ETV Bharat / sitara

আবুল বাশারের কাহিনি সেলুলয়েডে, মুক্তি পেল 'সিতারা'

আশিষ রায় পরিচালিত নতুন বাংলা ছবি 'সিতারা'। আবুল বাশারের 'ভোরের প্রসূতি' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। গতকাল দক্ষিণ কলকাতার বিজলী সিনেমা হলে হয়ে গেল ছবিটির প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা, সঙ্গে ছিল ETV ভারত সিতারাও।

সিতারা
author img

By

Published : Jul 20, 2019, 2:44 PM IST

কলকাতা : এক বাংলাদেশি গৃহবধূ অনৈতিক ভাবে বর্ডার পেরিয়ে ভারতে আসে। জড়িয়ে পড়ে দেহব্যবসায়। তবে এক গৃহবধূর কেন এই পরিণতি? সেটা জানতে হলে দেখতে হবে 'সিতারা'।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এম.নাসার, রাইমা সেন, সুব্রত দত্ত প্রমুখ, মেঘনা নাইডু। আপাতত বাংলা মুক্তি পেলেও পরে তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি।

দেখে নিন প্রিমিয়ারের দৃশ্য...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : এক বাংলাদেশি গৃহবধূ অনৈতিক ভাবে বর্ডার পেরিয়ে ভারতে আসে। জড়িয়ে পড়ে দেহব্যবসায়। তবে এক গৃহবধূর কেন এই পরিণতি? সেটা জানতে হলে দেখতে হবে 'সিতারা'।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এম.নাসার, রাইমা সেন, সুব্রত দত্ত প্রমুখ, মেঘনা নাইডু। আপাতত বাংলা মুক্তি পেলেও পরে তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি।

দেখে নিন প্রিমিয়ারের দৃশ্য...

দেখে নিন ভিডিয়ো...
Intro:মুক্তি পেল নতুন বাংলা ছবি সিতারা


আমিত চক্রবর্তী,কলকাতা: মুক্তি পেল আশিষ রায় পরিচালিত নতুন বাংলা ছবি সিতারা। আবুল বাশার এর উপন্যাস ভোরের প্রস্তুতি অবলম্বনে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। যেখানে প্রধানত দেখানো হয়েছে বাংলাদেশী এক গৃহবধূ কিভাবে অনৈতিক ভাবে ভারতের সীমানা অতিক্রম করে এই দেশে প্রবেশ করে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নাসার,রাইমা সেন, সুব্রত দত্ত, মেঘনা নাইডু, জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু ও মাসুদা আক্তার। আজ ছবির প্রিমিয়ার শো উপলক্ষে দক্ষিণ কলকাতা বিজলী সিনেমা উপস্থিত ছিলেন ছবির অভিনেতা সুব্রত দত্ত ,পরিচালক আশিষ রায় ,অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। বাংলার পাশাপাশি ছবিটি আগামী দিনে তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পেতে চলেছে।


Body:ভিডিও কফি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.