ETV Bharat / sitara

Nusrat Jahan: এবার সঞ্চালকের ভূমিকায় নুসরত, ভিডিয়ো প্রচারে মদন - করিনা কাপুরের ছবি

করিনা কাপুরের (Kareena kapoor) দেখানো পথে এবার সঞ্চালকের ভূমিকায় ধরা দেবেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)৷ তাঁর সেই শোয়ে অংশ নিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)৷

Nusrat Jahan to host show ishq with nusrat, Madan Mitra participates
এবার সঞ্চালকের অবতারে নুসরত, ভিডিয়ো প্রচারে মদন
author img

By

Published : Nov 9, 2021, 12:45 PM IST

কলকাতা, 9 নভেম্বর: অভিনেত্রী এবার সঞ্চালকের ভূমিকায় । করিনা কাপুরের (Kareena kapoor) পথেই হাঁটতে চলেছেন নুসরত জাহান (Nusrat Jahan)।

এবার অন্য ভূমিকায় অভিনেত্রী নুসরত জাহান । সঞ্চালকের ভূমিকায় নিজেকে আবিষ্কার করতে চলেছেন তিনি । বেশ কিছুদিন আগে এরকমই এক ভূমিকায় দেখা গিয়েছিল বলিউডের বেবোকে । সেলেব্রিটিরা নিজেদের ব্যক্তিগত জীবন, কর্মজীবন নিয়ে নানা কথা শেয়ার করতেন করিনা কাপুর খানের সঙ্গে । উঠে আসত তাঁদের জীবনের জানা-অজানা নানা গল্প । করিনা জানতে চাইতেন, তাঁদের জীবনের নানা অভিজ্ঞতার কথা । সূত্রের মারফৎ জানা গিয়েছে, এবার এমনই এক ভূমিকায় ধরা দেবেন নুসরত ।

এক বেসরকারি এফএম চ্যানেলের ইউটিউব চ্যানেলে আসছে 'ইশক উইথ নুসরত' (Ishq with Nusrat) শিরোনামের একটি শো । অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে মিলেছে তাঁর নয়া সফরের ছবি । ছবিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে কালারফুল মদন মিত্রকে (Madan Mitra)। সদ্য এই শোয়ের জন্য শুট করেছেন তনুশ্রী চক্রবর্তীও । নুসরতের প্রশ্নের ঝুলি থেকে কী কী বেরিয়ে আসে, তা জানতে হলে দেখতে হবে 'ইশক উইথ নুসরত'। 15 নভেম্বর থেকে শুরু হবে এই শো ।

আরও পড়ুন: Dev Wrestling Trainer : দেবকে কুস্তির প্যাঁচ শিখিয়েও পেটের দায়ে অটোকে আঁকড়ে চ্যাম্পিয়ন

উল্লেখ্য, বেবোকেও এমন ভূমিকায় দেখা গিয়েছিল মা হওয়ার পর । আর এবার নুসরতও এমন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সেই মা হওয়ার পরই । বলি-টলির এই অদ্ভুত মিল একই এফএম স্টেশনের ইউটিউব চ্যানেলের দৌলতে । বলাবাহুল্য, বেবো সঞ্চালিত সেই শো বেশ জনপ্রিয় হয় সেই সময় । বাংলার নাম রাখতে নুসরতের সামনে তাই বড় চ্যালেঞ্জ এসে হাজির । বাকিটা সময় বলবে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: New Bengali Film: নতুন পরিচালক বিক্রম আদিত্যের সাইকোলজিক্যাল থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিৎ

এই মুহূর্তে নানা চরিত্র নিয়ে বেশ ব্যস্ত নুসরত জাহান । একদিকে সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত আসন্ন বাংলা ছবি 'জয় কালী কলকাত্তাওয়ালি'র শুটিং চলছে । অন্যদিকে, এনা সাহার প্রযোজনায় খুব শিগগিরই বড় পর্দায় ফের যশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি । একই সঙ্গে বাস্তবজীবনেও মায়ের চরিত্রে বেশ ভাল ভূমিকা পালন করছেন তিনি । সময় দিচ্ছেন ছেলেকে । সবটা দেখছেন চরম ব্যস্ততার মধ্যেও ।

আরও পড়ুন : Sreelekha Mitra: ফেবুতে কান্নায় ভেঙে পড়ে শ্রীলেখা জানালেন, অবিলম্বে ফ্ল্যাট ছাড়ছেন ! কেন?

কলকাতা, 9 নভেম্বর: অভিনেত্রী এবার সঞ্চালকের ভূমিকায় । করিনা কাপুরের (Kareena kapoor) পথেই হাঁটতে চলেছেন নুসরত জাহান (Nusrat Jahan)।

এবার অন্য ভূমিকায় অভিনেত্রী নুসরত জাহান । সঞ্চালকের ভূমিকায় নিজেকে আবিষ্কার করতে চলেছেন তিনি । বেশ কিছুদিন আগে এরকমই এক ভূমিকায় দেখা গিয়েছিল বলিউডের বেবোকে । সেলেব্রিটিরা নিজেদের ব্যক্তিগত জীবন, কর্মজীবন নিয়ে নানা কথা শেয়ার করতেন করিনা কাপুর খানের সঙ্গে । উঠে আসত তাঁদের জীবনের জানা-অজানা নানা গল্প । করিনা জানতে চাইতেন, তাঁদের জীবনের নানা অভিজ্ঞতার কথা । সূত্রের মারফৎ জানা গিয়েছে, এবার এমনই এক ভূমিকায় ধরা দেবেন নুসরত ।

এক বেসরকারি এফএম চ্যানেলের ইউটিউব চ্যানেলে আসছে 'ইশক উইথ নুসরত' (Ishq with Nusrat) শিরোনামের একটি শো । অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে মিলেছে তাঁর নয়া সফরের ছবি । ছবিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে কালারফুল মদন মিত্রকে (Madan Mitra)। সদ্য এই শোয়ের জন্য শুট করেছেন তনুশ্রী চক্রবর্তীও । নুসরতের প্রশ্নের ঝুলি থেকে কী কী বেরিয়ে আসে, তা জানতে হলে দেখতে হবে 'ইশক উইথ নুসরত'। 15 নভেম্বর থেকে শুরু হবে এই শো ।

আরও পড়ুন: Dev Wrestling Trainer : দেবকে কুস্তির প্যাঁচ শিখিয়েও পেটের দায়ে অটোকে আঁকড়ে চ্যাম্পিয়ন

উল্লেখ্য, বেবোকেও এমন ভূমিকায় দেখা গিয়েছিল মা হওয়ার পর । আর এবার নুসরতও এমন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সেই মা হওয়ার পরই । বলি-টলির এই অদ্ভুত মিল একই এফএম স্টেশনের ইউটিউব চ্যানেলের দৌলতে । বলাবাহুল্য, বেবো সঞ্চালিত সেই শো বেশ জনপ্রিয় হয় সেই সময় । বাংলার নাম রাখতে নুসরতের সামনে তাই বড় চ্যালেঞ্জ এসে হাজির । বাকিটা সময় বলবে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: New Bengali Film: নতুন পরিচালক বিক্রম আদিত্যের সাইকোলজিক্যাল থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিৎ

এই মুহূর্তে নানা চরিত্র নিয়ে বেশ ব্যস্ত নুসরত জাহান । একদিকে সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত আসন্ন বাংলা ছবি 'জয় কালী কলকাত্তাওয়ালি'র শুটিং চলছে । অন্যদিকে, এনা সাহার প্রযোজনায় খুব শিগগিরই বড় পর্দায় ফের যশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি । একই সঙ্গে বাস্তবজীবনেও মায়ের চরিত্রে বেশ ভাল ভূমিকা পালন করছেন তিনি । সময় দিচ্ছেন ছেলেকে । সবটা দেখছেন চরম ব্যস্ততার মধ্যেও ।

আরও পড়ুন : Sreelekha Mitra: ফেবুতে কান্নায় ভেঙে পড়ে শ্রীলেখা জানালেন, অবিলম্বে ফ্ল্যাট ছাড়ছেন ! কেন?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.