ETV Bharat / sitara

চিকেনে চুল ? অস্বাস্থ্যকর ভাবে রান্না করে কটাক্ষের শিকার নুসরত - নুসরত জাহান ট্রোলড

ইনস্টাগ্রামে বিহারি স্টাইলে চিকেন রান্নার প্রক্রিয়া দেখাচ্ছিলেন নুসরত জাহান । তবে গোল বাঁধল একটা চুলে । রান্না চলাকালীন চিকেনে একটা চুলের সন্ধান পেলেন নেটিজেনরা । সমালোচিত অভিনেত্রী

nusrat jahan latest news
nusrat jahan latest news
author img

By

Published : Apr 1, 2020, 9:17 AM IST

কলকাতা : চেয়েছিলেন বাহবা কুড়োতে, কিন্তু হয়ে গেল বিপরীত । বিহারি স্টাইলে চিকেন রান্না করে সকলকে তাক লাগাতে চেয়েছিলেন নুসরত, তবে সেই চিকেনেই চুলের অস্তিত্ব পাওয়া গেল । আর তারপর থেকেই নুসরতের ইনস্টাগ্রাম পোস্টে একটার পর একটা বিরূপ মন্তব্য ।

লকডাউনের জেরে নুসরত-নিখিল এখন গৃহবন্দি । তাই হেঁশেলে বেশ অনেকটা সময় কাটাচ্ছেন অভিনেত্রী । কখনও বিরিয়ানি, কখনও ফ্রায়েড রাইস বা কখনও চিকেন, নিত্যনতুন রান্না করছেন নুসরত । সম্প্রতি বিহারি স্টাইলে চিকেন বানানোর প্রক্রিয়া দেখাচ্ছিলেন তিনি । সেটি নাকি তাঁর অন্যতম পছন্দের ও সহজ রেসিপি । তবে চিকেনের লেগ পিসের গায়ে দেখতে পাওয়া গেল একটি চুল ।

nusrat jahan latest news
নুসরতের পোস্ট..

অস্বাস্থ্যকর ভাবে রান্না করে নেটিজেনদের সমালোচনার শিকার হলেন নসুরত । তবে তাঁর ঘনিষ্ঠ বন্ধু মিমি চক্রবর্তী ও রুক্মিনী মৈত্র এই লোভনীয় ডিশ দেখে কমেন্ট না করে থাকতে পারেননি ।

একদিকে মিমি লিখেছেন, "ইয়ামি" তো অন্যদিকে রুক্মিনীর বক্তব্য, "ড্যাম, আমি এখনই তোমার বাড়ি যেতে চাই ।"

তবে জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন নুসরত । কখনও তাঁকে দেখা যাচ্ছে কালিঘাটে মাস্ক বিলি করতে তো কখনও তিনি আবার চেতলার বাজার পরিদর্শনে । মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 30 লক্ষ টাকা ও নিজের এক মাসের বেতন অনুদান দিয়েছেন নুসরত ।

কলকাতা : চেয়েছিলেন বাহবা কুড়োতে, কিন্তু হয়ে গেল বিপরীত । বিহারি স্টাইলে চিকেন রান্না করে সকলকে তাক লাগাতে চেয়েছিলেন নুসরত, তবে সেই চিকেনেই চুলের অস্তিত্ব পাওয়া গেল । আর তারপর থেকেই নুসরতের ইনস্টাগ্রাম পোস্টে একটার পর একটা বিরূপ মন্তব্য ।

লকডাউনের জেরে নুসরত-নিখিল এখন গৃহবন্দি । তাই হেঁশেলে বেশ অনেকটা সময় কাটাচ্ছেন অভিনেত্রী । কখনও বিরিয়ানি, কখনও ফ্রায়েড রাইস বা কখনও চিকেন, নিত্যনতুন রান্না করছেন নুসরত । সম্প্রতি বিহারি স্টাইলে চিকেন বানানোর প্রক্রিয়া দেখাচ্ছিলেন তিনি । সেটি নাকি তাঁর অন্যতম পছন্দের ও সহজ রেসিপি । তবে চিকেনের লেগ পিসের গায়ে দেখতে পাওয়া গেল একটি চুল ।

nusrat jahan latest news
নুসরতের পোস্ট..

অস্বাস্থ্যকর ভাবে রান্না করে নেটিজেনদের সমালোচনার শিকার হলেন নসুরত । তবে তাঁর ঘনিষ্ঠ বন্ধু মিমি চক্রবর্তী ও রুক্মিনী মৈত্র এই লোভনীয় ডিশ দেখে কমেন্ট না করে থাকতে পারেননি ।

একদিকে মিমি লিখেছেন, "ইয়ামি" তো অন্যদিকে রুক্মিনীর বক্তব্য, "ড্যাম, আমি এখনই তোমার বাড়ি যেতে চাই ।"

তবে জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন নুসরত । কখনও তাঁকে দেখা যাচ্ছে কালিঘাটে মাস্ক বিলি করতে তো কখনও তিনি আবার চেতলার বাজার পরিদর্শনে । মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 30 লক্ষ টাকা ও নিজের এক মাসের বেতন অনুদান দিয়েছেন নুসরত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.