ETV Bharat / sitara

ডিজিটাল কনসার্ট থেকে ওঠা অর্থে লোকশিল্পীদের সাহায্য তারকাদের - folk musicians

একটি ডিজিটাল কনসার্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন সংগীত শিল্পীরা । সেই অর্থ তুলে দেওয়া হবে লোকশিল্পীদের হাতে । আর এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন শংকর মহাদেবন, অমিত ত্রিবেদী, বিশাল দাদলানি, সালিম সুলাইমান, রঘু দীক্ষিত, হার্ভাজান মান, পাপন, মামে খান ।

ASD
DS
author img

By

Published : Apr 25, 2020, 7:15 PM IST

কলকাতা : লোকসংগীত শিল্পী ও তাঁদের পরিবারকে এই লকডাউনের মধ্যে সাহায্য করার জন্য তহবিল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিলিভ এন্টারটেনমেন্ট ও অনাহাদ ফাউন্ডেশন ।

.
বিশাল দাদলানি

একটি ডিজিটাল কনসার্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন সংগীত শিল্পীরা । আর এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন শংকর মহাদেবন, অমিত ত্রিবেদী, বিশাল দাদলানি, সালিম সুলাইমান, রঘু দীক্ষিত, হার্ভাজান মান, পাপন, মামে খান ।

df
পাপন

24 এপ্রিল থেকে প্রতিদিন রাত 9টায় শুরু হচ্ছে এই ডিজিটাল কনসার্ট । চলবে 3 মে পর্যন্ত । প্রত্যেক শিল্পী তাঁদের নিজেদের বাড়ি থেকে পারফর্ম করছেন । গাইবেন তাঁদের পছন্দসই লোকগান ।

af
শংকর মহাদেবন

বিলিভ এন্টারটেনমেন্টের চিফ ক্রিয়েটিভ অফিসার ওয়ারেন দে সিলভা বলেন, " বিলিভের গ্লোবাল ভিশন শিল্পীদের যত্নে রাখা । তাঁদের অভিনবত্বে পাশে এসে দাঁড়ানো । এই কঠিন সময়ে লোকসংগীত শিল্পীদের পাশে এসে দাঁড়ানো আমাদের কর্তব্য । আমাদের দেশের ঐতিহ্যকে বাঁচানো কর্তব্য ।"

ASD
.

অনাহাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অভিনব আগারওয়াল বলেন, "আমরা সারা দেশের 5 হাজার দুস্থ লোকশিল্পীকে আর্থিকভাবে সাহায্য করতে চাই । তাঁদের রেশন দিতে চাই । আগামী 6 থেকে 7 মাস সব শো বাতিল হয়েছে । এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন লোকশিল্পীরা । এই ওয়েব কনসার্ট সিরিজ় থেকে যত অর্থই আয় হোক না কেন, তার 100 শতাংশই চলে যাবে এই শিল্পীদের কাছে ।"

কলকাতা : লোকসংগীত শিল্পী ও তাঁদের পরিবারকে এই লকডাউনের মধ্যে সাহায্য করার জন্য তহবিল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিলিভ এন্টারটেনমেন্ট ও অনাহাদ ফাউন্ডেশন ।

.
বিশাল দাদলানি

একটি ডিজিটাল কনসার্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন সংগীত শিল্পীরা । আর এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন শংকর মহাদেবন, অমিত ত্রিবেদী, বিশাল দাদলানি, সালিম সুলাইমান, রঘু দীক্ষিত, হার্ভাজান মান, পাপন, মামে খান ।

df
পাপন

24 এপ্রিল থেকে প্রতিদিন রাত 9টায় শুরু হচ্ছে এই ডিজিটাল কনসার্ট । চলবে 3 মে পর্যন্ত । প্রত্যেক শিল্পী তাঁদের নিজেদের বাড়ি থেকে পারফর্ম করছেন । গাইবেন তাঁদের পছন্দসই লোকগান ।

af
শংকর মহাদেবন

বিলিভ এন্টারটেনমেন্টের চিফ ক্রিয়েটিভ অফিসার ওয়ারেন দে সিলভা বলেন, " বিলিভের গ্লোবাল ভিশন শিল্পীদের যত্নে রাখা । তাঁদের অভিনবত্বে পাশে এসে দাঁড়ানো । এই কঠিন সময়ে লোকসংগীত শিল্পীদের পাশে এসে দাঁড়ানো আমাদের কর্তব্য । আমাদের দেশের ঐতিহ্যকে বাঁচানো কর্তব্য ।"

ASD
.

অনাহাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অভিনব আগারওয়াল বলেন, "আমরা সারা দেশের 5 হাজার দুস্থ লোকশিল্পীকে আর্থিকভাবে সাহায্য করতে চাই । তাঁদের রেশন দিতে চাই । আগামী 6 থেকে 7 মাস সব শো বাতিল হয়েছে । এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন লোকশিল্পীরা । এই ওয়েব কনসার্ট সিরিজ় থেকে যত অর্থই আয় হোক না কেন, তার 100 শতাংশই চলে যাবে এই শিল্পীদের কাছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.