কলকাতা, 22 সেপ্টেম্বর : প্রকাশ্যে এল মৈনাক ভৌমিক পরিচালিত ছবি 'মিনি'-র ফার্সট লুক । এই ছবি দিয়েই প্রযোজনায় ডেবিউ করছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী । তাঁর সঙ্গী হয়েছেন রাহুল ভঞ্জ ৷
'মিনি'র গল্প আবর্তিত হবে মিনি এবং তিতলিকে কেন্দ্রে রেখে । এরা দুই অসমবয়সি বন্ধু । বন্ধুত্বের যে কোনও বয়স হয় না তা আবারও প্রমাণ করবে এই ছবি । তিতলির চরিত্রে মিমি চক্রবর্তী এবং মিনির চরিত্রে শিশু শিল্পী অনন্যা চট্টোপাধ্যায় ।
মিমির কথায়- "আমি খুব এক্সাইটেড চরিত্রটা নিয়ে । মৈনাকের সঙ্গে যখন আমার প্রথম কথা হয় তখন আমি ‘ক্রিসক্রস’-এর কাজে ব্যস্ত । মৈনাক 'ক্রিসক্রস'-এর স্ক্রিপ্ট লিখত । এরপর ভরা লকডাউনের সময় আমায় ফোন করে ‘মিনি’র ব্যাপারে বলে ৷ 'মিনি' একটি নারীকেন্দ্রিক ছবি হবে । গল্পের নায়িকা স্বাধীন ও প্রতিষ্ঠিত। তার কাছে সম্পর্ক, পরিবার খুব গুরুত্বপূর্ণ। তার জীবনের ওঠাপড়ার গল্প নিয়েই 'মিনি'। লকডাউনে মৈনাকের ফোন কলটা আমার কাছে এক বড় প্রাপ্তি বলতে পারেন । পরিচালক মৈনাকের ব্যাপারে আমি আগেও শুনেছি । ও খুব শান্তশিষ্ট, হাসিখুশি, ঠাণ্ডা মাথার এবং পরিপাটি একজন মানুষ । কাজটা ভালই হবে আশা করি ।"
আরও পড়ুন, Jaalbandi: বড় পর্দায় আসছে সমরেশ মজুমদারের জালবন্দী, জুটি প্রিন্স-দর্শনা
অন্যদিকে মৈনাক জানান, মিমির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুব খুশি । সম্পূর্ণা জানান- “ আমাদের সংস্থা থেকে ভাল ভাল কাজ উপহার দিতে চাই । প্রথম কাজেই মিমিকে পেয়ে খুব এক্সাইটেড আমরা ।”
প্রসঙ্গত, রাহুল ভঞ্জ এর আগেও বহু ছবির প্রযোজনা টিমের সদস্য ছিলেন । রাহুল জানান- “স্মল টক আইডিয়াস চলতি বছরে ছয়টি ছবি আনবে । সবই সম্পর্কের গল্প । ধীরে ধীরে সামনে আসবে সেই সব গল্প ।” 'স্মল টক আইডিয়াস' এবং 'এম কে মিডিয়া'র প্রযোজনায় খুব শীঘ্রই শুরু হবে ছবির কাজ ।