ETV Bharat / sitara

200টি পরিবারকে ইফতারের সামগ্রী মিমির, ভিডিয়ো কলে কথা - mimi chakraborty extends her hands

সোনারপুরের 200 টিরও বেশি পরিবারের কাছে ইফতারের সামগ্রী পৌঁছে দেন মিমি । ভিডিয়ো কলের মাধ্যমে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : May 2, 2020, 7:07 PM IST

কলকাতা : আরবি ক্যালেন্ডার মতে 25 মার্চ থেকে শুরু হয়েছে রমজানের মাস । একমাস ধরে চলবে প্রার্থনা ও উপবাস । এ বছর মসজিদে না গিয়ে বাড়িতেই সবাইকে নমাজ পড়ার অনুরোধ করা হয়েছে সরকারের তরফে । আর এই সময় নিজের লোকসভা কেন্দ্রের ইসলাম ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । সামাজিক দূরত্ব বজায় রেখে একটি ভিডিয়োতে সবাইকে রমজান পালনের বার্তা দেন তিনি ।

sdf
ভিডিয়ো কলের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন মিমি

সোনারপুরের 200 টিরও বেশি পরিবারের কাছে ইফতারের সামগ্রী পৌঁছে দেন মিমি । ভিডিয়ো কলের মাধ্যমে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি । শোনেন তাঁদের সমস্যার কথাও । এমনকী, যে কোনও দরকারে পাশে থাকার আশ্বাসও দেন তিনি ।

g
ভিডিয়ো কলের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন মিমি

ভিডিয়ো কলের মাধ্যমে মিমির অফিসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে তাঁর কথা বলিয়ে দেন । ভিডিয়োতে মিমি তাঁদের বলেন, "এই সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । আমি এটাই বলব, বাড়ির ভেতরে থাকুন, সুস্থ থাকুন এই রমজান মাসে । আগের বছর আপনাদের সঙ্গে এই সময়টায় ইফতার করেছিলাম । বিভিন্ন জায়গায় গিয়েছিলাম । কিন্তু, এই সময়টা খুব কঠিন । এই বছরটা একটা নতুন রূপ নিয়ে এসেছে । আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি । সেই যুদ্ধের নাম হল কোরোনা ভাইরাস । কিন্তু, আমার বিশ্বাস, এই সময় যদি সরকারের কথা মেনে চলি, বাড়ির ভিতরে থাকি, তাহলে এই যুদ্ধ আমরা খুব শিগগিরই জয় করতে পারব ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : আরবি ক্যালেন্ডার মতে 25 মার্চ থেকে শুরু হয়েছে রমজানের মাস । একমাস ধরে চলবে প্রার্থনা ও উপবাস । এ বছর মসজিদে না গিয়ে বাড়িতেই সবাইকে নমাজ পড়ার অনুরোধ করা হয়েছে সরকারের তরফে । আর এই সময় নিজের লোকসভা কেন্দ্রের ইসলাম ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । সামাজিক দূরত্ব বজায় রেখে একটি ভিডিয়োতে সবাইকে রমজান পালনের বার্তা দেন তিনি ।

sdf
ভিডিয়ো কলের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন মিমি

সোনারপুরের 200 টিরও বেশি পরিবারের কাছে ইফতারের সামগ্রী পৌঁছে দেন মিমি । ভিডিয়ো কলের মাধ্যমে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি । শোনেন তাঁদের সমস্যার কথাও । এমনকী, যে কোনও দরকারে পাশে থাকার আশ্বাসও দেন তিনি ।

g
ভিডিয়ো কলের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন মিমি

ভিডিয়ো কলের মাধ্যমে মিমির অফিসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে তাঁর কথা বলিয়ে দেন । ভিডিয়োতে মিমি তাঁদের বলেন, "এই সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । আমি এটাই বলব, বাড়ির ভেতরে থাকুন, সুস্থ থাকুন এই রমজান মাসে । আগের বছর আপনাদের সঙ্গে এই সময়টায় ইফতার করেছিলাম । বিভিন্ন জায়গায় গিয়েছিলাম । কিন্তু, এই সময়টা খুব কঠিন । এই বছরটা একটা নতুন রূপ নিয়ে এসেছে । আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি । সেই যুদ্ধের নাম হল কোরোনা ভাইরাস । কিন্তু, আমার বিশ্বাস, এই সময় যদি সরকারের কথা মেনে চলি, বাড়ির ভিতরে থাকি, তাহলে এই যুদ্ধ আমরা খুব শিগগিরই জয় করতে পারব ।"

দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.