ETV Bharat / sitara

মিলল না মুক্তি, রাজ কুন্দ্রার জামিনের আবেদন খারিজ আদালতে - ম্যাজিস্ট্রেট আদালত

রাজ কুন্দ্রার (Raj Kundra) জামিনের আবেদনের মামলা খারিজ করল মুম্বইয়ের আদালত (Magistrate Court) ৷ পর্নোগ্রাফি মামলায় (Pronography Case) গত সপ্তাহে গ্রেফতার করা হয় শিল্পী শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে ৷

Magistrate Court rejects Raj Kundra's bail plea in pronography case
মিলল না মুক্তি, রাজ কুন্দ্রার জামিনের আবেদন খারিজ
author img

By

Published : Jul 28, 2021, 2:59 PM IST

Updated : Jul 28, 2021, 3:29 PM IST

মুম্বই, 28 জুলাই : আজও মিলল না মুক্তি ৷ রাজ কুন্দ্রার (Raj Kundra) জামিনের আবেদনের মামলা খারিজ করে দিল মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত (Magistrate Court) ৷ পর্নোগ্রাফি মামলায় (Pronography Case) গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল বলিউডের অভিনেত্রী শিল্পী শেট্টির (Shilpa Shetty) স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ৷

রাজ কুন্দ্রার পাশাপাশি তাঁর কোম্পানির তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান রায়ান থর্পের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত ৷ গতকালই পর্নোগ্রাফি মামলায় শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর কোম্পানির তথ্য-প্রযুক্তি বিভাগের প্রধান রায়ান থর্পকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় মুম্বইয়ের আদালত ৷ গত 19 জুলাই রাজ কুন্দ্রাকে এই মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও 11 জনকে ৷ 27 জুলাই পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন: এসব করার কী দরকার ছিল ? কাঁদতে কাঁদতে রাজকে প্রশ্ন শিল্পার

এর আগে, রাজ ও শিল্পা দু‘জনকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ রাজের দেওয়া তথ্য ও ঘটনার বিবরণী শিল্পার বক্তব্যের সঙ্গে মেলানো হয় ৷ তবে রাজের কোম্পানির অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন জাগে পুলিশের মনে ৷ পুলিশ রাজের একটি প্রিন্টার, একটি ল্যাপটপ ও একটি নথি ভরা বাক্স বাজেয়াপ্ত করে ৷

এ দিকে, সূত্রের মারফৎ খবর মেলে, মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন হাঙ্গামা 2 অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷ তাঁকে অন্ধকারে রেখেই তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) নিজের কারবার চালিয়ে গিয়েছেন বলে দাবি করেন তিনি ৷ সূত্রের দাবি, পুলিশের সামনেই রাজের উপর ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী ৷

আরও পড়ুন: মিলল না জামিন, 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাজ কুন্দ্রা

সূত্র বলেছে, "তল্লাশি চালানোর জন্য যে দিন মুম্বই ক্রাইম ব্রাঞ্চ রাজ কুন্দ্রার মুম্বইয়ের বাড়িতে হানা দেয়, সে দিনই শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ সেই জেরার পর খুবই দুঃখে ছিলেন শিল্পা ৷ তাঁর সঙ্গে কুন্দ্রার তীব্র বাদানুবাদও হয় ৷ চিৎকার করে শিল্পা রাজকে বলেন, এ সব করার কী দরকার ছিল ? কেন তিনি এ সব করেছেন ? উত্তেজিত শিল্পাকে থামাতে ক্রাইম ব্রাঞ্চের দলকে হস্তক্ষেপ করতে হয় ৷"

মুম্বই, 28 জুলাই : আজও মিলল না মুক্তি ৷ রাজ কুন্দ্রার (Raj Kundra) জামিনের আবেদনের মামলা খারিজ করে দিল মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত (Magistrate Court) ৷ পর্নোগ্রাফি মামলায় (Pronography Case) গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল বলিউডের অভিনেত্রী শিল্পী শেট্টির (Shilpa Shetty) স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ৷

রাজ কুন্দ্রার পাশাপাশি তাঁর কোম্পানির তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান রায়ান থর্পের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত ৷ গতকালই পর্নোগ্রাফি মামলায় শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর কোম্পানির তথ্য-প্রযুক্তি বিভাগের প্রধান রায়ান থর্পকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় মুম্বইয়ের আদালত ৷ গত 19 জুলাই রাজ কুন্দ্রাকে এই মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও 11 জনকে ৷ 27 জুলাই পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন: এসব করার কী দরকার ছিল ? কাঁদতে কাঁদতে রাজকে প্রশ্ন শিল্পার

এর আগে, রাজ ও শিল্পা দু‘জনকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ রাজের দেওয়া তথ্য ও ঘটনার বিবরণী শিল্পার বক্তব্যের সঙ্গে মেলানো হয় ৷ তবে রাজের কোম্পানির অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন জাগে পুলিশের মনে ৷ পুলিশ রাজের একটি প্রিন্টার, একটি ল্যাপটপ ও একটি নথি ভরা বাক্স বাজেয়াপ্ত করে ৷

এ দিকে, সূত্রের মারফৎ খবর মেলে, মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন হাঙ্গামা 2 অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷ তাঁকে অন্ধকারে রেখেই তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) নিজের কারবার চালিয়ে গিয়েছেন বলে দাবি করেন তিনি ৷ সূত্রের দাবি, পুলিশের সামনেই রাজের উপর ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী ৷

আরও পড়ুন: মিলল না জামিন, 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাজ কুন্দ্রা

সূত্র বলেছে, "তল্লাশি চালানোর জন্য যে দিন মুম্বই ক্রাইম ব্রাঞ্চ রাজ কুন্দ্রার মুম্বইয়ের বাড়িতে হানা দেয়, সে দিনই শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ সেই জেরার পর খুবই দুঃখে ছিলেন শিল্পা ৷ তাঁর সঙ্গে কুন্দ্রার তীব্র বাদানুবাদও হয় ৷ চিৎকার করে শিল্পা রাজকে বলেন, এ সব করার কী দরকার ছিল ? কেন তিনি এ সব করেছেন ? উত্তেজিত শিল্পাকে থামাতে ক্রাইম ব্রাঞ্চের দলকে হস্তক্ষেপ করতে হয় ৷"

Last Updated : Jul 28, 2021, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.