কলকাতা : কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম মল্লিক বাড়ির পুজো । আর পুজোর কটাদিন ওই বাড়ির দরজা সবার জন্য খুলে দেওয়া হয় । যে কেউ তখন মল্লিক বাড়িতে প্রবেশ করতে পারেন । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে এবছর আর ওই বাড়িতে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থী ও সংবাদমাধ্যম । ইনস্টাগ্রামে একটি পোস্ট করে একথা জানিয়েছেন কোয়েল মল্লিক ।
গতকাল ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কোয়েল । তিনি জানিয়েছেন, "এবছর মল্লিক বাড়ির পুজো পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নিয়েই করা হবে । সবার সুরক্ষার কথা মাথায় রেখে দর্শনার্থী ও সংবাদমাধ্যম এবার পুজোতে মল্লিক বাড়িতে প্রবেশ করতে পারবে না । যদিও আমি নিশ্চিত যে মা দুর্গার আশীর্বাদে আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আর মাত্র কয়েকদিন পরই মা আসছেন । সেজে উঠছে মণ্ডপ । কিন্তু, কোরোনার জেরে সেই আনন্দে অনেকটাই ভাটা পড়ে গিয়েছে । তার উপর আবার সুরক্ষার কথা মাথায় রেখে এবছর পুজোর সময় মল্লিক বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না । একথা জানার পর থেকেই মন খারাপ অনুরাগীদের । তবে মন খারাপ হলেও মল্লিক বাড়ির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই ।
একজন ইউজ়ার লেখেন, "এই বছর এভাবেই যাক আগামী বছর আবার জাঁকজমক করে হবে । সুস্থ থাক সন্তানের জন্য অনেক শুভেচ্ছা ।" কেউ আবার ইমোজির মাধ্যমেই নিজের মনের ভাব প্রকাশ করেছেন ।
তবে মল্লিক বাড়ির পুজোতে যেতে না পারলেও, এবার বড় পরদায় দেখতে পাওয়া যাবে কোয়েলকে । কারণ পুজোর সময়ই মুক্তি পাবে তাঁর পরবর্তী ছবি ‘রক্ত রহস্য’।