কলকাতা : আগামী বছরেই নাকি অঙ্কুশ হাজরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ঐন্দ্রিলা সেন । টলিপাড়ায় কান দিলে অবশ্য এই গুঞ্জনই শুনতে পাওয়া যাচ্ছে । যদিও বিয়ের দিনক্ষণ এখনও জানা যায়নি । আর বিয়ের আগেই কি না অন্য পুরুষের গালে চুম্বন করতে দেখা গেল ঐন্দ্রিলাকে । আবার সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করলেন অঙ্কুশ !
সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করেন অঙ্কুশ । সেখানে বিক্রম চ্যাটার্জির গালে ঐন্দ্রিলাকে চুম্বন করতে দেখা গিয়েছে । এই ছবির ক্যাপশনে অঙ্কুশ লেখেন, "ও মাগো...টুরু লাভ..."। এর সঙ্গে আবার হাসির ইমোজি যোগ করে দেন তিনি । আর সেখানে ট্যাগ করেন ঐন্দ্রিলা ও বিক্রম দু'জনকেই । যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা ।
-
Omaaagooo Turuuu loveee.. 🤣🤣 @VikramChatterje @Love_Oindrila pic.twitter.com/yKRjRTXcEO
— ANKUSH #Magic (@AnkushLoveUAll) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Omaaagooo Turuuu loveee.. 🤣🤣 @VikramChatterje @Love_Oindrila pic.twitter.com/yKRjRTXcEO
— ANKUSH #Magic (@AnkushLoveUAll) December 8, 2020Omaaagooo Turuuu loveee.. 🤣🤣 @VikramChatterje @Love_Oindrila pic.twitter.com/yKRjRTXcEO
— ANKUSH #Magic (@AnkushLoveUAll) December 8, 2020
তবে বিষয়টা অবশ্য তেমন কিছুই নয় । আসলে বিক্রম ও ঐন্দ্রিলা খুব ভালো বন্ধু । একসঙ্গে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁদের । বেশিরভাগ ধারাবাহিকেই বিক্রমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি । আর একসঙ্গে কাজ করার সুবাদেই তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় । শুধু ঐন্দ্রিলাই নন । অঙ্কুশের সঙ্গেও বিক্রমের সম্পর্ক খুবই ভালো । একথা প্রায় সবারই জানা । সেই বিষয়কে নিয়ে মাঝে মধ্যেই মজার ছবি পোস্ট করে অনুরাগীদের একটু অবাক করে দেন অঙ্কুশ । এই ছবিও রয়েছে তার মধ্যেই ।
বহু বছর ধরেই ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের সম্পর্ক রয়েছে । একথা কারও অজানা নয় । শোনা যাচ্ছে, আগামী বছরেই নাকি ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন অঙ্কুশ । কয়েকদিন আগে অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমাকে বিয়ের শুভেচ্ছা জানানোর সময় নিজের বিয়ে করার ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি । আর তার জেরেই জল্পনা আরও বেড়ে গিয়েছে ।