কলকাতা : এই মুহূর্তে কলকাতায় রয়েছেন পরিচালক অনুভব সিনহা । সেখানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় তাঁর । এরপর সোশাল মিডিয়ায় প্রসেনজিৎকে 'তরুণ প্রতিভা' বলে উল্লেখ করেন তিনি । আর তারপরই নেটিজ়েনদের ট্রোলের শিকার হতে হয় তাঁকে ।
26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুভবকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে সত্যজিৎ রায়ের স্মরণে বক্তৃতা দেন তিনি । এরপর সেখানেই তাঁর সঙ্গে দেখা হয়েছিল প্রসেনজিতের ।
আর প্রসেনজিতের পাশে দাঁড়িয়ে হাসি মুখে একটি ছবি তোলেন অনুভব । এরপর তা পোস্ট করেন ইনস্টাগ্রামে । সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এক তরুণ প্রতিভার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ।" আর সেই ছবি ট্যাগ করেন প্রসেনজিৎকে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবির এই ক্যাপশন দেখার পরই অনুভবের উপর বেজায় চটে যান নেটিজ়েনরা । তাঁদের মধ্যে একজন লেখেন, "উনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ।" আরও একজন লেখেন, "উনি বাংলা সিনেমার অনিল কাপুর ।" আবার কেউ লেখেন, "উনি কোনও তরুণ প্রতিভা নন । 30 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি । উনি টলিউডের কিংবদন্তি অভিনেতা ।"
তবে নেটিজ়েনদের এই কথা শুনে মেজাজ হারাননি অনুভব । বরং মজার ছলে তিনি বলেন, "প্রসেনজিতের সম্পর্কে বলার জন্য অনেক ধন্যবাদ ।"
মজা করতে পিছপা হননি প্রসেনজিৎও । ছবির কমেন্ট বক্সে তিনি লেখেন, "স্যার আমি আপনাকে আমার প্রোফাইল ও শো-রিল পাঠাচ্ছি ।" আর এই কমেন্টের সঙ্গে হাসির ইমোজি জুড়ে দেন তিনি ।