ETV Bharat / sitara

বড়দিনের সকালেই মুক্তি পেল মিমির নতুন গান - মিমির নতুন গান

আজ সকালে নিজের ইউটিউব চ্যানেলে পরবর্তী রবীন্দ্রসংগীত 'তোমার খোলা হাওয়া' রিলিজ় করেন মিমি ।

asd
asd
author img

By

Published : Dec 25, 2020, 11:02 AM IST

কলকাতা : বড়দিনের সকালেই অনুরাগীদের উপহার দিলেন মিমি চক্রবর্তী । মুক্তি পেল তাঁর পরবর্তী রবীন্দ্রসংগীত 'তোমার খোলা হাওয়া'।

কথা ছিল এই গান মুক্তি পাবে 27 ডিসেম্বর । কিন্তু, গানের টিজ়ার মুক্তির পর তার প্রতি অনুরাগীদের ভালোবাসা দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন মিমি । ইনস্টাগ্রামে সেকথা জানিয়েছিলেন তিনি । আর সেই মতোই আজ সকালে মুক্তি পায় 'তোমার খোলা হাওয়া' গানটি । এই গানের ভিডিয়োর শুটিং করা হয়েছে সুন্দরবনের মৌসুনি দ্বীপে । ড্রোনের সাহায্যেই শুটিং করা হয়েছে বলে জানা গিয়েছে ।

asd
.

নিজের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ় করেন মিমি । আর গান মুক্তির কয়েক মিনিট পরই সেখানে কমেন্ট করতে শুরু করেন অনুরাগীরা । প্রশংসায় ভরে যায় ইউটিউবের কমেন্ট বক্স ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : মুক্তি পেল মিমির পরবর্তী রবীন্দ্রসংগীতের টিজ়ার

অভিনয়ের পাশাপাশি মিমি যে গানটাও খুবই পছন্দ করে তা সবারই জানা । আগেই মুক্তি পেয়েছিল তাঁর ইউটিউব চ্যানেল । এখনও পর্যন্ত সেখানে তাঁর পাঁচটি সিঙ্গলস মুক্তি পেয়েছে । যেগুলির মধ্যে ‘অনজানা’, ‘পল’, ‘পরী হু ম্যায়’ অন্যতম । ইস্তানবুলে এগুলির শুট করেছিলেন মিমি ।

এরপর লকডাউনের পরই মিমির গলায় শোনা গিয়েছিল ‘আমার পরান যাহা চায়’ রবীন্দ্রসংগীতটি । আর আজ মুক্তি পেল তাঁর পরবর্তী রবীন্দ্রসংগীত 'তোমার খোলা হাওয়া'।

কলকাতা : বড়দিনের সকালেই অনুরাগীদের উপহার দিলেন মিমি চক্রবর্তী । মুক্তি পেল তাঁর পরবর্তী রবীন্দ্রসংগীত 'তোমার খোলা হাওয়া'।

কথা ছিল এই গান মুক্তি পাবে 27 ডিসেম্বর । কিন্তু, গানের টিজ়ার মুক্তির পর তার প্রতি অনুরাগীদের ভালোবাসা দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন মিমি । ইনস্টাগ্রামে সেকথা জানিয়েছিলেন তিনি । আর সেই মতোই আজ সকালে মুক্তি পায় 'তোমার খোলা হাওয়া' গানটি । এই গানের ভিডিয়োর শুটিং করা হয়েছে সুন্দরবনের মৌসুনি দ্বীপে । ড্রোনের সাহায্যেই শুটিং করা হয়েছে বলে জানা গিয়েছে ।

asd
.

নিজের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ় করেন মিমি । আর গান মুক্তির কয়েক মিনিট পরই সেখানে কমেন্ট করতে শুরু করেন অনুরাগীরা । প্রশংসায় ভরে যায় ইউটিউবের কমেন্ট বক্স ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : মুক্তি পেল মিমির পরবর্তী রবীন্দ্রসংগীতের টিজ়ার

অভিনয়ের পাশাপাশি মিমি যে গানটাও খুবই পছন্দ করে তা সবারই জানা । আগেই মুক্তি পেয়েছিল তাঁর ইউটিউব চ্যানেল । এখনও পর্যন্ত সেখানে তাঁর পাঁচটি সিঙ্গলস মুক্তি পেয়েছে । যেগুলির মধ্যে ‘অনজানা’, ‘পল’, ‘পরী হু ম্যায়’ অন্যতম । ইস্তানবুলে এগুলির শুট করেছিলেন মিমি ।

এরপর লকডাউনের পরই মিমির গলায় শোনা গিয়েছিল ‘আমার পরান যাহা চায়’ রবীন্দ্রসংগীতটি । আর আজ মুক্তি পেল তাঁর পরবর্তী রবীন্দ্রসংগীত 'তোমার খোলা হাওয়া'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.