কলকাতা : সোশাল মিডিয়ার যুগে আর কোনও কিছুকেই প্রাইভেট বা ব্যক্তিগত বলা যায় না । মানুষের অন্দরমহলে ঢুকে পড়ছে সোশাল মিডিয়া, ব্যক্তিগত-গোপন সব ছবি ছড়িয়ে পড়ছে বিভিন্ন জনপ্রিয় মিডিয়া প্ল্যাটফর্মে । নাহলে কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে থাকা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি এভাবে ভাইরাল হতে পারে ?
বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সৌমিত্রর মেয়ে পৌলমী বোস । বাবা পাবলিক ফিগার হলেও জনগণের সম্পত্তি তো নয়, তাঁর ব্যক্তিগত জীবনটা তো একান্ত ব্যক্তিগত ব্যাপার....লম্বা পোস্টে ক্ষোভপ্রকাশ করেছেন পৌলমী ।
পৌলমী লিখেছেন, "আমরা ক্ষুব্ধ, দুঃখিত এবং ভীত । একজন লেজেন্ডারি অভিনেতা এবং একজন ভদ্রলোক । তাঁর হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছবি তোলাও হচ্ছে আর সে ছবি শেয়ারও করা হচ্ছে । হ্যাঁ, উনি সেলেব্রিটি এবং পাবলিক ফিগার । তার মানে কি উনি জনগণের সম্পত্তি ?"
পৌলমী আরও লিখেছেন, "তাঁর যখন কিছু করার বা বোঝার ক্ষমতা নেই, অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন,সেই সময় তাঁর ছবি তোলা মানে তাঁকে অসম্মান করা । সমস্ত শালীনতার সীমা পেরিয়ে যাচ্ছে এবার ।"
কড়া ভাষায় এই ধরনের কাজের সমালোচনা করেছেন পৌলমী । তাঁর এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন অনেকেই । দেখে নিন পৌলমীর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">