কলকাতা : কোরোনার হাত থেকে বাঁচতে নিজের হাতকে পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ, এই কথা এখন সবাই জানেন । তবে ঠিক কীভাবে ধুতে হবে হাত ? ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করে শেখানোর চেষ্টা করছিলেন নুসরত জাহান । আর হাত ধোওয়ার সময় কল খুলে জল নষ্ট করে সমালোচিত হলেন তিনি ।
কোরোনা নিয়ে সচেতনতা বাড়ানোর সঙ্গে বারবার এটাও বলা হচ্ছে যে, হাত ধোওয়ার সময় কল বন্ধ করে রাখা উচিত । একটা সমস্য়ার মোকাবিলা করতে জল নষ্ট করে আর একটা মারাত্মক সমস্যাকে ডেকে আনা ঠিক নয় । সেলেব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকেরই বক্তব্য এটা । কিন্তু, নুসরত ভুলে গেলেন সেই কথা । হাত ধোওয়ার সময় কল থেকে জল গড়িয়ে গেল অবিরাম ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
একজন সাংসদ হয়ে এমন একটি ভুল করায় তুমুল সমালোচিত হতে হল নুসরতকে । কেউ লিখলেন, "স্যানিটাইসেজ়ন জরুরি ঠিকই, তবে জল বাঁচানোটাও খুব প্রয়োজনীয় । আপনি পুরো সময়টা জল নষ্ট করলেন...স্যাড"
তো কেউ বললেন, "সাবান দিয়ে হাত ধোওয়ার সময় দয়া করে কল বন্ধ করুন । এই সমস্যার কথা ভাবতে গিয়ে আরও বড় একটি সমস্য়ার কথা ভুলে যাবেন না ।"
কেউ আবার সরাসরি আক্রমণ করে লিখেছেন, "শুধুমাত্র একটু খ্যাতির জন্য অপ্রয়োজনে জল নষ্ট করবেন না ।"
সোশাল মিডিয়া যখন জল বাঁচানো নিয়ে সোচ্চার, সেলেব্রিটিরা নিজে থেকে সতর্কতা জারি করছেন জল নষ্ট না করার ব্যাপারে, সেখানে জনপ্রতিনিধি হয়ে কীভাবে নুসরত এড়িয়ে গেলেন বিষয়টা ? প্রশ্ন নেটিজেনদের ।
যদিও নুসরতের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত ।