কলকাতা, 30 জুন : সোশ্যাল মিডিয়ায় আগেও সক্রিয় ছিলেন ৷ তবে সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে রোজ নিয়ম করে পোস্ট করছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)৷ দিচ্ছেন পজিটিভিটির বার্তা ৷ নানা বিতর্কের মাঝেও তিনি যে মাতৃত্বটাকে চুটিয়ে উপভোগ করছেন, তা তাঁর মুখের জেল্লায় স্পষ্ট ধরা পড়েছে ৷ তবে এ বার সম্পূর্ণ মেকআপ বর্জিত লুকে (No Makeup Look) নিজের বর্তমান হবু মায়ের চেহারা প্রকাশ্যে আনলেন তৃণমূল সাংসদ ৷ তাঁর পোস্ট করা ছোট্ট একটি ভিডিয়োয় তিনি সম্পূর্ণ মেকআপবিহীন ৷ ভিডিয়োটিতে তাঁকে আরও সুন্দরী করে তোলার জন্য নেই কোনও প্রযুক্তির টাচ-আপ ৷
সোশ্যাল মিডিয়ার পাতায় কখনও বাগান পরিচর্যায়, কখনও বা শ্যুটিং-এর ফাঁকে মোহময়ী রূপা ধরা দিয়েছেন হবু মা নুসরত জাহান ৷ প্রত্যেকটি ছবিতেই তাঁর চোখে মুখে দীপ্তি ফুটে উঠেছে ৷ কখনও আকাশী কাফতানে, আবার কখনও ফুল স্লিভ টপে গর্ভবতী অভিনেত্রীর লুকের প্রশংসা করেছেন ভক্তরা ৷ তবে মাতৃত্বের ধকল যে তাঁর চেহারার উপরেও ছাপ ফেলেছে, তা স্পষ্ট হল নুসরতের পোস্ট করা সাম্প্রতিক ভিডিয়োতে ৷
আরও পড়ুন: নুসরতের রোদচশমায় কার প্রতিচ্ছবি ? সরগরম নেটপাড়া
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিয়োটি পোস্ট করেছেন অভিনেত্রী ৷ সেখানে দেখা যাচ্ছে একটি গাড়িতে বসে রয়েছেন তিনি ৷ মুখে মেকআপের লেশমাত্র নেই ৷ এই ছবিতে নেই কোনও প্রযুক্তির খেলা ৷ অর্থাত্ ভিডিয়োটিকে আরও সুন্দর করে তোলার জন্য কোনও ফিল্টার ব্যবহার করা হয়নি ৷ ভিডিয়োটির নিচে নুসরত লিখে দিয়েছেন নো ফিল্টার ডে ৷ মেকআপ না থাকলেও তাঁর মুখে ছিল এক গাল হাসি ৷ মজা করে কখনও চোখ বন্ধ করছেন, আবার খুলছেন ৷ আর হাতে রয়েছে ভিকট্রি সাইন ৷ অর্থাত্ বিজয়ের বার্তা ৷
তিনি যে বরাবর নিজের শর্তে বাঁচেন, এই ভিডিয়োতে আবারও তা বুঝিয়ে দিলেন নুসরত জাহান ৷ তাঁর এই পোস্টও পজিটিভ বার্তা বহন করে বলে মত অনেকের ৷ অভিনেত্রীরা সাধারণত নিজেদের সবসময়ই মোহময়ী রূপে ভক্তদের সামনে তুলে ধরার চেষ্টা করেন ৷ তবে নুসরত যে ভাবে সম্পূর্ণ মেকআপ বর্জিত ফিল্টারবিহীন হবু মায়ের লুক প্রকাশ্যে আনলেন, তা প্রশংসার দাবি রাখে বলে মত নেটিজেনদের ৷
আরও পড়ুন: নিখিল-ত্রিধার পোস্টে আশ্চর্য মিল, নয়া সমীকরণ ?
মঙ্গলবারও নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বসিরহাটের সাংসদ ৷ সেখানেও তাঁকে এক গাল হাসতে দেখা গিয়েছে ৷ আর পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "চিকিত্সার থেকে অনেক সস্তা হাসি ৷" অর্থাৎ এই হাসি দিয়েই নুসরত জাহান তাঁকে নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্ক ও সমালোচনার অসুখ সারিয়ে ফেলার বার্তা দিয়েছেন বলে মত মেট নাগরিকদের ৷