হায়দরাবাদ, 31 জানুয়ারি : নওয়াজউদ্দিন সিদ্দিকি এমন একজন অভিনেতা, যিনি বইয়ের পাতায় লেখা যেকোনও চরিত্রকে জীবন্ত করে তুলতে পারেন তাঁর অসামান্য প্রতিভা দিয়ে ৷ পর্দায় তিনি একজন জাদুকর বললেও বোধহয় ভুল বলা হয় না ৷ তবে এবার তাঁর নতুন ছবি 'টিকু ওয়েডস শেরু'তে নিজের রূপে বড়সড় বদল আনতে চলেছেন নওয়াজ ৷ কঙ্গনা রানওয়াতের প্রযোজনায় মুক্তি পেতে চলা এই ছবিতে নওয়াজকে দেখা যাবে শেরুর চরিত্রে ৷ যদিও নতুন চরিত্র কেমন হতে চলেছে তা এখনও সেভাবে জানা যায়নি ৷ তবে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নওয়াজের একটি নতুন লুক সামনে এনেছেন কঙ্গনা ৷
তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নওয়াজের যে লুক তুলে ধরেছেন কঙ্গনা তাতে দেখা যায়, নওয়াজের পোশাক ছেলেদের নয় বরং মেয়েদের মত (Nawazuddin Siddiqui dressed as woman ) ৷ সোনালী লেহেঙ্গা, মাথায় মুকুট এবং কাঁধ অবধি চুল সব মিলিয়ে অভিনেতার আসল রূপ চেনাই দায় ৷ এই ছবিটি পরিচালনা করতে চলেছেন সাই কবির এবং প্রযোজনা করতে চলেছে কঙ্গনার প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মস ৷
আরও পড়ুন: নিজের পুরোন ছবি পোস্ট করে নেটিজেনদের ধন্ধে ফেলে দিলেন বিগ বি
মণিকর্ণিকা ফিল্মসের জন্য এটাই প্রথম ডিজিটাল ভেঞ্চার ৷ কারণ এই ছবি রিলিজ করতে চলেছে আমাজন প্রাইমে ৷ আপাতত শুধু এটুকুই জানা গিয়েছে 'টিকু ওয়েডস শেরু' একধরণের ডার্ক কমিডি এবং এই ছবির হাত ধরেই ছবিতে মুখ্য চরিত্রে অভিষেক হতে চলেছে 'আলাদিন' ধারাবাহিক খ্যাত অবনীত কৌরের ৷