ঢাকা, 15 জুন: বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে (Pori Moni) ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে গত কয়েকদিন ধরেই তোলপাড় দুই বাংলা ৷ সোশ্য়াল মিডিয়ায় এই অভিযোগ জানানোর পরপরই মূল অভিযুক্ত-সহ 5 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ৷ এ জন্য প্রশাসন, সংবাদমাধ্যম ও দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরীমণি ৷
10 জুন তাঁর ও তাঁর দুই বন্ধুর সঙ্গে ন্যক্কারজনক ঘটনা ঘটে বলে রবিবার সংবাদমাধ্যমে অভিযোগ করেন অভিনেত্রী পরীমণি ৷ ভিডিয়ো বার্তায় কেঁদে কেঁদে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ৷ তাঁর অভিযোগ, ঢাকা ক্লাবে তাঁর সঙ্গে কয়েকজনের পরিচয় হয় ৷ তাঁদেরই মধ্যে একজন আচমকা তাঁর মুখে পানীয়ের গ্লাস চেপে ধরে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ ৷ পরীমণির (Pori Moni) এক বন্ধুকে মারধরও করা হয় ৷ অভিযুক্তদের মধ্যে একজন ওপার বাংলার প্রভাবশালী ব্যবসায়ী হওয়ায় প্রশাসনের কাছে গিয়েও কোনও সাহায্য পাননি বলে অভিযোগ করেন পরীমণি ৷
আরও পড়ুন: বিশে পা গদরের : এই ছবিতে কাজ করার কথা ছিল গোবিন্দা-কাজলের
4 দিন বিভিন্ন জায়গায় ঘুরে রবিবার সাংবাদমাধ্যমে গোটা ঘটনা জানান অভিনেত্রী ৷ এরপরই দেশজুড়ে শোরগোল পড়ে যায় ৷ তার আঁচ এসে পড়ে এপার বাংলাতেও ৷ অভিযুক্তদের ধরতে তত্পর হয় বাংলাদেশ পুলিশ ৷ মামলা দায়ের করা হয় সাভার থানায় ৷ অবশেষে মূল অভিযুক্ত-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ অভিযুক্ত নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ীকে তাঁর উত্তরার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ ।
আরও পড়ুন: 'পার্শ্ব সুখসানা' আসন নিয়ে বিশেষ পোস্ট ফিটনেস ফ্রিক শিল্পার
এ জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নেটমাধ্যমে খোলা চিঠি দিয়েছেন অভিনেত্রী ৷ পরীমণি লিখেছেন, "আইনশৃঙ্খলা বাহিনী, সব সাংবাদিক, সহকর্মী ও দেশের মানুষ যাঁরা এই দুঃসময়ে আমার পাশে ছিলেন, আছেন, আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ ৷ আসামীদের গ্রেফতার করা হয়েছে । এখন আমার চাওয়া, আসামীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় । কোনওভাবেই যেন এই ধরনের লোকেরা আর কোনও মেয়েকে এ ভাবে নির্যাতন অপমান করার সাহস না পায় । আমি হার মানব না । আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব ।"
আরও পড়ুন: প্রেম-বিয়ে-বিচ্ছেদ
খোলা চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছেন অভিনেত্রী ৷ তিনি লিখেছেন, "মাননীয়া প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ । আপনি মা । আপনি মমতার আঁচলে জড়িয়ে রাখেন আপনার সব সন্তানকে ৷" সাধারণ মেয়ে হিসেবে যখন বিচার চাইতে গিয়েছেন, তখন কেউ তাঁর পাশে এসে দাঁড়ায়নি বলে অভিযোগ করে তিনি লিখেছেন, "অভিনেত্রী পরীমণি যখন মুখ খুললেন তখন তাঁর কথা শুনতে সবাই রাজি !"
আরও পড়ুন: গ্রামের মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসানসোলে সায়নী ঘোষ
এই মামলায় 8 জুলাইয়ের মধ্যে পুলিশকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা আদালত ৷