কলকাতা, 15 জানুয়ারি : দেশাত্মবোধ এবং ফুটবলের আবেগ দুইয়ের অমোঘ মিলনে কয়েকদিন আগেই মন মাতিয়েছিল 'গোলন্দাজ'৷ এবার ফের একবার বাংলায় হাজির হতে এমনই একটি পিরিয়ড ড্রামা ৷ রোহন ঘোষের 'মুক্তি'-র স্ট্রিমিং শুরু হতে চলেছে আগামী 26 জানুয়ারি। পৌষ পার্বণের দিনে হাজির হয়েছে এই সিরিজের ট্রেলার। ঋত্বিক চক্রবর্তীকে এখানে দেখা যাবে এক জেলারের চরিত্রে । তাঁর চরিত্রের নাম রামকিঙ্কর । তাঁর বিপরীতে রয়েছেন দিতিপ্রিয়া রায় । এ ছাড়াও আছেন অর্জুন চক্রবর্তী, চিত্রাঙ্গদা, চান্দ্রেয়ী ঘোষ, সুদীপ সরকার-সহ আরও অনেকে । সঙ্গীতের দায়িত্ব রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত । এবার এই ওয়েব সিরিজ নিজেদের মতামত ভাগ করে নিলেন ছবির কুশীলবরা (Actors Share their thought on upcoming web series Mukti) ৷
ট্রেলার মুক্তি নিয়ে বেশ আপ্লুত অর্জুন চক্রবর্তী । তিনি জানান, "এত ভাল একটা টিমের সঙ্গে কাজ করতে পারা আমার কাছে খুব সৌভাগ্যের ব্যাপার । অত্যন্ত স্ট্রং কাস্ট এবং ক্রু । গোটা টিমটা খুব ভাল এবং অভিজ্ঞ । খুব ভাল লেগেছে কাজটা করতে । যার প্রতিফলন দেখবেন 26 জানুয়ারি । ব্রিটিশ ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে গল্প 'মুক্তি'র । আমার মনে হয় এর থেকে ভাল দিন হতে পারে না 'মুক্তি'র স্ট্রিমিংয়ের জন্য । সবরকমভাবে আমরা স্বাধীন হতে চাই। সেই দিকটাও উঠে আসবে আমাদের 'মুক্তি'তে। ট্রেলারটাও আশা করি সকলের ভাল লাগবে ।"
'মুক্তি'তে অভিনয় প্রসঙ্গে দিতিপ্রিয়া রায় জানান, "জি ফাইভ আবার অনেকদিন পর বাংলা কনটেন্ট নিয়ে কাজ করল । জেলার রামকিঙ্কর অর্থাৎ ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে কাজ করেছি আমি । 26 জানুয়ারি আসছে 'মুক্তি' । যেহেতু এটা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে গল্প তাই এই দিনটি বেছে নেওয়া হয়েছে স্ট্রিমিংয়ের জন্য । এর থেকে ভাল দিন হতেই পারে না 'মুক্তি'র জন্য । আমি প্রথমবার ঋত্বিকদার সঙ্গে কাজ করেছি এটা আমার একটা বড় পাওয়া । খুব এক্সাইটেড ছিলাম আমি । উনি আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন । সব সিনই আমার ওঁর সঙ্গে ছিল । খুব মজা করে কাজটা করেছি । তখনকার মতো করে কথা বলতে হয়েছে আমাকে । তখনকার দিনে দাঁড়িয়েও বেশ স্বাধীনচেতা এবং উদারমনা একটি চরিত্র আমার । জেল নিয়ে এই মেয়েটির মনে অনেক প্রশ্ন । আছে আরও অনেক ঘটনার ঘনঘটা । দেখতে হবে তাই 'মুক্তি'।"
আরও পড়ুন: আসছে নতুন ওয়েব সিরিজ সার্চ, পৌষ পার্বণে এল ট্রেলার
'ফ্যাট ফিশ এন্টারটেনমেন্ট'-এর প্রযোজনায় "ভিন্ন মত এক পথ"-- এই ট্যাগলাইন নিয়ে ২৬ জানুয়ারি আসছে 'মুক্তি'। এর আগে বাঙালি দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল 'এগারো', 'গোলন্দাজ'-এর মত ছবিগুলি স্বাধীনতার আবেগ এবং বাংলার আবেগ ফুটবলকে একসঙ্গে মিলিয়ে দিতে সক্ষম হয়েছিলেন পরিচালকরা ৷ একই কাজ করতে পারবে কি মুক্তি? উত্তর মিলবে 26 জানুয়ারি ৷