ETV Bharat / sitara

Nusrat Jahan : বুদ্ধের বাণীতে শান্তি খুঁজতে গিয়ে কটাক্ষের শিকার নুসরত - pregnent nusrat

গৌতম বুদ্ধের ছবি ও বাণী ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান ৷ সেই পোস্টের কমেন্ট বক্স কটুক্তিতে ভরে যায় ৷

nusrat
nusrat
author img

By

Published : Jun 22, 2021, 10:54 PM IST

Updated : Jun 23, 2021, 2:51 AM IST

কলকাতা, 22 জুন : বুদ্ধদেবের বাণীর মাধ্যমে শান্তি খোঁজার চেষ্টা করছিলেন ৷ অন্তঃসত্ত্বা অবস্থায় নিজেকে শরীর ও মনকে শান্ত রাখার চেষ্টা করছিলেন ৷ তার জন্য ইনস্টাগ্রামে ব্যাপকভাবে ট্রোলের শিকার হলেন নুসরত জাহান (Nusrat Jahan) ৷ কারও মনে হল, তিনি নাটক করছেন ৷ কেউ আবার ধর্ম নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন ৷

সন্তান ধারণ ও বিয়ে নিয়ে প্রবল বিতর্কের মধ্যে রয়েছেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান ৷ শুধু আমজনতার কটাক্ষের শিকার হননি, বিয়ে নিয়ে লোকসভায় ভুল তথ্য দেওয়ায় নুসরতের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য ৷ সব মিলিয়ে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না নুসরতের ৷ সরাসরি মুখ না খুললেও ইনস্টাগ্রামে বিভিন্ন ছবি ও ক্যাপশনের মাধ্যমে না বলা কথা বারবার বোঝাতে চেয়েছেন ৷

ঠিক সেভাবে মঙ্গলবার বুদ্ধদেবের ছবি ও তাঁর বাণী পোস্ট করেন নুসরত ৷ বুদ্ধের বাণী ধার করে লেখেন, "এক হাজার যুদ্ধ জয়ের চেয়ে নিজেকে জয় করা ভাল । এতেই আপনার জিত । এই জয় আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না ৷ সে স্বর্গ থেকে আসা দূত হোক বা নরকের শয়তান ৷ " পোস্টটি দেখলে মনে হবে বুদ্ধের দেখানো পথে শান্তির খোঁজ করছেন তিনি ৷

আরও পড়ুন : Nusrat Jahan : ইচ্ছাকৃত ভুল তথ্য লোকসভাকে, নুসরতের বিরুদ্ধে পদক্ষেপের দাবি বিজেপি সাংসদের

কিন্তু শান্তি আর পেলেন কই ৷ পোস্টের কমেন্ট বক্স ভরে গেল কটুক্তিতে ৷ একজন লিখলেন, "আপনি হিপোক্রিট ৷" কারও মন্তব্য, "আবার নতুন নাটক শুরু করলে ৷" একজন তো ধর্ম নিয়ে নুসরতকে আক্রমণ করেছেন ৷ লেখেন, "গৌতম বুদ্ধের বাণী লিখতে পার ৷ অথচ কোরান বা হাদিস পোস্ট করতে পার না ৷" কারও মতে ইমোশনাল গেম খেলছেন অভিনেত্রী ৷

কলকাতা, 22 জুন : বুদ্ধদেবের বাণীর মাধ্যমে শান্তি খোঁজার চেষ্টা করছিলেন ৷ অন্তঃসত্ত্বা অবস্থায় নিজেকে শরীর ও মনকে শান্ত রাখার চেষ্টা করছিলেন ৷ তার জন্য ইনস্টাগ্রামে ব্যাপকভাবে ট্রোলের শিকার হলেন নুসরত জাহান (Nusrat Jahan) ৷ কারও মনে হল, তিনি নাটক করছেন ৷ কেউ আবার ধর্ম নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন ৷

সন্তান ধারণ ও বিয়ে নিয়ে প্রবল বিতর্কের মধ্যে রয়েছেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান ৷ শুধু আমজনতার কটাক্ষের শিকার হননি, বিয়ে নিয়ে লোকসভায় ভুল তথ্য দেওয়ায় নুসরতের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য ৷ সব মিলিয়ে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না নুসরতের ৷ সরাসরি মুখ না খুললেও ইনস্টাগ্রামে বিভিন্ন ছবি ও ক্যাপশনের মাধ্যমে না বলা কথা বারবার বোঝাতে চেয়েছেন ৷

ঠিক সেভাবে মঙ্গলবার বুদ্ধদেবের ছবি ও তাঁর বাণী পোস্ট করেন নুসরত ৷ বুদ্ধের বাণী ধার করে লেখেন, "এক হাজার যুদ্ধ জয়ের চেয়ে নিজেকে জয় করা ভাল । এতেই আপনার জিত । এই জয় আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না ৷ সে স্বর্গ থেকে আসা দূত হোক বা নরকের শয়তান ৷ " পোস্টটি দেখলে মনে হবে বুদ্ধের দেখানো পথে শান্তির খোঁজ করছেন তিনি ৷

আরও পড়ুন : Nusrat Jahan : ইচ্ছাকৃত ভুল তথ্য লোকসভাকে, নুসরতের বিরুদ্ধে পদক্ষেপের দাবি বিজেপি সাংসদের

কিন্তু শান্তি আর পেলেন কই ৷ পোস্টের কমেন্ট বক্স ভরে গেল কটুক্তিতে ৷ একজন লিখলেন, "আপনি হিপোক্রিট ৷" কারও মন্তব্য, "আবার নতুন নাটক শুরু করলে ৷" একজন তো ধর্ম নিয়ে নুসরতকে আক্রমণ করেছেন ৷ লেখেন, "গৌতম বুদ্ধের বাণী লিখতে পার ৷ অথচ কোরান বা হাদিস পোস্ট করতে পার না ৷" কারও মতে ইমোশনাল গেম খেলছেন অভিনেত্রী ৷

Last Updated : Jun 23, 2021, 2:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.