ETV Bharat / sitara

"এক ফ্রেমে বন্দী আমার জীবন", রাজ-ইউভানের নতুন ছবিতে মন্তব্য শুভশ্রীর - yuvaan new photo

সম্প্রতি ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে কাটানো মুহূর্তের একটি নতুন ছবি পোস্ট করেছেন রাজ । যদিও ছবির ক্যাপশনে কিছুই লেখেননি তিনি । শুধুমাত্র একটা হার্ট ইমোজি দিয়েছেন ।

asd
asd
author img

By

Published : Nov 11, 2020, 10:51 AM IST

Updated : Nov 11, 2020, 4:09 PM IST

কলকাতা : এখন ইউভানকে নিয়েই দিন কেটে যাচ্ছে রাজ ও শুভশ্রীর । যতক্ষণ বাড়িতে থাকছেন ততক্ষণ ছেলের সঙ্গে দুষ্টুমি ও খুনসুটিতেই মেতে থাকছেন পরিচালক । আর মাঝে মধ্যেই সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করে রেখে তা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন এই তারকা দম্পতি । সম্প্রতি ইনস্টাগ্রামে ইউভানের নতুন ছবি পোস্ট করেন রাজ ।

ছবিতে ছেলের পায়ের কাছে মুখ নিয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছে রাজকে । ছেলের আলতো পায়ের ছোঁয়া উপভোগ করছেন তিনি । যদিও এই ছবিতে ইউভানের মুখ দেখা যায়নি ।

এই ছবির ক্যাপশনে কিছুই লেখেননি রাজ । শুধুমাত্র একটা হার্ট ইমোজি দিয়েছেন । অবশ্য এই ছবির ক্যাপশন আর কী বা হতে পারে । এক কথায় মন ভালো করা ছবি । ইনস্টাগ্রাম স্টোরিতেও ওই একই ছবি পোস্ট করেন পরিচালক । যদিও সাদা-কালোতে সেই ছবি পোস্ট করেন তিনি ।

asd
রাজের ইনস্টাগ্রাম স্টোরি

আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সেখানে কমেন্ট করেন শুভশ্রী । স্বামী ও পুত্রের এই ছবি দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি । আর তারই বহিঃপ্রকাশ হয়েছে তাঁর কমেন্টে । লেখেন, "ওলেবাবালে"। এছাড়াও হার্ট ও হাসির ইমোজি দিয়ে ছবিতে কমেন্ট করেছেন অনুরাগীরা ।

এরপর ওই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে পোস্ট করেন শুভশ্রী । ছবির ক্যাপশনে লেখেন, "এক ফ্রেমে বন্দী আমার জীবন"।

asd
শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি

রাজের প্রতিদিন সকালটা এভাবেই কাটে । সময় পেলেই ছেলের সঙ্গে খেলা করেন তিনি । আর সেই সব মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন ।

কাজের দিক থেকে এখন আপকামিং ছবি 'হাবজি-গাবজি' নিয়ে ব্যস্ত রাজ । ক্রিসমাসেই মুক্তি পাবে এই ছবি ।

কলকাতা : এখন ইউভানকে নিয়েই দিন কেটে যাচ্ছে রাজ ও শুভশ্রীর । যতক্ষণ বাড়িতে থাকছেন ততক্ষণ ছেলের সঙ্গে দুষ্টুমি ও খুনসুটিতেই মেতে থাকছেন পরিচালক । আর মাঝে মধ্যেই সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করে রেখে তা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন এই তারকা দম্পতি । সম্প্রতি ইনস্টাগ্রামে ইউভানের নতুন ছবি পোস্ট করেন রাজ ।

ছবিতে ছেলের পায়ের কাছে মুখ নিয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছে রাজকে । ছেলের আলতো পায়ের ছোঁয়া উপভোগ করছেন তিনি । যদিও এই ছবিতে ইউভানের মুখ দেখা যায়নি ।

এই ছবির ক্যাপশনে কিছুই লেখেননি রাজ । শুধুমাত্র একটা হার্ট ইমোজি দিয়েছেন । অবশ্য এই ছবির ক্যাপশন আর কী বা হতে পারে । এক কথায় মন ভালো করা ছবি । ইনস্টাগ্রাম স্টোরিতেও ওই একই ছবি পোস্ট করেন পরিচালক । যদিও সাদা-কালোতে সেই ছবি পোস্ট করেন তিনি ।

asd
রাজের ইনস্টাগ্রাম স্টোরি

আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সেখানে কমেন্ট করেন শুভশ্রী । স্বামী ও পুত্রের এই ছবি দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি । আর তারই বহিঃপ্রকাশ হয়েছে তাঁর কমেন্টে । লেখেন, "ওলেবাবালে"। এছাড়াও হার্ট ও হাসির ইমোজি দিয়ে ছবিতে কমেন্ট করেছেন অনুরাগীরা ।

এরপর ওই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে পোস্ট করেন শুভশ্রী । ছবির ক্যাপশনে লেখেন, "এক ফ্রেমে বন্দী আমার জীবন"।

asd
শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি

রাজের প্রতিদিন সকালটা এভাবেই কাটে । সময় পেলেই ছেলের সঙ্গে খেলা করেন তিনি । আর সেই সব মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন ।

কাজের দিক থেকে এখন আপকামিং ছবি 'হাবজি-গাবজি' নিয়ে ব্যস্ত রাজ । ক্রিসমাসেই মুক্তি পাবে এই ছবি ।

Last Updated : Nov 11, 2020, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.