কলকাতা : এই লকডাউনে হয়তো অনেক মানুষের ক্ষতি হয়েছে, মৃত্যুমিছিল চলেছে অবিরাম, স্বজনকে হারিয়েছেন অনেকে..তবে তারই মধ্যে কিছু ভালো জিনিসও ঘটেছে । মানুষ মানুষের কাছে এসেছে, প্রতিদিনের ইঁদুরদৌড়ের থেকে বেরিয়ে জীবনের কথা ভেবেছে, ভালোবাসার কথা বলেছে...আর এই চিত্রটাই ফুটে উঠেছে প্রেমেন্দু বিকাশ চাকির ছবি 'ল্যাপটপ'-এ ।
আজ সোশাল মিডিয়ায় মুক্তি পেল 'ল্যাপটপ'-এর প্রথম পোস্টার । ঋতুপর্ণা সেনগুপ্ত, সাহেব চ্যাটার্জি, সোনালি চৌধুরি, খেয়ালি দস্তিদার, জয়জিৎ ব্যানার্জি কে নেই এখানে ? ছবিটি প্রযোজনা করেছেন ঋতুপর্ণা ও প্রেমেন্দু একসঙ্গে ।
পোস্টারটি শেয়ার করে পরিচালক লিখেছেন, "'করোনা ভাইরাসে একটা পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে। দশটা পাঁচটার মরচে ধরা জীবনগুলোয় শুধু কেজো কথা না বলে সম্পর্কের কথা নিয়ে আলোচনা করার অবকাশ এসেছে। দূরে থেকে মানুষ পরস্পরের কাছে আসছেন। ২০২০-র ব্যাস্ত শিডিউলে এটা দরকার ছিল' ----ল্যাপটপ"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
কোরোনা ভাইরাস, লকডাউন, আমফান, ডিপ্রেশন, নেপোটিজ়ম, ভারত-চীন রেষারেষি এই সবকিছুর মাঝেই এক মানবিক গল্প বলবে 'ল্যাপটপ' । অপেক্ষায় রয়েছেন দর্শক ।