ETV Bharat / sitara

"পরিবার"-এর সঙ্গে মানালি - মানালি দের খবর

কোরোনা পরিস্থিতিতে বিয়ে, তাই কোনও আড়ম্বর ছাড়াই মানালি দে-র সিঁথিতে সিঁদুর দিয়েছিলেন অভিমন্যু মুখার্জি । তবে বিয়েতে একটু আনন্দ না করলে হয় ? তাই সামাজিক বিয়ের কিছুদিন পর ছোটো করে একটা অনুষ্ঠান সারলেন অভিনেত্রী ও পরিচালক ।

manali dey after marriage
manali dey after marriage
author img

By

Published : Oct 27, 2020, 2:18 PM IST

কলকাতা : 15 অগাস্ট অভিমন্যুর মায়ের অনুপস্থিতিতেই মানালির সঙ্গে রেজিস্ট্রি হয় তাঁর । তিনি তখন লকডাউনে দিল্লিতে আটকে । কলকাতায় ফেরার পরই তাই দেরি না করে ছোটো ছেলে-বউমার বিয়েটা দিয়ে দেন তিনি । কিন্তু, কোনও অনুষ্ঠান হয়নি সেভাবে । পুজো কাটতেই ছোটো করে একটা অনুষ্ঠান করলেন নব দম্পতি ।

সোশাল মিডিয়ায় একঝাঁক ছবি শেয়ার করেছেন মানালি । পরনে লাল শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ, সিঁথিতে লাল সিঁদুর...একেবারে নতুন বউটি যেন । দেখলে যেন 'বই কথা কও'-এর মৌরির কথা মনে পড়ে যায় । অনেক বছর কেটে গেছে, মানালি যেন একইরকম সরল রয়ে গেছেন ।

ছবিগুলো শেয়ার করে ক্য়াপশনে অভিনেত্রী লিখেছেন, "ফ্যামিলি" । দেখে নিন...

'নিমকি-ফুলকি' টেলিফিল্মের জন্য শুটিং করতে গিয়ে প্রেম হয় মানালি-অভিমন্যুর । মাঝখানের সময়টা একসঙ্গে কাজ করেননি তাঁরা । তবে কিছুদিন আগে হাজরার একটি বাড়িতে 'নিমকি-ফুলকি 2'-এর শুটিং করতে দেখি অভিমন্যুকে । সেখানে মানালিও অভিনয় করেছেন ।

কলকাতা : 15 অগাস্ট অভিমন্যুর মায়ের অনুপস্থিতিতেই মানালির সঙ্গে রেজিস্ট্রি হয় তাঁর । তিনি তখন লকডাউনে দিল্লিতে আটকে । কলকাতায় ফেরার পরই তাই দেরি না করে ছোটো ছেলে-বউমার বিয়েটা দিয়ে দেন তিনি । কিন্তু, কোনও অনুষ্ঠান হয়নি সেভাবে । পুজো কাটতেই ছোটো করে একটা অনুষ্ঠান করলেন নব দম্পতি ।

সোশাল মিডিয়ায় একঝাঁক ছবি শেয়ার করেছেন মানালি । পরনে লাল শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ, সিঁথিতে লাল সিঁদুর...একেবারে নতুন বউটি যেন । দেখলে যেন 'বই কথা কও'-এর মৌরির কথা মনে পড়ে যায় । অনেক বছর কেটে গেছে, মানালি যেন একইরকম সরল রয়ে গেছেন ।

ছবিগুলো শেয়ার করে ক্য়াপশনে অভিনেত্রী লিখেছেন, "ফ্যামিলি" । দেখে নিন...

'নিমকি-ফুলকি' টেলিফিল্মের জন্য শুটিং করতে গিয়ে প্রেম হয় মানালি-অভিমন্যুর । মাঝখানের সময়টা একসঙ্গে কাজ করেননি তাঁরা । তবে কিছুদিন আগে হাজরার একটি বাড়িতে 'নিমকি-ফুলকি 2'-এর শুটিং করতে দেখি অভিমন্যুকে । সেখানে মানালিও অভিনয় করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.