ETV Bharat / sitara

অভিযানের ট্রেলার প্রকাশ পরমের, সৌমিত্রের চরিত্রে অনবদ্য যিশু - যিশু সেনগুপ্ত

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি অভিযানের ট্রেলার প্রকাশ করলেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্য়ায় ৷ ট্রেলারে অনবদ্য লেগেছে সৌমিত্রের চরিত্রে অভিনয় করা যিশু সেনগুপ্তকে ৷

parambrata-chatterjee-shares-abhijaan-trailer-starring-soumitra-chatterjee-and-jisshu-sengupta
অভিযানের ট্রেলার প্রকাশ পরমের, সৌমিত্রের চরিত্রে অনবদ্য যিশু
author img

By

Published : Mar 26, 2021, 11:43 AM IST

Updated : Mar 26, 2021, 1:06 PM IST

কলকাতা, 26 মার্চ: তিনি আজ আমাদের মধ্যে নেই ৷ তবুও আপামর বাঙালির হৃদয়ে-মননে তাঁর উপস্থিতি এখনও জ্বলজ্বল করছে ৷ সেই কারণেই তাঁর নামের পাশে প্রয়াত শব্দটি বেমানান ৷ সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ কিংবদন্তি শিল্পীর জীবনচিত্র এ বার ফুটে উঠতে চলেছে পর্দায় ৷ পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের ভাবনায় নবজন্মের অপেক্ষায় তাঁর জীবনচরিত 'অভিযান' ৷ টিজ়ার আগেই প্রকাশিত হয়েছে ৷ এ বার নজর কাড়ল এই ফিল্মের ট্রেলার ৷

নিজের টুইটার হ্যান্ডেলে ট্রেলারটি শেয়ার করেছেন পরমব্রত ৷ ক্যাপশন লিখতে গিয়ে আবেগে ভেসেছেন তিনি ৷ লিখেছেন, "চোখ মুছতে যাওয়ার অছিলা শেষ | গল্ফগ্রীনে যাবো ভাবলেই মনে হয় তোমার ওই ধীর পায়ে হেঁটে এসে স্টাডি তে বসা টা যে আর নেই | না , প্রয়াত লিখবো না তোমার নামের আগে | অনন্ত দেরি করিয়ে দেয়া আড্ডা গুলোর স্মৃতিতে ..."

আরও পড়ুন: সুন্দরবনের জীবনযুদ্ধ নিয়ে আসছেন পরিচালক প্রদীপ মিস্ত্রি

ট্রেলারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে যিশু সেনগুপ্তকে অনবদ্য মানিয়েছে ৷ তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে নেটিজেন মহলে ৷ তবে প্রবীণ বয়সের চরিত্রে পর্দায় ফের নিজের জ্যোতি ছড়াবেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ এ ছাড়াও এই ফিল্মে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে ৷ তিনি মহানায়ক উত্তম কুমারের চরিত্র ফুটিয়ে তুলেছেন ৷ সৌমিত্রকন্যা পৌলমী বসুর চরিত্রে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে ৷ এ ছাড়াও এই ফিল্মে রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত ও পরমব্রত স্বয়ং ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গত বছর 6 অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলার ফেলু দা ৷ প্লাজমা থেরাপির পর তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভও এসেছিল ৷ তাঁর সুস্থতার আশা যখন উজ্জ্বল হয়ে উঠতে থাকে, তখনই ঘটে আচমকা ছন্দপতন ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ 15 নভেম্বর জীবনযুদ্ধে হার মানেন 'অপরাজিত' ৷

কলকাতা, 26 মার্চ: তিনি আজ আমাদের মধ্যে নেই ৷ তবুও আপামর বাঙালির হৃদয়ে-মননে তাঁর উপস্থিতি এখনও জ্বলজ্বল করছে ৷ সেই কারণেই তাঁর নামের পাশে প্রয়াত শব্দটি বেমানান ৷ সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ কিংবদন্তি শিল্পীর জীবনচিত্র এ বার ফুটে উঠতে চলেছে পর্দায় ৷ পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের ভাবনায় নবজন্মের অপেক্ষায় তাঁর জীবনচরিত 'অভিযান' ৷ টিজ়ার আগেই প্রকাশিত হয়েছে ৷ এ বার নজর কাড়ল এই ফিল্মের ট্রেলার ৷

নিজের টুইটার হ্যান্ডেলে ট্রেলারটি শেয়ার করেছেন পরমব্রত ৷ ক্যাপশন লিখতে গিয়ে আবেগে ভেসেছেন তিনি ৷ লিখেছেন, "চোখ মুছতে যাওয়ার অছিলা শেষ | গল্ফগ্রীনে যাবো ভাবলেই মনে হয় তোমার ওই ধীর পায়ে হেঁটে এসে স্টাডি তে বসা টা যে আর নেই | না , প্রয়াত লিখবো না তোমার নামের আগে | অনন্ত দেরি করিয়ে দেয়া আড্ডা গুলোর স্মৃতিতে ..."

আরও পড়ুন: সুন্দরবনের জীবনযুদ্ধ নিয়ে আসছেন পরিচালক প্রদীপ মিস্ত্রি

ট্রেলারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে যিশু সেনগুপ্তকে অনবদ্য মানিয়েছে ৷ তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে নেটিজেন মহলে ৷ তবে প্রবীণ বয়সের চরিত্রে পর্দায় ফের নিজের জ্যোতি ছড়াবেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ এ ছাড়াও এই ফিল্মে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে ৷ তিনি মহানায়ক উত্তম কুমারের চরিত্র ফুটিয়ে তুলেছেন ৷ সৌমিত্রকন্যা পৌলমী বসুর চরিত্রে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে ৷ এ ছাড়াও এই ফিল্মে রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত ও পরমব্রত স্বয়ং ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গত বছর 6 অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলার ফেলু দা ৷ প্লাজমা থেরাপির পর তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভও এসেছিল ৷ তাঁর সুস্থতার আশা যখন উজ্জ্বল হয়ে উঠতে থাকে, তখনই ঘটে আচমকা ছন্দপতন ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ 15 নভেম্বর জীবনযুদ্ধে হার মানেন 'অপরাজিত' ৷

Last Updated : Mar 26, 2021, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.