মুম্বই, 9 মার্চ: বডি-শেমিং-এ বারবার ক্ষতবিক্ষত করা হয়েছে অভিনেত্রী বিদ্যা বালানকে ৷ তাঁর স্থূলতাকে কটাক্ষ করে বিভিন্ন সময়ে সরব হয়েছেন নেটিজেনরা ৷ তবে সে সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বারবারই নারীদের বডি পজ়িটিভিটির বার্তা তুলে ধরেছেন বলিউডের "বেগমজান" ৷ তবে তাঁর যে এই সংক্রান্ত অভিজ্ঞতা খুব সুখকর নয়, তা জানালেন অভিনেত্রী ৷
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি শেয়ার করেছেন নিজের মনের কথা ৷ দিব্যা বলেন, "দীর্ঘ সময় আমি আমার শরীরকে ঘৃণা করেছি ৷" তবে সেই ভাবনা থেকে যে তিনি এখন অনেক দূরে হেঁটে এসেছেন তা বোঝা গেল দিব্যার কথায়৷ তিনি বলেন "আমি যা করেছি, সেটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ ৷ যা করেছি জনসমক্ষে করেছি এবং এমন একটা সময়ে সেটা করেছি যেটা সেই সময় করা অত্যন্ত কঠিন ছিল ৷ আমি একটা নন-ফিল্মি পরিবার থেকে এসেছিলাম ৷ জীবনের এই অধ্যায়গুলি যে চিরকালীন হয় না, এটা বলে দেওয়ার মতো আমার কেউ ছিল না ৷ আমার ওজনের বিষয়টা জাতীয় বিষয় হয়ে উঠল ৷ আমি সবসময়ই একটা মোটা মেয়ে ছিলাম ৷ এটা বলছি না যে, এখন আমার ওজন কমল নাকি বাড়ল, তা নিয়ে আমি কিছু ভাবি না ৷ তবে আমি দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি ৷"
আরও পড়ুন: শিশুদের উপর যৌন হেনস্থা বন্ধ হোক, শিশুদিবসে সরব বিদ্যা
একটা সময়ে নিজের উপর রেগে যেতেন, আর এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন ৷ বিদ্যা জানালেন, "আমার সারা জীবন হরমোনাল সমস্যা রয়েছে ৷ দীর্ঘ সময় আমি নিজের শরীরকে ঘৃণা করেছি ৷ ভেবেছিলাম শরীর আমাকে ঠকিয়েছে ৷ আমাকে যাতে সেরা দেখায়, সেই নিয়ে আমি তখন খুব চাপে থাকতাম ৷ আর নিজের উপর রেগে যেতাম ৷ হতাশ হয়ে যেতাম ৷"
তবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জানালেন, "কিছুদিন পর থেকেই আমি নিজেকে ভালোবাসতে শুরু করলাম, নিজেকে মেনে নিতে শুরু করলাম ৷ তখনই মানুষের কাছে বেশি অ্যাকসেপটেবল হয়ে উঠলাম ৷ সবাই আমায় ভালোবাসতে লাগল ৷ আমার প্রশংসা করতে শুরু করল ৷"
পরিণীতা খ্যাত বিদ্যা ডার্টি পিকচার, কাহানি, ভুলভুলাইয়া, মিশন মঙ্গল, লগে রহো মুন্নাভাইয়ের মতো আরও নানা হিট ফিল্মে অভিনয় করেছেন ৷ শেষ তাঁকে দেখা গিয়েছিল শকুন্তলা দেবীতে ৷