ETV Bharat / sitara

Mamata on R D Burman death anniversary: সুরের আকাশের ভিন্ন এক ধ্রুবতারা, পঞ্চমদার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মমতার - আরডি বর্মনের মৃত্যুবার্ষিকী

28 বছর হল তিনি নেই ৷ আজ আরডি বর্মনের মৃত্যুবার্ষিকীতে (R D Burman death anniversary) শিল্পীর প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on R D Burman death anniversary)৷

Mamata Banerjee pays tribute to R D Burman on his death anniversary
সুরের আকাশের ভিন্ন এক ধ্রুবতারা, পঞ্চমদার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ মমতার
author img

By

Published : Jan 4, 2022, 11:20 AM IST

Updated : Jan 4, 2022, 11:40 AM IST

কলকাতা, 4 জানুয়ারি : আজ তিনি নেই ৷ তবে তাঁর সুরের জাদুতে আজও আট থেকে আশির মননে বিরাজমান রাহুল দেব বর্মন ৷ পঞ্চমদার তৈরি ক্ল্যাসিক গানগুলি বরাবর এভারগ্রিন ৷ 1994 সালে আজকের দিনেই থেমে যায় তাঁর সৃষ্টি ৷ পার্থিব জগতকে চিরবিদায় জানিয়ে চলে যান পঞ্চমদা ৷ আজ তাঁর 28তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on R D Burman death anniversary)৷

মঙ্গলবার সাতসকালে পঞ্চমদার একটি ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee pays tribute to R D Burman)৷ ক্যাপশনে লিখেছেন, "কিংবদন্তি সঙ্গীত পরিচালক আরডি বর্মনের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ৷ সুরের আকাশের ভিন্ন এক ধ্রুবতারা আরডি বর্মনের মৃত্যুবার্ষিকীতে তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম ।"

  • কিংবদন্তি সঙ্গীত পরিচালক আর ডি বর্মনের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা

    সুরের আকাশের ভিন্ন এক ধ্রুবতারা আর ডি বর্মনের মৃত্যুবার্ষিকীতে তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।#rdburman #tribute #music pic.twitter.com/olzZu2obCi

    — Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) January 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : RD Burman Birthday: এখনও পঞ্চমে মোহিত সঙ্গীত দুনিয়া, জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য আশা-লতা-অমিতাভের

1960 থেকে 1990 - দীর্ঘ সময় হিন্দি ফিল্মের জগতকে অনন্য সৃষ্টিতে মোহিত করে রেখেছিলেন সুরের জাদুকর আরডি বর্মন ৷ শুধু হিন্দিই নয়, বিভিন্ন ভাষায় 331 টি ছবির সঙ্গীতকার তিনি ৷ লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমার-সহ সমসাময়িক অন্যান্য গায়ক-গায়িকাদের দিয়ে তাঁদের সেরাটা বের করে এনেছেন বর্মন সাহেব ৷ তাঁর সুরে এক লড়কি কো দেখা, কুছ না কহো, দম মারো দম, মেহবুবা, পিয়া তু অব তো আ যা, তুঝসে নারাজ নহি জিন্দেগি-সহ আরও বহু গান (R D Burman songs) আজও অমর হয়ে রয়েছে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে ৷

আরও পড়ুন: Horror film Rish: ভয়ের ছবিতে দর্শনা-সৌরভ জুটি

মহান এই সঙ্গীতকারের মৃত্যুবার্ষিকীতে (R D Burman death anniversary) আমাদের তরফেও রইল শ্রদ্ধা ৷

কলকাতা, 4 জানুয়ারি : আজ তিনি নেই ৷ তবে তাঁর সুরের জাদুতে আজও আট থেকে আশির মননে বিরাজমান রাহুল দেব বর্মন ৷ পঞ্চমদার তৈরি ক্ল্যাসিক গানগুলি বরাবর এভারগ্রিন ৷ 1994 সালে আজকের দিনেই থেমে যায় তাঁর সৃষ্টি ৷ পার্থিব জগতকে চিরবিদায় জানিয়ে চলে যান পঞ্চমদা ৷ আজ তাঁর 28তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on R D Burman death anniversary)৷

মঙ্গলবার সাতসকালে পঞ্চমদার একটি ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee pays tribute to R D Burman)৷ ক্যাপশনে লিখেছেন, "কিংবদন্তি সঙ্গীত পরিচালক আরডি বর্মনের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ৷ সুরের আকাশের ভিন্ন এক ধ্রুবতারা আরডি বর্মনের মৃত্যুবার্ষিকীতে তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম ।"

  • কিংবদন্তি সঙ্গীত পরিচালক আর ডি বর্মনের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা

    সুরের আকাশের ভিন্ন এক ধ্রুবতারা আর ডি বর্মনের মৃত্যুবার্ষিকীতে তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।#rdburman #tribute #music pic.twitter.com/olzZu2obCi

    — Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) January 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : RD Burman Birthday: এখনও পঞ্চমে মোহিত সঙ্গীত দুনিয়া, জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য আশা-লতা-অমিতাভের

1960 থেকে 1990 - দীর্ঘ সময় হিন্দি ফিল্মের জগতকে অনন্য সৃষ্টিতে মোহিত করে রেখেছিলেন সুরের জাদুকর আরডি বর্মন ৷ শুধু হিন্দিই নয়, বিভিন্ন ভাষায় 331 টি ছবির সঙ্গীতকার তিনি ৷ লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমার-সহ সমসাময়িক অন্যান্য গায়ক-গায়িকাদের দিয়ে তাঁদের সেরাটা বের করে এনেছেন বর্মন সাহেব ৷ তাঁর সুরে এক লড়কি কো দেখা, কুছ না কহো, দম মারো দম, মেহবুবা, পিয়া তু অব তো আ যা, তুঝসে নারাজ নহি জিন্দেগি-সহ আরও বহু গান (R D Burman songs) আজও অমর হয়ে রয়েছে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে ৷

আরও পড়ুন: Horror film Rish: ভয়ের ছবিতে দর্শনা-সৌরভ জুটি

মহান এই সঙ্গীতকারের মৃত্যুবার্ষিকীতে (R D Burman death anniversary) আমাদের তরফেও রইল শ্রদ্ধা ৷

Last Updated : Jan 4, 2022, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.