোরাম এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে অসংখ্য মিটিং করেছে। চিঠিপত্র আদানপ্রদান করেছে। কিন্তু বিভিন্ন আইনি অজুহাতে অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। কখনও শাটলককের মতো চ্যানেল তাঁদেরকে দাগের দিকে ঠেলে দিয়েছে। কখনও বা উল্টোটা ঘটেছে।

সাংবাদিক বৈঠক

আটিশ ফোরামের অভিযোগ, এই বকেয়া টাকার রাশি খুব একটা কম নয়। প্রায় 1 কোটি 30 লক্ষ টাকা শুধুমাত্র শিল্পীদের পারিশ্রমিক বাবদ বাকি রয়েছে। বহু অভিনেতা-অভিনেত্রী বিগত 7-8 মাস ধরে চরম আর্থিক কষ্টে রয়েছেন। উপরন্তু দাগ ক্রিয়েটিভ মিডিয়া 2018-19 আর্থিক বছরে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক থেকে প্রায় কুড়ি পঁচিশ লক্ষ টাকা টিভিএস বাবদ কেটে নিলেও আজ পর্যন্ত একটা টাকাও সরকারি কোষাগারে জমা পড়েনি। আশঙ্কার কথা টিডিএস জমা না দেওয়ার প্রবণতা আরও দু একটা প্রযোজনা সংস্থার মধ্যে দেখা যাচ্ছে বলে তাদের অভিযোগ।

আরও অভিযোগ, বকেয়া টাকা উদ্ধারের জন্য আটিস ফোরাম বহু চেষ্টার পর বুঝেছে যে উদ্দেশ্য পূর্ণভাবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও সংশ্লিষ্ট আরও কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে এই পারিশ্রমিক মেটানোর প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন তাদের ব্যক্তিগত স্বার্থে। এ এক ধরনের সংঘটিত অপরাধ বলে অভিযোগ করেছে আটিস ফোরাম।

আটিস ফোরাম এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে এই বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাবে। এর জন্য যদি প্রয়োজন হয় সংগঠন গণ আন্দোলনে নামবে। এছাড়া প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

Intro:বর্তমানে বেশ কিছু সংখ্যক সদস্য সদস্য এবং কলাকুশলী এক বিশাল আর্থিক দুর্নীতির শিকার বাংলা টেলিভিশন জগতের অভিনব। এই সদস্যরা দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত যে পাঁচটি মেগাসিরিয়ালের সঙ্গে যুক্ত সেগুলি জয় বাবা লোকনাথ, আমি সিরাজের বেগম, খনার বচন, মহাপ্রভু শ্রী চৈতন্য এবং প্রথম প্রতিশ্রুতি। যে কারণে আজ সকালে টলিগঞ্জে অবস্থিত টেকনিশিয়ান স্টুডিওতে একটি সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে নিজের বক্তব্য রাখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম গাঙ্গুলি, ভরত কলরা।


Body:এই পাঁচটি ধারাবাহিকের মধ্যে 'প্রথম প্রতিশ্রুতি' গত ফেব্রুয়ারি মাসের শেষ হয়ে যায়। অন্য চারটি প্রযোজনা সংশ্লিষ্ট চ্যানেলগুলি গত ১৬ মার্চ তারিখ থেকে হাত বদল করে অন্যান্য প্রযোজকদের দিয়ে দেয়। কিন্তু অভিনেতা-অভিনেত্রীদের এবং কলাকুশলীদের পারিশ্রমিকের এক বিরাট অংশ এখনও বাকী। সেই মূল্য এক কোটিরও বেশি।

দাগ ক্রিয়েটিভ মিডিয়া অতীতেও নিয়মিতভাবে পারিশ্রমিক দিতে দেরি করেছে বলে দাবি ওয়েস্টবেঙ্গল মোশন পিকচার আর্টস ফরামের। তাঁদের বক্তব্য, এই বিষয়ে সংশ্লিষ্ট চ্যানেল, অন্যান্য প্রযোজকরা, ফেডারেশন জে সি সি, প্রভৃতি সকলেই ওয়াকিবহাল। আটিস ফোরামের তরফেই এই বিষয়টি বারবার চ্যানেলের করে আনা হলেও সমস্যার কোনো সমাধান হয়নি বলে জানিয়েছেন তাঁরা।

ফোরামে বক্তব্য, নতুন প্রযোজকদের কাছে হাত বদল এর সময় সংশ্লিষ্ট সমস্ত চ্যানেল আর্ট ফোরাম ও ফেডারেশনকে প্রতিশ্রুতি দেয়, যে তাদের সদস্যদের যে টাকা বকেয়া রয়েছে সেই টাকা চ্যানেলের কাছে সুরক্ষিত রয়েছে। এবং কিছুদিনের মধ্যেই সেই টাকা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু আজ প্রায় আড়াই মাস হতে চলল, চ্যানেল বাদা ক্রিয়েটিভ মিডিয়া কারওর তরফ থেকে সেই বকেয়া টাকা মেটানোর কোনও প্রয়াস নজরে আসেনি। তাঁদের ফোরাম এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে অসংখ্য মিটিং করেছে। চিঠিপত্র আদানপ্রদান করেছে। কিন্তু বিভিন্ন আইনি অজুহাতে অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। কখনো শাটলককের মতো চ্যানেল তাঁদেরকে দাগের দিকে ঠেলে দিয়েছে। কখনও বা উল্টোটা ঘটেছে।

আটিশ ফোরামের অভিযোগ, এই বকেয়া টাকার রাশি খুব একটা কম নয়। প্রায় 1 কোটি 30 লক্ষ টাকা শুধুমাত্র শিল্পীদের পারিশ্রমিক বাবদ বাকি রয়েছে। বহু অভিনেতা-অভিনেত্রী বিগত 7-8 মাস ধরে চরম আর্থিক কষ্টে রয়েছেন। উপরন্তু দাগ ক্রিয়েটিভ মিডিয়া 2018-19 আর্থিক বছরে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক থেকে প্রায় কুড়ি পঁচিশ লক্ষ টাকা টিভিএস বাবদ কেটে নিলেও আজ পর্যন্ত একটা টাকাও সরকারি কোষাগারে জমা পড়েনি। আশঙ্কার কথা টিডিএস জমা না দেওয়ার প্রবণতা আরো দু একটা প্রযোজনা সংস্থার মধ্যে দেখা যাচ্ছে বলে তাদের অভিযোগ।

বকেয়া টাকা উদ্ধারের জন্য আটিস ফোরাম বহু চেষ্টার পর বুঝেছে যে উদ্দেশ্য পূর্ণভাবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও সংশ্লিষ্ট আরো কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে এই পারিশ্রমিক মেটানোর প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন তাদের ব্যক্তিগত স্বার্থে। এ এক ধরনের সংঘটিত অপরাধ বলে অভিযোগ করেছে আটিস ফোরাম।

আটিস ফোরাম এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে এই বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাবে। এর জন্য যদি প্রয়োজন হয় সংগঠন গণ আন্দোলনে নামবে। এছাড়া প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

হাটি স্কড আমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে গত আর্থিক বছরে দ্য গ্রেট মিডিয়ার বিভিন্ন প্রযোজনার সঙ্গে যে সমস্ত মানুষ কোম্পানির তরফ থেকে উল্লেখযোগ্যভাবে জড়িত ছিলেন অর্থাৎ কোম্পানির মালিকরা বোর্ড অফ দিরেক্টরস সদস্যরা প্রযোজনা নিয়ন্ত্রক সংস্থার সদস্য সদস্যরা কোনও কাজে যুক্ত থাকবেন না। কারণ এই সমস্ত মানুষের সক্রিয় ভূমিকার জন্যই আজ শিল্পী ও কলাকুশলীরা চরম আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ আর্টিস্ট ফোরামের।

আর্টিস্ট ফোরাম প্রশাসন সাধারণমানুষ গণমাধ্যম প্রভৃতি সকলের কাছে আবেদন জানাচ্ছে এই চরম আর্থিক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের তারা শিল্পী ও কলাকুশলীরা সে যেন এসে দাঁড়ান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, "এর জন্য কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এখন হাসিমুখে কথাটা বললে ও পরে কিন্তু এই হাসিটা আর থাকবে না। যেসব আর্টিস্ট দিন আনি দিন খাই এবং যাদের বাড়িতে আর্থিক অনটন দেখা দিয়েছে যারা চিকিৎসার জন্য পয়সা পাচ্ছেন না আমাদের লড়াই মূলত তাদের জন্য। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা আমাদের প্রাপ্য টাকা পাওয়ার জন্য বিখ্যাত বাটি নিয়ে দাঁড়িয়ে আছি এটা লজ্জাজনক।"



Conclusion:
Last Updated : May 25, 2019, 5:16 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.