কলকাতা : মরুভূমি আর বরফে ঢাকা পাহাড় পেরিয়ে কাকাবাবু এবার জঙ্গলে । সন্তুকে সঙ্গী করে জঙ্গলের মধ্যে কোন রহস্য তিনি ভেদ করেন এবার সেটাই দেখার পালা ।
সম্প্রতি মুক্তি পেয়েছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর টিজ়ার । টিজ়ার জুড়ে রয়েছে আফ্রিকার জঙ্গল, বন্য জীব জন্তু, রহস্য ও কাকাবাবু-সন্তুর অ্যাডভেঞ্জার । অবশ্য টিজ়ারের শুরুতে আগেই দুটি সিরিজ়ের আলতো ছোঁয়া দিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি ।
-
আফ্রিকার বিস্তর জঙ্গল, কাকাবাবু-সন্তু জুটি আর জঙ্গলের মধ্যে এক হোটেল...
— SVF (@SVFsocial) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here's the Official Teaser of #KakababurProtyaborton, a film by @srijitspeaketh | Releasing #ThisChristmas in theaters near you!@prosenjitbumba @AryannBhowmik Anirban Chakrabarti @iindraadip @iammony pic.twitter.com/1Mg6uxqPC5
">আফ্রিকার বিস্তর জঙ্গল, কাকাবাবু-সন্তু জুটি আর জঙ্গলের মধ্যে এক হোটেল...
— SVF (@SVFsocial) November 15, 2020
Here's the Official Teaser of #KakababurProtyaborton, a film by @srijitspeaketh | Releasing #ThisChristmas in theaters near you!@prosenjitbumba @AryannBhowmik Anirban Chakrabarti @iindraadip @iammony pic.twitter.com/1Mg6uxqPC5আফ্রিকার বিস্তর জঙ্গল, কাকাবাবু-সন্তু জুটি আর জঙ্গলের মধ্যে এক হোটেল...
— SVF (@SVFsocial) November 15, 2020
Here's the Official Teaser of #KakababurProtyaborton, a film by @srijitspeaketh | Releasing #ThisChristmas in theaters near you!@prosenjitbumba @AryannBhowmik Anirban Chakrabarti @iindraadip @iammony pic.twitter.com/1Mg6uxqPC5
2013 সালে মুক্তি পেয়েছিল 'মিশর রহস্য'। এর চার বছর পর মুক্তি পায় 'ইয়েতি অভিযান'। প্রথম ছবিতে মরুভূমির মধ্যে অ্যাডভেঞ্জার করতে দেখা গিয়েছিল কাকাবাবু অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সন্তু অর্থাৎ আরিয়ান ভৌমিককে । তারপর বরফ ঢাকা পাহাড়ে রহস্য ভেদ করেছিলেন । আর এবার গভীর জঙ্গলে মোকাবিলা করার জন্য প্রস্তুত তাঁরা ।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজ়ের উপন্যাস 'জঙ্গলের মধ্যে এক হোটেল' অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবি । ছবির প্রেক্ষাপট কেনিয়া । সন্তুকে নিয়ে সেখানে ঘুরতে যান কাকাবাবু । আর তারপরই শুরু হয় একের পর এক অ্যাডভেঞ্জার । কীভাবে গভীর জঙ্গলের মধ্যে কাকাবাবু রহস্যের উদঘাটন করেন এখন সেটাই দেখার ।
লকডাউনের ঠিক আগেই আফ্রিকার জঙ্গলে শুটিং করতে গিয়েছিলেন সৃজিত, প্রসেনজিৎরা । সেখান থেকে নানা মুহূর্তের ছবি পোস্টও করেছিলেন পরিচালক । কখনও গলায় সাপ জড়িয়ে আবার কখনও সিংহের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছিল তাঁকে ।
কিন্তু, বিশ্বজুড়ে কোরোনা থাবা বসাতেই সবকিছু ওলটপালট হয়ে যায় । তড়িঘড়ি শুটিং শেষ করে দেশে ফিরতে হয় 'কাকাবাবু প্রত্যাবর্তন'-এর টিমকে । তবে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা । তারপরই আফ্রিকার দুর্ভেদ্য জঙ্গলে রহস্য উদঘাটন করতে দেখা যাবে কাকাবাবুকে । চলতি বছর ক্রিসমাসেই মুক্তি পাবে SVF প্রযোজিত এই ছবি ।