ETV Bharat / sitara

সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিংয়ের গাইডলাইন নিয়ে কাটল না ধোঁয়াশা

শুটিং শুরু করতে গেলে কী কী বিধিনিষেধ মানতে হবে তা নিয়ে আজ বিকেলে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল টেকনিশিয়ন স্টুডিয়োতে । তবে সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিংয়ের নিয়মাবলী নিয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা । কারণ সেগুলির শুটিংয়ের গাইডলাইন নিয়ে কথা বলার জন্য আজ প্রস্তুত ছিলেন না কেউই ।

sdf
dfg
author img

By

Published : Jun 2, 2020, 9:46 PM IST

কলকাতা : 1 জুন থেকেই টলিপাড়ায় শুটিং শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে । আর সেই শুটিং শুরু করতে গেলে কী কী বিধিনিষেধ মানতে হবে তা নিয়ে আজ বিকেলে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল টেকনিশিয়ন স্টুডিয়োতে । তবে সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিংয়ের নিয়মাবলী নিয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা । কারণ এই বৈঠকে সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিংয়ের নিয়মাবলী নিয়ে কথা বলার জন্য প্রস্তুত ছিলেন না কেউই । তাই মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যান পরমব্রত চট্টোপাধ্যায় ও EIMPA-র প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ।

এ প্রসঙ্গে পিয়া বলেন, "এটা খুব আনফরচুনেট । আমি জানি না এটা হল না কেন । আজ কথা ছিল, ফিল্ম, ওয়েব সিরিজ়, টেলিভিশন সব নিয়েই একটা বৈঠক হবে । ওঁরা ফিল্ম, ওয়েব সিরিজ়ের জন্য প্রস্তুতিই নয় । সেটার জন্যই আমরা ঠিক করি, ওঁরা বা আমরা ফিল্ম নিয়ে একটা ঠিকঠাক সিদ্ধান্তে আসব, ঠিকঠাক নিয়মাবলী যতক্ষণ না তৈরি হবে, ততক্ষণ আমরা কিছু করতে পারব না । তাই 4 তারিখের মিটিংয়ে আমরা যাচ্ছি না । আসলে ফিল্ম ও ওয়েব সিরিজ়ের জন্য ওঁরা তৈরিই ছিল না । তাই এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ।"

sdf
.

অন্যদিকে পরমব্রত বলেন, "টেলিভিশনের বৈঠক অনেকটাই দীর্ঘায়িত হয়েছে । ফিল্ম ও ওয়েব সিরিজ়ের জন্য সংশ্লিষ্ট যে বডিগুলি আছে, তাঁরা মনে করছেন আলাদা করে নিয়মাবলী বানাবেন । সেগুলোর সঙ্গে আমাদের মতো প্রযোজকদের গাইডলাইনস মেলাতে হবে । হয়তো আগামী কয়েকদিনের মধ্যে সেই বৈঠক হবে । কাল সকালের মধ্যে যদি আমরা ফিল্ম এবং ওয়েবের জন্য গাইডলাইনস পেয়ে যাই, তাহলে আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারব । কাল সকালের মধ্যে যদি সেটা না আসে, তাহলে 4 তারিখের মিটিংও শুধু টেলিভিশন নিয়েই হবে । তিনমাস সবকিছু বন্ধ থাকার পর যখন কিছু শুরু হয়, তখন প্রত্যেক বিভাগই একটু সময় নেয় । টেলিভিশন প্রোডাকশন অত্যন্ত জটিল একটি জিনিস । প্রচুর আর্টিস্টের, টেকনিশিয়নের ভাগ্য নির্ভর করে । সেটায় যে সময় লাগবে, তা বলাই বাহুল্য । তবে আশা করা যায়, ফিল্মের বিষয়টাও তাড়াতাড়ি সমাধান হবে ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : 1 জুন থেকেই টলিপাড়ায় শুটিং শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে । আর সেই শুটিং শুরু করতে গেলে কী কী বিধিনিষেধ মানতে হবে তা নিয়ে আজ বিকেলে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল টেকনিশিয়ন স্টুডিয়োতে । তবে সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিংয়ের নিয়মাবলী নিয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা । কারণ এই বৈঠকে সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিংয়ের নিয়মাবলী নিয়ে কথা বলার জন্য প্রস্তুত ছিলেন না কেউই । তাই মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যান পরমব্রত চট্টোপাধ্যায় ও EIMPA-র প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ।

এ প্রসঙ্গে পিয়া বলেন, "এটা খুব আনফরচুনেট । আমি জানি না এটা হল না কেন । আজ কথা ছিল, ফিল্ম, ওয়েব সিরিজ়, টেলিভিশন সব নিয়েই একটা বৈঠক হবে । ওঁরা ফিল্ম, ওয়েব সিরিজ়ের জন্য প্রস্তুতিই নয় । সেটার জন্যই আমরা ঠিক করি, ওঁরা বা আমরা ফিল্ম নিয়ে একটা ঠিকঠাক সিদ্ধান্তে আসব, ঠিকঠাক নিয়মাবলী যতক্ষণ না তৈরি হবে, ততক্ষণ আমরা কিছু করতে পারব না । তাই 4 তারিখের মিটিংয়ে আমরা যাচ্ছি না । আসলে ফিল্ম ও ওয়েব সিরিজ়ের জন্য ওঁরা তৈরিই ছিল না । তাই এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ।"

sdf
.

অন্যদিকে পরমব্রত বলেন, "টেলিভিশনের বৈঠক অনেকটাই দীর্ঘায়িত হয়েছে । ফিল্ম ও ওয়েব সিরিজ়ের জন্য সংশ্লিষ্ট যে বডিগুলি আছে, তাঁরা মনে করছেন আলাদা করে নিয়মাবলী বানাবেন । সেগুলোর সঙ্গে আমাদের মতো প্রযোজকদের গাইডলাইনস মেলাতে হবে । হয়তো আগামী কয়েকদিনের মধ্যে সেই বৈঠক হবে । কাল সকালের মধ্যে যদি আমরা ফিল্ম এবং ওয়েবের জন্য গাইডলাইনস পেয়ে যাই, তাহলে আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারব । কাল সকালের মধ্যে যদি সেটা না আসে, তাহলে 4 তারিখের মিটিংও শুধু টেলিভিশন নিয়েই হবে । তিনমাস সবকিছু বন্ধ থাকার পর যখন কিছু শুরু হয়, তখন প্রত্যেক বিভাগই একটু সময় নেয় । টেলিভিশন প্রোডাকশন অত্যন্ত জটিল একটি জিনিস । প্রচুর আর্টিস্টের, টেকনিশিয়নের ভাগ্য নির্ভর করে । সেটায় যে সময় লাগবে, তা বলাই বাহুল্য । তবে আশা করা যায়, ফিল্মের বিষয়টাও তাড়াতাড়ি সমাধান হবে ।"

দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.