কলকাতা : শিশুদিবসের দিন সকালে নতুন চমক দিলেন পরিচালক শিবপ্রসাদ মজুমদার ও নন্দিতা রায় । প্রকাশ্যে এল তাঁদের আপকামিং ছবি 'হামি 2'-এর পোস্টার ।
সম্প্রতি টুইটারে পোস্টারটি শেয়ার করেন শিবপ্রসাদ । তার ক্যাপশনে লেখেন, "ঝগড়াঝাটি রাগ,মারামারি ভাগ / সেরে যাবে সব পাগলামি / শুধু 3টে 4টে 7টা 8টা হামি"। আর এভাবেই লাল্টু, ভুটু ও চিনির স্মৃতি উসকে দিল এই পোস্টার ।
-
ঝগড়াঝাটি রাগ,মারামারি ভাগ
— shiboprosad (@shibumukherjee) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
সেরে যাবে সব পাগলামি
শুধু ৩টে ৪টে ৭টা ৮টা হামি@nanditawindows@onindochatt @ziniasen123 https://t.co/RQpRtnXuhV
">ঝগড়াঝাটি রাগ,মারামারি ভাগ
— shiboprosad (@shibumukherjee) November 14, 2020
সেরে যাবে সব পাগলামি
শুধু ৩টে ৪টে ৭টা ৮টা হামি@nanditawindows@onindochatt @ziniasen123 https://t.co/RQpRtnXuhVঝগড়াঝাটি রাগ,মারামারি ভাগ
— shiboprosad (@shibumukherjee) November 14, 2020
সেরে যাবে সব পাগলামি
শুধু ৩টে ৪টে ৭টা ৮টা হামি@nanditawindows@onindochatt @ziniasen123 https://t.co/RQpRtnXuhV
লকডাউনের পটভূমিকায় তৈরি করা হবে এই ছবি । আর ছবিতে যে মাস্কের একটা বিশেষ ভূমিকা থাকবে তা বলার অপেক্ষা রাখে না । যদিও সেটা ছবির পোস্টার থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে । পোস্টারে একটি হলুদ মাস্ক তুলে ধরা হয়েছে । আর সেখানে প্রকাশ পাচ্ছে টুকটুকে লাল ঠোঁট ।
আগের মতো এবারও একটু দুষ্টুমি, একটু খুনসুটি আর অনেকটা মজা নিয়ে হাজির হতে চলেছে 'হামি 2'। সব ঠিক থাকলে আগামীবছর মুক্তি পাবে ছবিটি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
2018 সালের 11 মে মুক্তি পেয়েছিল 'হামি'। বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ছবিটি । ছোটোদের পাশাপাশি বড়দের মন জয় করে নিয়েছিল ওই ছবি । ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল শিবপ্রসাদ, গার্গী রায়চৌধুরি, ব্রত ব্যানার্জি, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, কনীনিকা ব্যানার্জি, তনুশ্রী শঙ্করের মতো তারকাদের । 'হামি'-র সাফল্যের কথা মাথায় রেখেই এই ছবি তৈরি করতে চলেছেন পরিচালকদ্বয় ।