ETV Bharat / sitara

খোলা পিঠের ছবি দিয়ে চূড়ান্ত সমালোচিত নুসরত - নুসরত জাহান ট্রোলড

"আমায় স্টাডি করে স্নাতক হতে পারবে না", নিন্দুকের মুখে এমনই মন্তব্য ছুড়ে দিলেন নুসরত জাহান । তবে তাতে কি আর থেমে থাকবেন তারা ? নুসরতের পিঠ খোলা ছবি দেখে সমালোচনায় মুখর নেটিজেনরা ।

nusrat jahan trolled
nusrat jahan trolled
author img

By

Published : Dec 13, 2020, 11:17 AM IST

কলকাতা : নুসরত জাহান আর ট্রোলিং যেন হাত ধরাধরি করে চলে । তিনি সোশাল মিডিয়ায় যা-ই পোস্ট করুন না কেন, তা নিয়ে একটা বিতর্ক হবেই ।

শুক্রবার রাতে ছবি আঁকার ভিডিয়ো শেয়ার করে নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছিলেন নুসরত । সেই রেশ কাটতে না কাটতেই ফের এক ধাক্কা ।

উন্মুক্ত পিঠের ছবি শেয়ার করেছেন নুসরত । লাল শাড়ি, লাল ব্যাকলেস চোলি আর সঙ্গে লাল অন্তর্বাস । মাথার চুল উঁচু করে বাঁধা, চোখে রোদচশমা । ইনস্টাগ্রামে যেন শীতের হালকা উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী ।

ছবিটি শেয়ার করে নুসরত লিখেছেন, "আমায় স্টাডি কোরো না,তুমি স্নাতক হতে পারবে না ।" ব্যাস এই পোস্ট দেখেই ক্ষেপেছেন নেটিজেনরা ।

কেউ লিখেছেন, "ধন্য পশ্চিমবঙ্গবাসী । এরকম ট্যালেন্টেড সাংসদ পেয়েছে !" তো কেউ লিখেছেন, "সাংসদের বেতন নিচ্ছেন মাসে 2.5 লাখ । জনগণের টাকা সব তো মডেলিং করেই ওড়াচ্ছেন ।"

দেখে নিন তাঁর পোস্ট...

কলকাতা : নুসরত জাহান আর ট্রোলিং যেন হাত ধরাধরি করে চলে । তিনি সোশাল মিডিয়ায় যা-ই পোস্ট করুন না কেন, তা নিয়ে একটা বিতর্ক হবেই ।

শুক্রবার রাতে ছবি আঁকার ভিডিয়ো শেয়ার করে নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছিলেন নুসরত । সেই রেশ কাটতে না কাটতেই ফের এক ধাক্কা ।

উন্মুক্ত পিঠের ছবি শেয়ার করেছেন নুসরত । লাল শাড়ি, লাল ব্যাকলেস চোলি আর সঙ্গে লাল অন্তর্বাস । মাথার চুল উঁচু করে বাঁধা, চোখে রোদচশমা । ইনস্টাগ্রামে যেন শীতের হালকা উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী ।

ছবিটি শেয়ার করে নুসরত লিখেছেন, "আমায় স্টাডি কোরো না,তুমি স্নাতক হতে পারবে না ।" ব্যাস এই পোস্ট দেখেই ক্ষেপেছেন নেটিজেনরা ।

কেউ লিখেছেন, "ধন্য পশ্চিমবঙ্গবাসী । এরকম ট্যালেন্টেড সাংসদ পেয়েছে !" তো কেউ লিখেছেন, "সাংসদের বেতন নিচ্ছেন মাসে 2.5 লাখ । জনগণের টাকা সব তো মডেলিং করেই ওড়াচ্ছেন ।"

দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.