ETV Bharat / sitara

রিয়েলিটি শোয়ের মাধ্যমে বদলার গল্প বলবে 'নেটওয়ার্ক' - rini

সামনে এল সপ্তাশ্ব বসু পরিচালিত 'নেটওয়ার্ক' ছবির ট্রেলার। গল্পের আদ্য়োপান্ত একটি রিভেঞ্জ স্টোরি। ট্রেলারে তেমই ঝলক পাওয়া গেছে।

ট্রেলার লঞ্চে
author img

By

Published : May 14, 2019, 10:25 AM IST

কলকাতা : ETV Bharat-কে দেওয়া সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ্যায় বলেছিলেন, 'নেটওয়ার্ক' তাঁর করা অন্য়তম সেরা একটি ছবি। গতকাল ট্রেলার সামনে আসার পর দর্শকও সে কথাই বলতে শুরু করেছেন। কারণ, প্রায় অনেকদিন পর ফের একবার শাশ্বতকে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখা যাবে।

গতকাল ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রিনি ঘোষ, ইন্দ্রজিৎ মজুমদার, অনিন্দ্য চ্য়াটার্জি ও সপ্তাশ্ব বসু। ছবির প্রসঙ্গে সব্যসাচী বলেন, "আমার চরিত্রটা একজন প্রযোজকের। অনির্বাণ চক্রবর্তী। অভিজিৎ গাঙ্গুলি, শাশ্বত করছে। এবার একটা কনসেপ্ট নিয়ে ঝামেলা হয়। ওর ও আমার কনসেপ্ট মিলে যায়। পরে দেখা যায় আমি সেটা চুরি করেছি। আর তার জন্য ও বদলা নেয়। কীভাবে বদলা নেয় সেটা ছবি দেখলে বোঝা যাবে।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রিনি ছবির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। সেই প্রসঙ্গে রিনি জানালেন তিনি খুবই এক্সাইটেড ছবির জন্য। ছবি তৈরির অভিজ্ঞতা শেয়ার করে নিলেন। কী বললেন, দেখুন ভিডিয়োয়।

ট্রেলার লঞ্চে

কলকাতা : ETV Bharat-কে দেওয়া সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ্যায় বলেছিলেন, 'নেটওয়ার্ক' তাঁর করা অন্য়তম সেরা একটি ছবি। গতকাল ট্রেলার সামনে আসার পর দর্শকও সে কথাই বলতে শুরু করেছেন। কারণ, প্রায় অনেকদিন পর ফের একবার শাশ্বতকে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখা যাবে।

গতকাল ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রিনি ঘোষ, ইন্দ্রজিৎ মজুমদার, অনিন্দ্য চ্য়াটার্জি ও সপ্তাশ্ব বসু। ছবির প্রসঙ্গে সব্যসাচী বলেন, "আমার চরিত্রটা একজন প্রযোজকের। অনির্বাণ চক্রবর্তী। অভিজিৎ গাঙ্গুলি, শাশ্বত করছে। এবার একটা কনসেপ্ট নিয়ে ঝামেলা হয়। ওর ও আমার কনসেপ্ট মিলে যায়। পরে দেখা যায় আমি সেটা চুরি করেছি। আর তার জন্য ও বদলা নেয়। কীভাবে বদলা নেয় সেটা ছবি দেখলে বোঝা যাবে।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রিনি ছবির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। সেই প্রসঙ্গে রিনি জানালেন তিনি খুবই এক্সাইটেড ছবির জন্য। ছবি তৈরির অভিজ্ঞতা শেয়ার করে নিলেন। কী বললেন, দেখুন ভিডিয়োয়।

ট্রেলার লঞ্চে
Intro:মুক্তি পেল শাশ্বত সব্যসাচী অভিনীত নেটওয়ার্ক ছবির ট্রেলার

অমিত চক্রবর্তী,কলকাতা:অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় তার নতুন ছবি নেটওয়ার্কে কাজ করতে গিয়ে বলেছিলেন এই ছবিতে অভিনয় তার জীবনের অন্যতম কঠিন ও চ্যালেঞ্জিং একটি কাজ। আর আজ সেই চ্যালেঞ্জিং কাজের একটা নমুনা দর্শকদের সামনে ট্রেইলার হিসেবে উন্মোচিত হলো। এদিনের নেটওয়াক ছবির ট্রেলার লঞ্চ উপলক্ষে উপস্থিত হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী,রিণি ঘোষ, ইন্দ্রজিৎ মজুমদার,অনিন্দ্য চ্যাটার্জি ও পরিচালক সপ্তাশ্ব বসু। ছবিটি আগামী ২১ শে জুন দর্শকদের জন্য বড় পর্দায় আসতে চলেছে।


Body:তার জীবনের অন্যতম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় প্রসঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় জানালেন, নিজের কাজের ট্রেলার লঞ্চ কার না দেখতে ভালো লাগে। কিন্তু এখন আমি সিনেমাটা দেখার জন্য মুখিয়ে রয়েছি কার কেমন লাগে। গল্পটা যেমন ভালো ট্রেলার তাও খুব ভালো হয়েছে। এটা আমার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং একটা কাজ। কারণ এই চরিত্রের মধ্যে অনেক গুলি সেড রয়েছে, সবটা এখনই বলতে চাই না বললে মজাটাই নষ্ট হয়ে যাবে।

অভিনেতা সব্যসাচী চক্রবর্তী জানালেন, আমার চরিত্রের নাম অনির্বাণ চক্রবর্তী। যিনি খুব বড় মাপের স্বীকৃত একজন প্রযোজক। তিনি একটা নতুন ছবির কাজ শুরু করে যেখানে পরিচালক অভিজিৎ গাঙ্গুলী (শাশ্বত চট্টোপাধ্যায়) সঙ্গে আমার ঝামেলা হয়। কারণ তিনি অভিযোগ করেন আমি তার গল্প নিয়েছি এবং আমি বলি যে এটা আমার গল্প। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়,আমি ওর গল্পটা নিয়েছি যার পর ও একটা বদলা নেয় কিভাবে বদলা নেয় সেটা জানতে ছবিটি দেখতে হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.