ETV Bharat / sitara

Nusrat Jahan: গাছে প্রাণের স্পন্দন খুঁজছেন নুসরত; 'দুশ্চরিত্র মেয়ে', থামছে না ট্রোল - গাছে পরিচর্যা নুসরত জাহানের

গাছের পরিচর্যা করে প্রাণের স্পন্দন খুঁজছেন নুসরত জাহান (Nusrat Jahan) ৷ ফিল গুড থাকার শক্তি সঞ্চয় করছেন ৷ ইনস্টাগ্রামে বাগানে সময় কাটানোর ছবি পোস্ট করে সে কথাই বোঝালেন অভিনেত্রী ৷

pregnant nusrat jahan's feel good post in instagram, netizen still trolling her
গাছে প্রাণের স্পন্দন খুঁজছেন নুসরত ! 'দুশ্চরিত্র মেয়ে', থামছে না ট্রোল
author img

By

Published : Jun 23, 2021, 3:27 PM IST

কলকাতা, 23 জুন : তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় শুরু হয়েছে বিনোদন ও রাজনীতির আঙিনায় ৷ এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নুসরত জাহান (Nusrat Jahan) ৷ তবে এ সব নিয়ে আদৌ চিন্তিন নন হবু মা ৷ তিনি বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন, মাতৃত্বের অনুভূতি উপভোগ করছেন ৷ হাজার প্রতিকূলতার মধ্যেও ফিল গুড থাকার শক্তি যে তাঁর মধ্যে রয়েছে, সাম্প্রতিক পোস্টে সেই বার্তাই দিয়েছেন তৃণমূল সাংসদ ৷ তবে তাঁকে নিয়ে কাদা ছোড়াছুড়ি অবশ্য থামেনি ৷ আবারও কুৎসিতভাবে ট্রোল করা হয়েছে নুসরত জাহানকে ৷

নুসরত জাহান সন্তানসম্ভবা ৷ বিদ্যুতের গতিতে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল এই খবর ৷ সেই খবরের সত্যতা নিয়ে এখনও মুখ না-খুললেও নুসরতের সাম্প্রতিক নানা ছবি বুঝিয়ে দিয়েছে খবরটা মিথ্যে নয় ৷ মা হতে চলেছেন টলিউডের অভিনেত্রী ৷ প্রকাশ্যে এসেছে তাঁর বেবি বাম্পের ছবিও ৷ তার পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন, নুসরতের সন্তানের বাবা কে ? এরই মধ্যে নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়নি বলে দাবি করেন নুসরত ৷ যা নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয় ৷ মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে লোকসভায় 'পরস্পরবিরোধী' তথ্য পেশ করার অভিযোগ আনেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য ৷ তবে এ সব নিয়ে তিনি যে আপাতত ভাবিত নন, তা বোঝা গেল নুসরতের সাম্প্রতিক পোস্টে ৷

আরও পড়ুন: ইচ্ছাকৃত ভুল তথ্য লোকসভাকে, নুসরতের বিরুদ্ধে পদক্ষেপের দাবি বিজেপি সাংসদের

বুধবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরত ৷ সেখানে দেখা যাচ্ছে নিজের সাধের বাগানের পরিচর্যায় ব্যস্ত তিনি ৷ পরম যত্নে গাছে জল দিচ্ছেন, পাতা ছুঁয়ে অনুভব করার চেষ্টা করছেন প্রাণের স্পন্দন ৷ কালো রঙের হুডি পরা খোলা চুল ও মেক-আপবিহীন নুসরতের মুখে আলাদা জেল্লা ধরা পড়েছে ৷ পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "নিজেকে ফিল গুড রাখার শক্তি তোমার মধ্যেই আছে ৷" বোঝাই যাচ্ছে, হাজারো বিতর্ক, কাদা ছোড়াছুড়িতে কান না-দিয়ে নিজেকে আনন্দে রাখতে চাইছেন নুসরত ৷

আরও পড়ুন : Nusrat Jahan : নুসরতের ইনস্টা-স্টোরিতে আধ্য়াত্মিক গুরুর শান্তির বার্তা

তবে নেট নাগরিকদের কৌতূহল এখনও কমেনি ৷ নুসরতের সন্তানের বাবা কে - তা জানতে এখনও পুরোদস্তুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ অভিনেত্রীর পোস্টেই এই প্রশ্ন করেছেন অনেকে ৷ এসেছে প্রশ্নবাণ, "বাবাটা কে ?" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টেনেও নুসরতকে আক্রমণ করা হয়েছে ৷ একজন লিখেছেন, "মাথার উপর থেকে মুখ্যমন্ত্রীর হাতটা সরে গেলে 2 মিনিটে সব পাওয়ার বেরিয়ে যাবে ৷ রেপিস্ট বয়ফ্রেন্ড নিয়ে পালানো, বিয়ের নামে লোক ঠকানো দুশ্চরিত্র মেয়ে একটা ৷"

আরও পড়ুন : Mir-Nushrat: মীরও কি এবার নিখিল-নুসরতের সম্পর্ক নিয়ে ট্রোল করলেন ?

তবে নুসরতের পাশেও দাঁড়িয়েছেন তাঁর বহু ভক্ত ৷ একজন লিখেছেন, "সুখী থাকার ও বিশেষ মহিলা হিসেবে বেঁচে থাকার পূর্ণ অধিকার তোমার রয়েছে ৷ তোমাকে চিনি না, তবে এখন সব পত্রিকায় তুমিই আলোচনার বিষয় ৷ তুমি কোনও অন্যায় করোনি ৷ বরং তুমি আর একজন মানুষ তৈরি করছো, যেটা একটা আশীর্বাদ ও ম্যাজিক ৷ তোমাকে অনেক পজিটিভ ভাইবস পাঠালাম ৷"

কলকাতা, 23 জুন : তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় শুরু হয়েছে বিনোদন ও রাজনীতির আঙিনায় ৷ এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নুসরত জাহান (Nusrat Jahan) ৷ তবে এ সব নিয়ে আদৌ চিন্তিন নন হবু মা ৷ তিনি বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন, মাতৃত্বের অনুভূতি উপভোগ করছেন ৷ হাজার প্রতিকূলতার মধ্যেও ফিল গুড থাকার শক্তি যে তাঁর মধ্যে রয়েছে, সাম্প্রতিক পোস্টে সেই বার্তাই দিয়েছেন তৃণমূল সাংসদ ৷ তবে তাঁকে নিয়ে কাদা ছোড়াছুড়ি অবশ্য থামেনি ৷ আবারও কুৎসিতভাবে ট্রোল করা হয়েছে নুসরত জাহানকে ৷

নুসরত জাহান সন্তানসম্ভবা ৷ বিদ্যুতের গতিতে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল এই খবর ৷ সেই খবরের সত্যতা নিয়ে এখনও মুখ না-খুললেও নুসরতের সাম্প্রতিক নানা ছবি বুঝিয়ে দিয়েছে খবরটা মিথ্যে নয় ৷ মা হতে চলেছেন টলিউডের অভিনেত্রী ৷ প্রকাশ্যে এসেছে তাঁর বেবি বাম্পের ছবিও ৷ তার পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন, নুসরতের সন্তানের বাবা কে ? এরই মধ্যে নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়নি বলে দাবি করেন নুসরত ৷ যা নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয় ৷ মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে লোকসভায় 'পরস্পরবিরোধী' তথ্য পেশ করার অভিযোগ আনেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য ৷ তবে এ সব নিয়ে তিনি যে আপাতত ভাবিত নন, তা বোঝা গেল নুসরতের সাম্প্রতিক পোস্টে ৷

আরও পড়ুন: ইচ্ছাকৃত ভুল তথ্য লোকসভাকে, নুসরতের বিরুদ্ধে পদক্ষেপের দাবি বিজেপি সাংসদের

বুধবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরত ৷ সেখানে দেখা যাচ্ছে নিজের সাধের বাগানের পরিচর্যায় ব্যস্ত তিনি ৷ পরম যত্নে গাছে জল দিচ্ছেন, পাতা ছুঁয়ে অনুভব করার চেষ্টা করছেন প্রাণের স্পন্দন ৷ কালো রঙের হুডি পরা খোলা চুল ও মেক-আপবিহীন নুসরতের মুখে আলাদা জেল্লা ধরা পড়েছে ৷ পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "নিজেকে ফিল গুড রাখার শক্তি তোমার মধ্যেই আছে ৷" বোঝাই যাচ্ছে, হাজারো বিতর্ক, কাদা ছোড়াছুড়িতে কান না-দিয়ে নিজেকে আনন্দে রাখতে চাইছেন নুসরত ৷

আরও পড়ুন : Nusrat Jahan : নুসরতের ইনস্টা-স্টোরিতে আধ্য়াত্মিক গুরুর শান্তির বার্তা

তবে নেট নাগরিকদের কৌতূহল এখনও কমেনি ৷ নুসরতের সন্তানের বাবা কে - তা জানতে এখনও পুরোদস্তুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ অভিনেত্রীর পোস্টেই এই প্রশ্ন করেছেন অনেকে ৷ এসেছে প্রশ্নবাণ, "বাবাটা কে ?" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টেনেও নুসরতকে আক্রমণ করা হয়েছে ৷ একজন লিখেছেন, "মাথার উপর থেকে মুখ্যমন্ত্রীর হাতটা সরে গেলে 2 মিনিটে সব পাওয়ার বেরিয়ে যাবে ৷ রেপিস্ট বয়ফ্রেন্ড নিয়ে পালানো, বিয়ের নামে লোক ঠকানো দুশ্চরিত্র মেয়ে একটা ৷"

আরও পড়ুন : Mir-Nushrat: মীরও কি এবার নিখিল-নুসরতের সম্পর্ক নিয়ে ট্রোল করলেন ?

তবে নুসরতের পাশেও দাঁড়িয়েছেন তাঁর বহু ভক্ত ৷ একজন লিখেছেন, "সুখী থাকার ও বিশেষ মহিলা হিসেবে বেঁচে থাকার পূর্ণ অধিকার তোমার রয়েছে ৷ তোমাকে চিনি না, তবে এখন সব পত্রিকায় তুমিই আলোচনার বিষয় ৷ তুমি কোনও অন্যায় করোনি ৷ বরং তুমি আর একজন মানুষ তৈরি করছো, যেটা একটা আশীর্বাদ ও ম্যাজিক ৷ তোমাকে অনেক পজিটিভ ভাইবস পাঠালাম ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.