কলকাতা : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ নুসরত জাহান । কীভাবে কাটছে তাঁর লকডাউন ডে'স, তা প্রতিমুহূর্তে ফ্যানেদের সঙ্গে শেয়ার করছেন তিনি । সাম্প্রতিক পোস্টে একেবারে বোল্ড অবতারে দেখা গেল তাঁকে । সোশাল মিডিয়ায় ঝড় তুললেন নুসরত ।
বোল্ড অ্যান্ড বিউটিফুল নুসরত ফোটোশুট করলেন আত্মবিশ্বাসে ভর করে । তাঁর নো-মেকআপ লুক, খোলা চুল, আর দৃঢ় দৃষ্টিতে একেবারে মাত নেটিজেনরা ।
ক্যাপশনে নুসরত লিখেছেন, "তোমার মনের উপর তোমার শক্তি খাটতে পারে, বাইরের কোনও জিনিসের উপরে নয় । এটা একবার বুঝতে পারলে নিজেকে শক্তিশালী মনে হবে ।"
দেখে নিন নুসরতের ফোটোশুটের ছবি...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অভিনেত্রীর বাবা মহম্মদ শাহজাহান কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি । তাঁর মা ও বোনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে । তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী-সাংসদ ।