ETV Bharat / sitara

ইউভানের জন্য উপহার পাঠালেন মিমি - raj chakraborty son yuvaan

মিমির পাঠানো সেই উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন শুভশ্রী । কী নেই ওই গিফট কিটে ! নীল রঙের জামা, টাওয়েল, টেডি বিয়ার থেকে শুরু করে বেবি পাউডার, ক্রিম, খেলনা আরও কত কী ।

asd
AS
author img

By

Published : Oct 1, 2020, 11:41 PM IST

কলকাতা : ইউভানের জন্মের পর শুভশ্রীকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন মিমি চক্রবর্তী । আর এবার ইউভানের জন্য বিশেষ উপহার পাঠালেন তিনি । আর সেই ছবি পোস্ট করে মিমিকে ধন্যবাদ জানানলেন শুভশ্রী ।

একটা সময় রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ছিল মিমির । তা নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল টলি পাড়ায় । সেই সম্পর্ক অনেকদিন আগেই চুকে গিয়েছে । পুরোটাই এখন অতীত । তারপর অবশ্য রাজ নিজের জীবনকে শুভশ্রীর সঙ্গে গুছিয়ে নিয়েছেন । সুখে সংসার করছেন । সম্প্রতি দুই থেকে তিন হয়েছেন তাঁরা । তবে পুরোনো বিষয়গুলি এখন আর মনে রাখতে চান না কেউই । আর তাই ইউভানের জন্য বিশেষ উপহার পাঠিয়ে দিয়েছেন মিমি ।

মিমির পাঠানো সেই উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন শুভশ্রী । কী নেই ওই গিফট কিটে ! সদ্যজাতের ব্যবহারের জন্য নীল রঙের জামা, টাওয়েল, টেডি বিয়ার থেকে শুরু করে বেবি পাউডার, ক্রিম, খেলনা আরও কত কী ।

এই ছবির ক্যাপশনে শুভশ্রী লেখেন, "ইউভান বলছে খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ মিমি ।"

sdf
মিমিকে ধন্যবাদ শুভশ্রীর

এরপর সেই ছবির নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন মিমি । সেখানে শুভশ্রীকে ট্যাগ করে চুম্বন ও অনেকগুলো হার্ট ইমোজি যোগ করে ইউভানের নাম লেখেন মিমি ।

কলকাতা : ইউভানের জন্মের পর শুভশ্রীকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন মিমি চক্রবর্তী । আর এবার ইউভানের জন্য বিশেষ উপহার পাঠালেন তিনি । আর সেই ছবি পোস্ট করে মিমিকে ধন্যবাদ জানানলেন শুভশ্রী ।

একটা সময় রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ছিল মিমির । তা নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল টলি পাড়ায় । সেই সম্পর্ক অনেকদিন আগেই চুকে গিয়েছে । পুরোটাই এখন অতীত । তারপর অবশ্য রাজ নিজের জীবনকে শুভশ্রীর সঙ্গে গুছিয়ে নিয়েছেন । সুখে সংসার করছেন । সম্প্রতি দুই থেকে তিন হয়েছেন তাঁরা । তবে পুরোনো বিষয়গুলি এখন আর মনে রাখতে চান না কেউই । আর তাই ইউভানের জন্য বিশেষ উপহার পাঠিয়ে দিয়েছেন মিমি ।

মিমির পাঠানো সেই উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন শুভশ্রী । কী নেই ওই গিফট কিটে ! সদ্যজাতের ব্যবহারের জন্য নীল রঙের জামা, টাওয়েল, টেডি বিয়ার থেকে শুরু করে বেবি পাউডার, ক্রিম, খেলনা আরও কত কী ।

এই ছবির ক্যাপশনে শুভশ্রী লেখেন, "ইউভান বলছে খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ মিমি ।"

sdf
মিমিকে ধন্যবাদ শুভশ্রীর

এরপর সেই ছবির নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন মিমি । সেখানে শুভশ্রীকে ট্যাগ করে চুম্বন ও অনেকগুলো হার্ট ইমোজি যোগ করে ইউভানের নাম লেখেন মিমি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.